নেত্রকোনার পূর্বধলায় ৩৬ ঘণ্টার ব্যবধানে যমজ দুই ভাই মারা গেছেন। দুই ভাইয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাঁরা একে অপরকে খুবই ভালোবাসতেন। প্রতিবেশী ও পরিবারের লোকজনের ধারণা, এক ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে অন্য ভাই মারা গেছেন।

হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল মধ্যপাড়া গ্রামে। মারা যাওয়া দুই ভাই হলেন একই গ্রামের মো.

হাসেন আলী (৫৬) ও মো. হোসেন আলী (৫৬)। হাসেন আলী ঘাগড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। আর হোসেন আলী স্থানীয় একটি স-মিলে কাঠমিস্ত্রির কাজ করতেন।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, হাসেন আলী গত রোববার সন্ধ্যা সাতটায় হঠাৎ হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তাঁর মৃত্যুর পর যমজ ভাই হোসেন আলী কান্নাকাটি করতে করতে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁর শ্বাসকষ্ট শুরু হলে ওই দিন রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে তিনি মারা যান।

হাসেন আলীর সাত ছেলে ও এক মেয়ে আছেন। হোসেন আলী স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। হোসেন আলীর জানাজা গতকাল সোমবার সকালে এবং হাসেন আলীর জানাজা আজ বিকেলে নিজ গ্রামের বাড়িতে সম্পন্ন হয়। পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরে তাঁদের দাফন করা হয়।

প্রতিবেশী আজাদুর রহমান বলেন, যমজ দুই ভাইয়ের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। একজনের মৃত্যু অন্যজন মেনে নিতে পারেননি বলেই হয়তো এত দ্রুত চলে গেলেন। এ ঘটনায় এলাকার শোকের ছায়া নেমেছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর আলম জানান, তিনি যমজ দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি শুনেছেন। এটি স্বাভাবিক মৃত্যু হলেও বিষয়টি হৃদয়বিদারক।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ স ন আল

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে অসহায়ের পাশে দাঁড়াতে সেভ দ্য রূপগঞ্জ এর পথচলা শুরু

রূপগঞ্জ উপজেলা মানবতার ডাকে এক হোক, রূপগঞ্জে অসহায়ের পাশে দাঁড়াতে সেভ দ্য রূপগঞ্জ এর পথচলা শুরু উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ১০ টায় তারাব পৌর অডিটোরিয়ামে সভাপতিত্ব করেন আহবায়ক সেভ দ্য রূপগঞ্জ এড. আব্দুল কুদ্দুছ এবং সেভ দ্য রূপগঞ্জ আহবায়ক কমিটির সদস্য শহিদুল্লা গাজীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি হাজী এখলাছ উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ লায়ন মোজাম্মেল হক ভূঁইয়া। 

প্রধান অতিথি বলেন,আমরা এখানে একত্রিত হয়েছি একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে রূপগঞ্জের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেভ দ্য রূপগঞ্জ শুধু একটি নাম নয়, এটি একটি অঙ্গীকার।

আমাদের এই পথচলায় আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। আসুন আমরা সকলে মিলে মানবতার জন্য এক হই এবং রূপগঞ্জকে একটি উন্নত ও মানবিক রূপে গড়ে তুলি।

প্রধান আলোচনা হিসেবে উপস্থিত ছিলেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোঃ রাশিদুন নবী খান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জজকোর্টের পি,পি এড. আবুল কালাম আজাদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব লায়ন মীর আব্দুল আলীম,সলিমুদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম,পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্টে চেয়ারম্যান আবুল হোসেন, সি.টি.ব্যবস্থাপক ফামাসিষ্ট ইউসুফ চৌধুরী,সাবিক ব্যবস্থাপনায় আলহাজ্ব আঃ মতিন,ড.আবু হানিফ, মাহমুদ খান,প্রভাষক মোঃ মিয়াজ উদ্দিনসহ অনেকে।

সম্পর্কিত নিবন্ধ