ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার
Published: 8th, August 2025 GMT
বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন ইমরান হায়দার।
শুক্রবার (৮ আগস্ট) সকালে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। পাকিস্তানের ঢাকা হাইকমিশন এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।
নতুন হাইকমিশনার ইমরান হায়দারকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার এবং হাইকমিশনের কর্মকর্তারা।
আরো পড়ুন:
চীন-বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনীর উদ্বোধন
অন্তর্বর্তী সরকারের এক বছর: বাণিজ্য আদালত প্রতিষ্ঠার পথে বাংলাদেশ
তিনি বিদায়ী হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হলেন।
গত ১১ মে হঠাৎ করেই সৈয়দ আহমেদ মারুফ ঢাকা ছেড়ে যান। সাধারণত, কোনো বিদেশি কূটনীতিক তার স্টেশন ত্যাগ করলে স্বাগতিক দেশকে তার যাওয়া-আসার সময় জানানো হয়। তবে মারুফের ক্ষেত্রে কেবল তার চলে যাওয়ার তথ্য জানানো হয়। পরে পাকিস্তান অনানুষ্ঠানিকভাবে জানায় যে, মারুফ দুই সপ্তাহের ছুটিতে আছেন। কিন্তু এক মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও তিনি আর ফেরেননি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কূটনীতিক ইমরান হায়দার এর আগে মিয়ানমারে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত তাজিকিস্তানেও পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বে ছিলেন।
এছাড়া, তিনি তেহরান, মাদ্রিদ, দিল্লি, সংযুক্ত আরব আমিরাত ও নিউইয়র্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি ১৯৯৬ সালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।
ঢাকা/হাসান/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইমর ন হ য দ র
এছাড়াও পড়ুন:
নায়াগ্রা থেকে পোখরা হয়ে হিমালয়, ২০ ছবিতে কেয়া
ছবি: ফেসবুক থেকে