জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এনসিপির পেজে কমিটি প্রকাশ করা হয়। আগামী ৩ মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগপর্যন্ত এই কমিটির কার্যক্রম চলবে।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এ কমিটি অনুমোদন দিয়েছেন। কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে মীর আরশাদুল হককে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০১৭ সালে পড়াশোনা শেষ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহসভাপতির দায়িত্বও পালন করেছেন মীর আরশাদুল হক। কাজ করেছেন বিভিন্ন গণমাধ্যমে। তাঁর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া বাজার।

কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে আছেন আটজন। তাঁরা হলেন মোহাম্মদ এরফানুল হক, আরিফ মঈনুদ্দিন, মো.

রাফসান জানি, মীর মোহাম্মদ শোয়াইব, মো. জসিম উদ্দিন, জোবাইর হোছেন, মুহাম্মদ সাঈদুর রহমান ও নিজাম উদ্দিন। এ ছাড়া সদস্য করা হয়েছে ২৩ জনকে।

গত ২৮ ফেব্রুয়ারি জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ করে। ‘সেকেন্ড রিপাবলিক’ (দ্বিতীয় প্রজাতন্ত্র) প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করা এই দলের অন্যতম প্রাথমিক লক্ষ্য। দলটির আহ্বায়ক হয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ নাহিদ ইসলাম। সদস্যসচিব হয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন।

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলোচনায় ছিল ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন। জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি তরুণদের উদ্যোগে গত বছরের ৮ সেপ্টেম্বর গঠন করা হয়েছিল ‘জাতীয় নাগরিক কমিটি’। তারা দেশের বিভিন্ন জায়গায় কমিটি গঠন করে। মূলত এই দুটি প্ল্যাটফর্মের সম্মিলনে গঠন করা হয় নতুন দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের নেতৃত্ব দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম।

এনসিপির যাত্রা শুরুর পর চট্টগ্রামের কমিটি গঠন নিয়ে নানা আলোচনা চলেছে। জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণেরা এত দিন কমিটির জন্যই অপেক্ষায় ছিলেন। এর আগে গত ২০ জুলাই চট্টগ্রামের বিপ্লব উদ্যানে সমাবেশ করে এনসিপি। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময়ও কমিটির বিষয়টি নিয়ে আলোচনা চলে। কমিটিতে কারা পদ পাবেন, তা নিয়েই মূলত আগ্রহ তৈরি হয় রাজনীতিসচেতন তরুণদের মধ্যে। যাচাই-বাছাই শেষে এ কমিটি গঠন করা হলো।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এনস প র গঠন কর কম ট র কম ট ত ক কম ট সদস য

এছাড়াও পড়ুন:

চায়ের দোকান থেকে নিউইয়র্ক, পুরস্কার ঘোষণার দিনেই মৃত্যু

কোনো তরুণ চলচ্চিত্র নির্মাতা তাঁর প্রথম ছবি দিয়ে ভারতীয় সিনেমার মানচিত্রে আলোড়ন তুললেন; ছবিটি পেল জাতীয় পুরস্কার। আর পুরস্কার ঘোষণার একই দিনে সেই তরুণ চিরতরে চলে গেলেন। এই অবিশ্বাস্য ঘটনাই ঘটেছিল অবতার কৃষ্ণ কৌলের জীবনে।
১৯৩৯ সালে কাশ্মীরের শ্রীনগরে জন্ম নেওয়া কৌলের শৈশবই ছিল বেদনার। বাবার হাতে নির্যাতনের শিকার হয়ে একদিন তিনি ঘর ছেড়ে পালালেন। রেলস্টেশনের প্ল্যাটফর্মে দিন কাটত, চায়ের দোকানে কিংবা ছোট হোটেলে কাজ করতেন। অভুক্ত থেকেও বই আর শব্দের সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে উঠল। এই অপূর্ণ শৈশবই হয়তো পরে তাঁকে সিনেমার ভেতর মানুষ আর সমাজকে ভিন্ন চোখে দেখার শক্তি দিয়েছিল।

নিউইয়র্কে নতুন জীবন
পরবর্তী সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি পেয়ে পৌঁছে গেলেন নিউইয়র্কে। দিনের চাকরির ফাঁকে রাতগুলো কাটত সিনেমা ও সাহিত্য নিয়ে। অ্যাসোসিয়েটেড প্রেস আর পরে ব্রিটিশ ইনফরমেশন সার্ভিসে কাজ করলেও তাঁর আসল পৃথিবী ছিল অন্যত্র। সহকর্মীরা প্রায়ই দেখতেন, হাতে উপন্যাস বা নোটবুক নিয়ে বসে আছেন কৌল। তাঁর চোখে তখন এক স্বপ্ন—চলচ্চিত্র নির্মাণ।

‘২৭ ডাউন’–এর শুটিং চলছে। ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ