‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’, ‘এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু’, ‘আমার মতো এত সুখী’—বাংলা গানের ইতিহাসে অমর হয়ে থাকা এসব গানের স্রষ্টা সুরকার আলাউদ্দীন আলী ও গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান। একসঙ্গে তারা উপহার দিয়েছেন আরও অসংখ্য শ্রোতাপ্রিয় গান।

আজ (৯ আগস্ট) প্রখ্যাত সুরস্রষ্টা আলাউদ্দীন আলীর মৃত্যুবার্ষিকী। এই দিনে গভীর ভালোবাসা ও আবেগে তাকে স্মরণ করেছেন গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আলাউদ্দীন আলীকে নিয়ে লিখতে গেলে, দুটি আক্ষেপের কথা মনে আসে।”

প্রথম আক্ষেপের কথা জানিয়ে তিনি লিখেছেন, “ও শেষের দিকে প্রায়ই বলতো, ‘আপনার সঙ্গে যে কেন আরও ১০টা বছর আগে থেকে কাজ করা হলো না।’ আক্ষেপটা আমারও হতো।”

এরপর আরও গভীর বেদনাভরা প্রশ্ন ছুড়ে দেন এই গীতিকবি। তিনি লিখেন, “ওর কি চলে যাবার এতই তাড়া ছিল? এতই?”
বাংলা গানের ভাণ্ডার সমৃদ্ধ করা এই কিংবদন্তি সুরস্রষ্টা ২০২০ সালের ৯ আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান। ৬৮ বছরের জীবনে তিনি চলচ্চিত্র থেকে অডিও অ্যালবাম— সব ক্ষেত্রেই উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান।

এদিকে, বাবার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে তার সুর করা পাঁচটি গান নতুন করে সংগীতায়োজনে প্রকাশের উদ্যোগ নিয়েছেন কন্যা সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীন ও তার স্বামী ব্যান্ড তারকা কাজী ফয়সাল আহমেদ। গানগুলো গেয়েছেন মাইলসের হামিন আহমেদ, ওয়ারফেজের পলাশ, এলিটা করিম, পুষ্পিতা এবং ব্যান্ড পেন্টাগনের সদস্যরা। আজ থেকেই গানগুলো ফেসবুক, ইউটিউবসহ সব ডিজিটাল প্ল্যাটফর্মে শোনা যাবে।

চলচ্চিত্রে অবদানের জন্য আলাউদ্দীন আলী আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে সাতবার সুরকার এবং একবার গীতিকার হিসেবে। 

ঢাকা/রাহাত//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

গণঅভ্যুত্থানে শহীদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া

সিদ্ধিরগঞ্জে ঢালী ফাউন্ডেশনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলনে যে সকল বীর ছাত্র জনতা শহীদ হয়েছে তাঁদের রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে ঢালী ফাউন্ডেশনের আয়োজনে শনিবার (৯ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী মুল্লুক চান মাদ্রাসা আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

ঢালী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহ্বায়ক শামীম আহমেদ ঢালীর সভাপতিত্বে এবং সাইফুল আলম সুমন ও  আল ইসলাম এর যৌথ সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন আবুল।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আদমজী হাই স্কুল ও কদমতলী বাইতুল ফালাহ জামে মসজিদের সভাপতি প্রাক্তন সিনিয়র শিক্ষক ডা. আইয়ূব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদল, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব আকাশ প্রধান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোস্তফা, ৭নং ওয়ার্ড, বিএনপির সহ-সভাপতি শাহ আলম পাটোয়ারী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শাখাওয়াত হোসেন সাকু, ৭নং ওয়ার্ড জাসাসের সভাপতি মো. সোলাইমান ভূঁইয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবু নাসের, মোবারক হোসেন, জুয়েল স্যার, মোজ্জামেল হক সিপুসহ অসংখ্য মাদ্রাসার ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ