সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের প্রতিবাদ
Published: 8th, August 2025 GMT
গাজীপুরের চান্দনায় চাঁদাবাজীর সংবাদ প্রকাশের জেরে প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের উদ্যাগ তাৎক্ষণিক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৮ আগষ্ট) শুক্রবার বেলা ১১টায় বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রথিতযশা সাংবাদিক জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব সাব্বির আহমেদ সেন্টুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক নয়াদিগন্তের স্থানীয় প্রতিনিধি মহিউদ্দিন সিদ্দিকী,দৈনিক যুগের চিন্তার বন্দর প্রতিনিধি যায় দিন জি এম সুমন,দৈনিক যুগের চিন্তার স্টাফ রিপোর্টার লতিফ রানা,দৈনিক বর্তমান দেশবাংলার বিশেষ প্রতিনিধি মঞ্জুর আহমেদ মুন্না,দৈনিক স্বাধীন সংবাদ এর বিশেষ প্রতিনিধি রাসেল ইসলাম জীবন,সিএনএন বাংলার নারায়ণগঞ্জ প্রতিনিধি জিহাদ হোসেন, অগ্রবাণী প্রতিদিনের স্টাফ রিপোর্টার শাহরিয়ার প্রধান ইমন, দৈনিক বাংলাদেশ সমাচার এর বন্দর প্রতিনিধি শেখ সুমন হোসেন, দৈনিক ডান্ডিবার্তার বন্দর প্রতিনিধি হাসান মুন্না ও কবি সিরাজুল ইসলাম।
মানবাধিকার নেতা মোমেন ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসবিডি টুয়েন্টি ফোর ডটকম’র সম্পাদক ডিএম মাইনুদ্দিন আহমেদ,দৈনিক আজকের নীরবাংলার নিজস্ব প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন,দৈনিক ইয়াদ পত্রিকার ফটো সাংবাদিক মেহেদি হাসান রিপন,এনএএন টিভির নিজস্ব প্রতিনিধি মেহেদি হাসান প্রান্ত,চ্যানেল জিরো’র ক্যামেরা পার্সন আকরাম হোসেন,আলোর ধারা টিভি’র প্রতিনিধি মোঃ মনির হোসেন,অভিনেতা সুবাস চন্দ্র দাস প্রমুখ।
বক্তারা অনতিবিলম্বে তুহিন হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: হত য ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ঝালকাঠি শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
ঝালকাঠি পৌর এলাকায় রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরের শীতলাখোলা এলাকা থেকে অভিযান শুরু হয়। পরে শহরের পোস্ট অফিস সড়ক, কালিবাড়ী সড়ক, লঞ্চঘাট সড়ক, বড় বাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালানো হয়। এসময় অবৈধ দোকানপাট, সাইনবোর্ড, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়।
আরো পড়ুন:
সোনারগাঁয়ে মহাসড়কে ১০০০ স্থাপনা উচ্ছেদ
বাঁকখালী নদী দখলমুক্ত অভিযানে বাধা, সড়ক অবরোধ
ঝালকাঠি পৌরসভার প্রশাসক কাওছার হোসেন বলেন, “এই শহরের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে ব্যবসা করছিলেন অনেক ব্যক্তি। আজ থেকে দখল করা স্থানে গড়ে ওঠা সব স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। অবৈধ স্থাপনা সম্পূর্ণ উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন- ঝালকাঠি পৌরসভার প্রশাসক কাওছার হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা, উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সভাপতি আল-আমিন তালুকদার।
ঢাকা/অলোক/মাসুদ