নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিজিটাল লাইফস্টাইল প্ল্যাটফর্ম ‘রাইজ’-এ একাধিক নতুন সুবিধা যুক্ত করেছে বাংলালিংক। নতুন সুবিধাগুলোর মধ্যে এআই স্পিকিং কোচ হিসেবে পরিচিত ভোকালাইজ টুল ব্যবহারকারীদের উচ্চারণ ও টোন উন্নত করতে সহায়তা করে। ফলে তাঁরা সাক্ষাৎকার, ক্লাস বা উপস্থাপনের জন্য নিজেদের প্রস্তুত করতে পারেন। অন্যদিকে তরুণদের দক্ষতার মানোন্নয়নেও ভূমিকা রাখছে রাইজ। রাইজ সামারাইজ, গ্রামারাইজ ও রিউরাইজের মতো এআই টুলের মাধ্যমে পড়াশোনা ও লেখার কাজকে যেমন দ্রুত ও সহজ করছে, তেমনি শিক্ষার্থীদের সময় বাঁচিয়ে কাজের মান উন্নত করতে সহায়তা করছে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে বাংলালিংক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাইজের লক্ষ্য তরুণদের দৈনন্দিন জীবনে এআই প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা যুক্ত করার মাধ্যমে তাঁদের সম্ভাবনা উন্মোচনে ভূমিকা রাখা। যে কারণে ডিজিটাল অ্যাপ হিসেবে যাত্রা শুরু করেছে রাইজ। ফলে সহজেই যেকোনো নেটওয়ার্কে অ্যাপটি ব্যবহার করা যায়।
বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া জানান, রাইজের মাধ্যমে আমরা প্রযুক্তিগত সেবাদানের বাইরে গিয়ে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, যার মাধ্যমে শেখার পাশাপাশি আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে নিজেদের প্রকাশ করতে পারবেন তরুণেরা। রাইজ মূলত একটি প্রজন্মকে নতুন উচ্চতায় পোঁছাতে অনুপ্রাণিত করছে।
প্রসঙ্গত, গত বছর চালু হওয়ার পর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিভিন্ন টুল যুক্ত করছে রাইজ। প্ল্যাটফর্মটিতে যোগাযোগ দক্ষতা, পেশা প্রস্তুতি ও উদ্যোক্তাভিত্তিক শিক্ষার ওপর বিভিন্ন কোর্স রয়েছে, যা শিল্প খাত ও প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবধান কমিয়ে আনতে এবং তরুণদের ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে ভূমিকা রাখছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প ল য টফর ম ত করত
এছাড়াও পড়ুন:
‘ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন ইংরেজি মাধ্যমের ৪২ শিক্ষার্থী
দেশের ২৩টি ইংরেজি মাধ্যম স্কুলের ৪২ জন মেধাবী শিক্ষার্থীর একাডেমিক সাফল্য উদ্যাপন করেছে ব্রিটিশ কাউন্সিল। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকায় আয়োজিত হয় ‘ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ড ২০২৫’।
২০২৫ সালের মে/জুন সেশনের কেমব্রিজ ইন্টারন্যাশনাল এবং পিয়ারসন এডএক্সেলের (ও লেভেল/আইজিসিএসই/ইন্টারন্যাশনাল জিসিএসই) পরীক্ষায় নয়টি বা তার বেশি বিষয়ে সর্বোচ্চ গ্রেড অর্জনকারী শিক্ষার্থীদের এ সম্মানজনক পুরস্কার দেওয়া হয়। যুক্তরাজ্যের এক্সাম বোর্ডগুলোর পক্ষে ব্রিটিশ কাউন্সিল এ পরীক্ষা পরিচালনা করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, ‘আজ আমরা শিক্ষার্থীদের নিষ্ঠা ও সাফল্য উদ্যাপন করছি; একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। যাঁরা এবার কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেননি, তাঁদের প্রচেষ্টাও সমানভাবে গুরুত্বপূর্ণ; সামনে নিশ্চয়ই তাঁরা প্রচেষ্টার সুফল পাবেন। সব শিক্ষার্থীকে স্বপ্নপূরণের পথে অভিনন্দন ও শুভকামনা জানাই।’
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্কুলের দুই শতাধিক শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, শিক্ষক, অভিভাবক ও ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন বিশেষ অতিথি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।
আরও পড়ুনইউরোপের সেরা ১০ বৃত্তি ও ফেলোশিপের খোঁজ১১ ঘণ্টা আগেআয়োজনের মূল আকর্ষণ ছিল পুরস্কার প্রদান পর্ব। ৪২ শিক্ষার্থীকে তাঁদের অনন্য ফলের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত দুই শিক্ষার্থী তাঁদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। ব্রিটিশ কাউন্সিলের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তাহনি ইয়াসমিনের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বিভিন্ন এক্সাম বোর্ডের প্রতিনিধি। অনুষ্ঠানের অন্য অতিথিদের মধ্যে ছিলেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের কান্ট্রি লিড সারওয়াত রেজা; পিয়ারসন এডএক্সেল বাংলাদেশ ও নেপালের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বিন কুদ্দুস; পিয়ারসন এডএক্সেল বাংলাদেশের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা এবং অক্সফোর্ড একিউএর কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা। বিজ্ঞপ্তি
আরও পড়ুনব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর হিসেবে যোগ দিলেন মারিয়া রেহমান১৫ অক্টোবর ২০২৫