সিপিএলে প্রথম ম্যাচে তেমন কিছু করতে পারেননি। সেন্ট কিটসের বিপক্ষে ১৬ বলে ১১ রানের পর বল হাতে ১ ওভারে ৬ রান দিয়ে উইকেটশূন্য। আজ দ্বিতীয় ম্যাচেও সেই একই সাকিব আল হাসান। এবার বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ব্যাট হাতে অবশ্য আগের ম্যাচের চেয়ে দুই রান বেশি করেছেন—১৩ বলে ১৩। বোলিংয়ে আবার এক ওভার করেই ১৪ রান খরচ করেছেন।

তবে সাকিবের পারফরম্যান্সে বিশেষ পার্থক্য না থাকলেও একটা জায়গায় উন্নতি আছে। প্রথম ম্যাচে হারলেও আজ সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস জয় নিয়েই মাঠ ছেড়েছে।

অ্যান্টিগায় দলটি ৬ উইকেটে বার্বাডোজ রয়্যালসকে হারিয়েছে। টসে হেরে ব্যাটিং করতে নেমে বার্বাডোজ তুলেছিল ১৫২ রান। সেই রান ২ উইকেট আর ৬ বল হাতে রেখে তাড়া করেছে সাকিবের অ্যান্টিগা।

একটা সময় ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিব নতুন বলে নিয়মিত বোলিং করতেন। ৩৮ বছর বয়সী সাকিবের সেই দিন ফুরিয়েছে। অ্যান্টিগার অধিনায়ক বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম আজ সাকিবকে বোলিংয়ে এনেছেন সপ্তম বোলার হিসেবে। টানা দুই ম্যাচেই তাকে করিয়েছেন একটি করে ওভার।

আজ ম্যাচের ১৫তম ওভারে বোলিংয়ে এসে একটি করে ছক্কা ও চার হজম করেছেন রোভমান পাওয়েল ও কুইন্টন ডি ককের ব্যাটে।

সাকিব ব্যাটিংয়ে আজ বড় ইনিংস খেলার সুযোগ পেয়েছিলেন। উইকেটে এসেছেন চার নম্বরে, দলের রান যখন ৮.

৪ ওভারে ২ উইকেটে ৫৭। তবে মুজিব উর রেহমানের বলে ছক্কা মারতে গিয়ে লং অনে ক্যাচ দেন এই বাঁহাতি।

সাকিবের ব্যর্থতার দিনে তাঁর দল জিতেছে কারিমা গোরের ৫৩ বলে ৬৪ রানের ইনিংসে। জয়ের জন্য তাদের শেষ ২ ওভারে রান লাগত ১৪। কারিমার সঙ্গে ফ্যাবিয়েন অ্যালেনের ৬ বলে ১১ রানের ইনিংসে দুই বল বাকি থাকতেই সমীকরণ মিলিয়ে ফেলে অ্যান্টিগা।

সাকিবের পরের ম্যাচ আগামীকাল, খেলবে সেন্ট লুসিয়ার বিপক্ষে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

১৭৩০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৫১৯০ টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নাসির মাঝি (৩৫) নামে জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৭৩০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। রবিবার (১৭ আগস্ট) ভোরে বঙ্গোপসাগরের চর বিজয় সংলগ্ন এলাকায় মাছটি ধরা পড়ে।

সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটা মৎস্য মার্কেটে মাছটি আনা হয়। নিলামের মাধ্যমে রাসেল ফিসের স্বত্ত্বাধিকারী রাসেল মিয়া ৩ হাজার টাকা কেজি দরে ৫ হাজার ১৯০ টাকায় মাছটি কিনে নেন।

জেলে নাসির মাঝি বলেন, “গতকাল শনিবার সন্ধ্যায় ইঞ্জিনচালিত ডিঙ্গি ট্রলার নিয়ে সাগরে মাছ শিকারে যাই। রাতে চর বিজয় সংলগ্ন এলাকায় জাল ফেলি। সকালে জাল টানার পর অন্যান্য মাছের সঙ্গে ইলিশটিও উঠে আসে।”

আরো পড়ুন:

মারা যাচ্ছে বাগদা চিংড়ি, দিশেহারা বাগেরহাটের চাষিরা

সাগরে ভাসছিল ২২ কেজির কোরাল, ধরা পড়ল জালে  

তিনি আরো বলেন, “এতো বড় সাইজের ইলিশ সচরাচর ধরা পড়ে না। আমার জালে বড় ইলিশটি ধরা পড়ায় শুকরিয়া আদায় করেছি। দামও ভালো পেয়েছি।”

রাসেল ফিসের স্বত্ত্বাধিকারী রাসেল মিয়া বলেন, “সব সময় বড় ইলিশ মেলে না। আজ বাজারে আসা সবেচেয়ে বড় ইলিশ ছিল এটি। এ কারণে সর্বোচ্চ দাম দিয়ে মাছটি কিনে নিয়েছি। এটি বিক্রির জন্য উত্তরাচঞ্চলের দিকে পাঠাতে পারি। এখনো সিদ্ধান্ত নেইনি।”

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এখন অনেক জেলেই ইলিশসহ বিভিন্ন প্রজাতির বড় সাইজের মাছ পাচ্ছেন। বৃষ্টির কারণে গভীর সমুদ্রের মাছ তীরের দিকে চলে আসছে। আসা করছি, সব জেলেরাই মাছ পাবেন।”

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ