আশা করব প্রধান উপদেষ্টার ঘোষণা যথাসময়ে বাস্তবায়িত হবে: জাহিদ হোসেন
Published: 6th, August 2025 GMT
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গতকাল মঙ্গলবার নির্বাচনের সময়সীমা নিয়ে যে ঘোষণা দিয়েছেন, তা যথাসময়ে বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
আজ বুধবার দুপুরে কুমিল্লা নগরের কান্দির পাড় ভিক্টোরিয়া কলেজ সড়ক এলাকায় বিএনপির বিজয় শোভাযাত্রার আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ জেড এম জাহিদ হোসেন এ কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘প্রধান উপদেষ্টা গতকাল যে ঘোষণা দিয়েছেন, “আগামী ফেব্রুয়ারিতে রমজানের পূর্বে নির্বাচন হবে”, বিএনপি সেই সিদ্ধান্তকে স্বাগত জানায়। আমাদের নেতা তারেক রহমান ও প্রধান উপদেষ্টার লন্ডন বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে যে ঘোষণা এসেছিল, গতকাল প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের সামনে সেটি পুনর্ব্যক্ত করেছেন। নির্বাচন কমিশনকে তিনি জানিয়ে দেবেন যেন নির্বাচন মধ্য ফেব্রুয়ারির মধ্যে হয়। বাংলাদেশের মানুষ বুকভরা আশা নিয়ে নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। কারণ, বিগত চারটি নির্বাচনে মানুষ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। আমরা আশা করব, প্রধান উপদেষ্টার এই ঘোষণা আগামী দিনে যথাসময়ে বাস্তবায়িত হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘গতকাল প্রধান উপদেষ্টা যেসব ঘোষণা দিয়েছেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক আপত্তি থাকার পরও জাতির বৃহত্তর স্বার্থে সেটিকেও সাধুবাদ জানাই। নির্বাচিত সংসদ সদস্যরাই ঠিক করবেন আগামী দিনের বাংলাদেশ কীভাবে চলবে।’
জাহিদ হোসেন আরও বলেন, ‘দেশের লাখ লাখ বেকার যুবক কোনো কাজ পান না। কারণ, বিগত স্বৈরাচারের আমলে শুধু কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য আর চাকরি তাঁরাই পেয়েছেন, যাঁদের জিনের মধ্যে একটি দল আছে। দেশের মানুষকে কোনো ক্ষেত্রেই তাঁরা কাজ করতে দেননি। কাজেই, যদি সত্যিকারে বৈষম্য দূর করতে হয়, তাহলে যে লক্ষ্য নিয়ে মানুষ ১৬ বছর আন্দোলন করল, জুলাই-আগস্টে শাহাদাতবরণ করল, তাঁদের রক্তের ঋণ যদি শোধ করতে হয়, সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো আপনার-আমার সবার নৈতিক দায়িত্ব। এটিই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন।’
বিএনপির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক জাকারিয়া তাহেরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর রশিদ, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র গতক ল সদস য
এছাড়াও পড়ুন:
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এ পদের লিখিত পরীক্ষা গত ২৫ জুলাই অনুষ্ঠিত হয়েছিল। ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ৩১ জুলাই উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুনএ সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, মোট পদ ১৬৯৫০১ আগস্ট ২০২৫ব্যবহারিক পরীক্ষার তারিখ ও স্থান—
আগামী ৬ আগস্ট ২০২৫, ৭ আগস্ট ২০২৫ এবং ১০ আগস্ট ২০২৫ ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স্থান: উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ২৩২/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
সব প্রার্থীকে নির্ধারিত তারিখ ও সময়ে লিখিত পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র এবং কালো বলপয়েন্ট পেনসহ উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুনপল্লী উন্নয়ন একাডেমিতে চাকরি, পদ ৫৩০২ আগস্ট ২০২৫