নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিজিটাল লাইফস্টাইল প্ল্যাটফর্ম ‘রাইজ’-এ একাধিক নতুন সুবিধা যুক্ত করেছে বাংলালিংক। নতুন সুবিধাগুলোর মধ্যে এআই স্পিকিং কোচ হিসেবে পরিচিত ভোকালাইজ টুল ব্যবহারকারীদের উচ্চারণ ও টোন উন্নত করতে সহায়তা করে। ফলে তাঁরা সাক্ষাৎকার, ক্লাস বা উপস্থাপনের জন্য নিজেদের প্রস্তুত করতে পারেন। অন্যদিকে তরুণদের দক্ষতার মানোন্নয়নেও ভূমিকা রাখছে রাইজ। রাইজ সামারাইজ, গ্রামারাইজ ও রিউরাইজের মতো এআই টুলের মাধ্যমে পড়াশোনা ও লেখার কাজকে যেমন দ্রুত ও সহজ করছে, তেমনি শিক্ষার্থীদের সময় বাঁচিয়ে কাজের মান উন্নত করতে সহায়তা করছে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে বাংলালিংক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাইজের লক্ষ্য তরুণদের দৈনন্দিন জীবনে এআই প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা যুক্ত করার মাধ্যমে তাঁদের সম্ভাবনা উন্মোচনে ভূমিকা রাখা। যে কারণে ডিজিটাল অ্যাপ হিসেবে যাত্রা শুরু করেছে রাইজ। ফলে সহজেই যেকোনো নেটওয়ার্কে অ্যাপটি ব্যবহার করা যায়।

বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া জানান, রাইজের মাধ্যমে আমরা প্রযুক্তিগত সেবাদানের বাইরে গিয়ে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, যার মাধ্যমে শেখার পাশাপাশি আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে নিজেদের প্রকাশ করতে পারবেন তরুণেরা। রাইজ মূলত একটি প্রজন্মকে নতুন উচ্চতায় পোঁছাতে অনুপ্রাণিত করছে।

প্রসঙ্গত, গত বছর চালু হওয়ার পর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিভিন্ন টুল যুক্ত করছে রাইজ। প্ল্যাটফর্মটিতে যোগাযোগ দক্ষতা, পেশা প্রস্তুতি ও উদ্যোক্তাভিত্তিক শিক্ষার ওপর বিভিন্ন কোর্স রয়েছে, যা শিল্প খাত ও প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবধান কমিয়ে আনতে এবং তরুণদের ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে ভূমিকা রাখছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প ল য টফর ম ত করত

এছাড়াও পড়ুন:

কোটালীপাড়ায় জামায়তের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার সভাপতিসহ ৯ নেতাকর্মী পদত্যাগ করেছেন।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার পিড়ারবাড়ি বাজারে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।

আরো পড়ুন:

এফিডেভিট করে দল ছাড়ছেন আ. লীগ নেতা

রাঙামাটিতে এনসিপির যুগ্ম সমন্বয়কারীর পদত্যাগ

পদত্যাগকারী নেতারা হলেন- সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার সভাপতি মনজ মল্লিক ওরফে (ঝন্টু), সহ-সভাপতি বিমল বালা, উপদেষ্টা নারায়ণ হালদার, সদস্য দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী ও শিশির মল্লিক।

লিখিত বক্তব্যে মনজ মল্লিক ওরফে (ঝন্টু) বলেন, “আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি, সহ-সভাপতি, উপদেষ্টা ও সদস্যসহ ৯জন পারিবারিক ও সামাজিক কারণে বাংলাদেশ জামায়াত ইসলামীর হিন্দু শাখার পদ ও সব কর্যক্রম থেকে পদত্যাগ করলাম।”

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ফরিদ উদ্দিন মাসউদ বলেন, “কিছুদিন আগে কমিটি হয়েছিল। তারা পদত্যাগ করেছেন কি না তা আমার জানা নেই।” 

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ