পরী না পূর্ণিমা? অপু না বুবলী? নায়িকাদের মধ্যে কে এগিয়ে
Published: 9th, August 2025 GMT
নায়কদের তুলনায় ফেসবুকে নায়িকারা বেশ সরব থাকেন। ভক্ত–শুভাকাঙ্ক্ষীদের কাছে নিজেদের কাজের খবর ফেসবুকের মাধ্যমে জানান, তেমনি ব্যক্তিগত খবর, ঘোরাঘুরিসহ নানান মুহূর্তের সর্বশেষ খবর দিতেও স্বাচ্ছন্দ্যবোধ করেন। কেউ ফেসবুক পেজ, আবার কেউবা এ ক্ষেত্রে ব্যক্তিগত ফেসবুক আইডিকে মাধ্যম হিসেবে ব্যবহার করেন। তারকাদের ভক্তরাও এতে তাঁদের সম্পর্কে সরাসরি অনেক কিছু জানতে পারেন। দেশের প্রথম সারির ১০ নায়িকার মধ্যে কার ফেসবুক অনুসারী কত, একনজরে দেখে নেওয়া যাক
১০.
তমা মির্জা ( ৩.৫ লাখ)
বাংলাদেশি চলচ্চিত্রে তমা মির্জা এখন বেশ জনপ্রিয় ও গ্রহণযোগ্য একজন চিত্রনায়িকা। তাঁর অভিনীত ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সুপারহিট তকমা পায়। এমনকি ছবিতে তাঁর অভিনয় প্রশংসিতও হয়। বড় পর্দার পাশাপাশি তমা মির্জা ওটিটির সিরিজ ও ওয়েব ফিল্মেও সমানতালে কাজ করছেন। গেল বছর কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্তের পরিচালনায় ‘দুই বন্ধু’ সিরিজেও কাজ করেছেন। গেল ঈদুল আজহায় চরকিতে মুক্তি পায় ওয়েব ফিল্ম ‘আমলনামা’। গেল দেড় দশকে ২০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমায় অভিনয়ের জন্য অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। কয়েক বছর ধরে ওটিটি ও চলচ্চিত্রে তাঁর ব্যস্ততা বেড়েছে। একটা সময় ফেসবুকে বেশ সরব ছিলেন এই নায়িকা, তাঁর পেজে অনুসারীর সংখ্যা ছিল ২৫ লাখের মতো। কিন্তু কয়েক বছর আগে ফেসবুক পেজটি নিস্ক্রিয় করে দেন এই তারকা। ভক্ত শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে তাঁর যোগাযোগের সহজ মাধ্যম ফেসবুক আইডি, যেখানে তাঁর অনুসারীর সংখ্যা সাড়ে তিন লাখ।
তমা মির্জাউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জমি ছাড়ব না, যুদ্ধ শেষ করতে হবে রাশিয়াকেই: জেলেনস্কি
আগামী ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের সময়সূচি ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, ইউক্রেন জমি ছাড়বে না এবং এই যুদ্ধ রাশিয়াকেই শেষ করতে হবে।
শনিবার (৯ আগস্ট) জেলেনস্কি বলেছেন, ইউক্রেন রাশিয়াকে ‘তার করা কাজের জন্য পুরস্কৃত করবে না’ এবং কোনো দখলকৃত জমি ছেড়ে দেবে না। খবর বিবিসির।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পৃথক বিবৃতিতে তিনি বলেন, “এই যুদ্ধের শেষ হওয়া দরকার—এবং তা শেষ করতে হবে রাশিয়াকেই। রাশিয়াই যুদ্ধ শুরু করেছে এবং তা দীর্ঘায়িত করছে, সব সময়সীমা উপেক্ষা করছে। সমস্যাটা এখানেই, অন্য কোথাও নয়।”
আরো পড়ুন:
পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ট্রাম্প
রাশিয়ায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত
তিনি সতর্ক করে বলেন, ইউক্রেনকে বাদ দিয়ে নেওয়া যেকোনো সমাধান হবে ‘শান্তির বিরুদ্ধে সমাধান’।
আলাস্কায় আয়োজিত ট্রাম্প-পুতিন বৈঠক প্রসঙ্গে জেলেনস্কি বলেন, “এই সম্মেলন যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে হচ্ছে, কিন্তু এই যুদ্ধ আমাদের ভূমিতে, আমাদের জনগণের বিরুদ্ধে চলছে। এটা আমাদের ছাড়া, ইউক্রেন ছাড়া শেষ হতে পারে না।”
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তিনি আগামী শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠক করবেন।
বৈঠকের সময়সূচি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধ শেষ করতে ইউক্রেনকে কিছু অঞ্চল ছাড়তে হতে পারে। ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাস অঞ্চল ও ক্রিমিয়া রাশিয়া ধরে রাখতে পারে, তবে খেরসন ও জাপোরিঝঝিয়ার মতো আংশিক দখলে থাকা অঞ্চলও ছাড়তে হতে পারে।
ঢাকা/ইভা