উত্তরাখণ্ডে আকস্মিক বন্যার পানিতে ভেসে গেলেন ১১ ভারতীয় সেনা
Published: 6th, August 2025 GMT
ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরলি গ্রামে ভয়াবহ মেঘ ভাঙনের ফলে ভূমিধস ও আকস্মিক বন্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত চারজন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন ১০০ জনেরও বেশি। যার মধ্যে ১১ ভারতীয় সেনাও আছেন।
বুধবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাত দেড়টার দিকে ক্ষীর গঙ্গা নদীর জলাধার এলাকায় মেঘ ভাঙনের ঘটনাটি ঘটে। হঠাৎ বন্যার পানি, কাদা এবং ধ্বংসস্তূপের ঢেউয়ে ধরলি গ্রামের অন্তত অর্ধেক অংশ চাপা পড়ে যায়।গঙ্গার উৎপত্তিস্থল এবং অনেক হোটেল, রেস্তোরাঁ ও হোম স্টে-র আবাসস্থল গঙ্গোত্রীতে যাওয়ার পথে ধরলি হলো প্রধান যাত্রাবিরতি।
আরো পড়ুন:
রুদ্ধশ্বাস জয়ে পয়েন্ট টেবিলে ইংল্যান্ডকে পেছনে ফেললো ভারত
ভারত-ইংল্যান্ড সিরিজে সেঞ্চুরির বৃষ্টিতে ভাঙল ৭০ বছরের রেকর্ড
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই এলাকার ভিডিওগুলোতে দেখা গেছে, পাহাড় থেকে তীব্র পানির স্রোত নদীর তীরবর্তী বসতিগুলোর দিকে ছুটে আসছে। ভয়ে মানুষের চিৎকার শোনা যাচ্ছে। তিন এবং চার তলা বাড়িসহ সংলগ্ন ভবনগুলো তাসের মতো ভেঙে পড়ছে।
উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেট প্রশান্ত আর্যের মতে, এখন পর্যন্ত কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে।
ধারালিই একমাত্র গ্রাম নয় যেখানে এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সচিব বিনোদ কুমার সুমন জানিয়েছেন, একই পাহাড়ের দুটি ভিন্ন দিক দিয়ে তীব্র স্রোত প্রবাহিত হয়েছে, একটি ধারালির দিকে এবং অন্যটি সুক্কি গ্রামের দিকে। উত্তরকাশিতে এখনও রেড অ্যালার্ট জারি রয়েছে।
উত্তরাখণ্ডের হারসিলে একটি সেনাক্যাম্পে আঘাত হেনেছে আকস্মিক বন্যা। এতে ওই ক্যাম্প থেকে কমপক্ষে ১১ জন সেনা নিখোঁজ রয়েছেন।
সেনাবাহিনী, পুলিশ, জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে। উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে এনডিআরএফ দলগুলোকেও বিমানে করে পাহাড়ি রাজ্যে পাঠানো হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামির সঙ্গে কথা বলেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সাতটি উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করছে, জীবন বাঁচানোর জন্য সম্ভাব্য সব ব্যবস্থা নিচ্ছে।
পার্শ্ববর্তী হিমাচল প্রদেশের কিন্নৌরেও মেঘ ভাঙনের ও ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে, যার ফলে টাংলিগ ড্রেনের ওপর একটি সেতু ভেসে গেছে।
মেঘ ভাঙনকে ভারতের হিমালয়ীয় অঞ্চলগুলোতে সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ হিসাবে গণ্য করা হয়। মেঘ ভাঙন যখন আঘাত হানে তখন খুব অল্প সময়ের মধ্যে একটি নির্দিষ্ট এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের মতে, ২০-৩০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে প্রতি ঘণ্টায় ১০০ মিলিমিটারেরও বেশি হারে বৃষ্টিপাত, তীব্র বাতাস ও বজ্রপাতকে মেঘ ভাঙন বলা হয়।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিরল গাছ কৃষ্ণবট
সারা পৃথিবীতে বটের কত যে ভাইবোন আছে, কে জানে! এ দেশেই আছে অন্তত ১৫ রকমের বট। এগুলোর একটি কৃষ্ণবট। এ গাছের অন্য নাম কৃষ্ণডুমুর। বট একান্তই বাংলার গাছ, সে অর্থে কৃষ্ণবটও এ অঞ্চলের গাছ।
বট ও কৃষ্ণবট—দুটিই মোরেসি গোত্রের গাছ, ডুমুরও এ গোত্রের। বটের উদ্ভিদতাত্ত্বিক নাম Ficus benghalensis এবং কৃষ্ণবটের উদ্ভিদতাত্ত্বিক নাম Ficus krishnae। তৎকালীন বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া, কলকাতার পরিচালক ডেভিড প্রেইন ১৮৯৬ সালে হাওড়ার আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক গার্ডেনের কাছে থাকা একজনের ব্যক্তিগত বাগানে এই প্রজাতির দেখা পান। সেই গাছের দুটি ডাল কেটে এনে তিনি বাগানে পুঁতে দেন, যা থেকে দুটি গাছের জন্ম হয়। পরবর্তী সময়ে ওই দুটি গাছ থেকে আবার ডাল কেটে কেটে ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হয়।
বাংলাদেশে মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে ও ওয়ারীতে বলধা গার্ডেনে দুটি কৃষ্ণবটগাছ লাগানো হয়। গাছ দুটি বেশ বড়, তবে অন্য বটের মতো বিশাল নয়। কৃষ্ণবটের ঝুরি অন্য বটের মতো নামে না, পাতাগুলোও অন্য রকম, উচ্চতাও কম। কৃষ্ণবটের পাতা যেন ঝালমুড়ি খাওয়ার ঠোঙা, বোঁটার কাছে দুই পাশ থেকে পত্রফলক কেউ যেন টেনে আঠা দিয়ে জুড়ে পকেট তৈরি করে দিয়েছে। এই অদ্ভুত আকৃতিই কৃষ্ণবটকে অন্যান্য বটগাছ থেকে আলাদা করে দিয়েছে।
পাতার এই ঠোঙার মতো গড়ন অনেক লোককাহিনির জন্ম দিয়েছে। এগুলোর মধ্যে জনপ্রিয় কাহিনির একটি হলো, শ্রীকৃষ্ণ মাখন খেতে খুব পছন্দ করতেন। তাই তিনি প্রায়ই শিকেয় তুলে রাখা মাখনের ভাণ্ড থেকে মাখন চুরি করে খেতেন। একবার যখন মা যশোদা তাঁকে মাখন চুরি করার সময় ধরে ফেললেন, তখন তিনি এই বটের পাতাকে ঠোঙার মতো করে তার মধ্যে মাখন লুকিয়ে রাখার চেষ্টা করেন। তখন থেকেই এ গাছের পাতার এরূপ গড়ন। এ কাহিনি কৃষ্ণবটের নামকরণের পেছনেও ভূমিকা রাখতে পারে। এ থেকে হিন্দিতে এ গাছের নাম রাখা হয়েছে ‘মাখন কোটরি’। বাংলাদেশ ছাড়াও ভারত ও শ্রীলঙ্কায় এ গাছ আছে।
ঢাকা শহরে আর কোথাও কৃষ্ণবটগাছ চোখে পড়েনি। তবে ২০২৪ সালের জুনে অনুষ্ঠিত আগারগাঁওয়ে বৃক্ষমেলায় কয়েকটি নার্সারিতে বিদেশ থেকে আমদানি করা বেশ কিছু কৃষ্ণবটের চারা বিক্রি করতে দেখা গেছে। তাতে মনে হয়, এখন দেশের আরও অনেক জায়গায় এ গাছ ছড়িয়ে পড়েছে।
বলধা গার্ডেনের কৃষ্ণবটগাছের নামফলকে লেখা আছে, ‘পাতা মুড়ির ঠোঙার মতো ফোল্ডিং হয়ে থাকে। টুনটুনি পাখি অনায়াসে এই পাতায় বাসা করতে পারে। ধারণা করা হয়, বটের এই পাতায় কৃষ্ণ মাখন চুরি করে খেত বলেই এর নামকরণ করা হয়েছে কৃষ্ণবট।’
বলধা গার্ডেনের নামফলকে কৃষ্ণবটের উদ্ভিদতাত্ত্বিক নাম লেখা রয়েছে Ficus benghalensis var. krishnae; অর্থাৎ কৃষ্ণবটকে বটের একটি জাত হিসেবে গণ্য করা হয়েছে। কলকাতার আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক গার্ডেনের তথ্যমতে, কৃষ্ণবটের উদ্ভিদতাত্ত্বিক নাম Ficus krishnae। কৃষ্ণবট পাতা দিয়েই যে বটগাছের থেকে আলাদা, শুধু তা–ই নয়,Ñ এ দুটি প্রজাতির ক্রোমোজোম, ডিএনএ গঠন ইত্যাদির বিচারেও পৃথক। তাই এটিকে আলাদা একটি প্রজাতি হিসেবে বিবেচনা করাই সংগত, জাত নয়।
কৃষ্ণবটগাছের পাতা বটের মতো সম্পূর্ণ ঝরে যায় না, আবার বটের মতো অনেক পাতা নিয়ে ডালপালা ছায়া তৈরি করে না, গাছ চিরসবুজ বৃহদাকারের বৃক্ষ, ৮ থেকে ২২ মিটার পর্যন্ত উঁচু হয়। ডালপালাগুলো এলোমেলেভাবে ছড়ায়, স্বল্প কিছু ঝুরি নামে বয়স্ক ডাল থেকে। পাতা দেখতে অনেকটা কাঁঠালপাতার মতো হলেও তার গোড়া কাপ বা ঠোঙার মতো। পাতা ৮ থেকে ২৫ সেন্টিমিটার লম্বা এবং ৭ থেকে ১১ সেন্টিমিটার চওড়া। পাতার বোঁটা ভাঙলে সেখান থেকে সাদা দুধের মতো আঠালো কষ ঝরে। ফল খুব ছোট, আকার মাত্র ১ থেকে ৩ মিলিমিটার। ফল পাকলে লাল হয়ে যায়।
কৃষ্ণবটগাছের ঔষধি গুণ রয়েছে। এ গাছের শিকড়, ডালপালা, পাতা ও ফল থেকে বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হয়। বিশেষ করে আলসার বা ক্ষত, জ্বর, কুষ্ঠ, বমি, আমাশয়, সিফিলিস, যকৃতের প্রদাহ ইত্যাদি রোগের চিকিৎসায় এ গাছের বিভিন্ন অংশ ব্যবহার করা হয় বলে বিভিন্ন গবেষণাপত্র থেকে জানা গেছে।
মৃত্যুঞ্জয় রায়: কৃষিবিদ ও প্রকৃতিবিষয়ক লেখক