‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’, ‘এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু’, ‘আমার মতো এত সুখী’—বাংলা গানের ইতিহাসে অমর হয়ে থাকা এসব গানের স্রষ্টা সুরকার আলাউদ্দীন আলী ও গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান। একসঙ্গে তারা উপহার দিয়েছেন আরও অসংখ্য শ্রোতাপ্রিয় গান।

আজ (৯ আগস্ট) প্রখ্যাত সুরস্রষ্টা আলাউদ্দীন আলীর মৃত্যুবার্ষিকী। এই দিনে গভীর ভালোবাসা ও আবেগে তাকে স্মরণ করেছেন গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আলাউদ্দীন আলীকে নিয়ে লিখতে গেলে, দুটি আক্ষেপের কথা মনে আসে।”

প্রথম আক্ষেপের কথা জানিয়ে তিনি লিখেছেন, “ও শেষের দিকে প্রায়ই বলতো, ‘আপনার সঙ্গে যে কেন আরও ১০টা বছর আগে থেকে কাজ করা হলো না।’ আক্ষেপটা আমারও হতো।”

এরপর আরও গভীর বেদনাভরা প্রশ্ন ছুড়ে দেন এই গীতিকবি। তিনি লিখেন, “ওর কি চলে যাবার এতই তাড়া ছিল? এতই?”
বাংলা গানের ভাণ্ডার সমৃদ্ধ করা এই কিংবদন্তি সুরস্রষ্টা ২০২০ সালের ৯ আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান। ৬৮ বছরের জীবনে তিনি চলচ্চিত্র থেকে অডিও অ্যালবাম— সব ক্ষেত্রেই উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান।

এদিকে, বাবার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে তার সুর করা পাঁচটি গান নতুন করে সংগীতায়োজনে প্রকাশের উদ্যোগ নিয়েছেন কন্যা সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীন ও তার স্বামী ব্যান্ড তারকা কাজী ফয়সাল আহমেদ। গানগুলো গেয়েছেন মাইলসের হামিন আহমেদ, ওয়ারফেজের পলাশ, এলিটা করিম, পুষ্পিতা এবং ব্যান্ড পেন্টাগনের সদস্যরা। আজ থেকেই গানগুলো ফেসবুক, ইউটিউবসহ সব ডিজিটাল প্ল্যাটফর্মে শোনা যাবে।

চলচ্চিত্রে অবদানের জন্য আলাউদ্দীন আলী আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে সাতবার সুরকার এবং একবার গীতিকার হিসেবে। 

ঢাকা/রাহাত//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নায়াগ্রা থেকে পোখরা হয়ে হিমালয়, ২০ ছবিতে কেয়া

ছবি: ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ