Prothomalo:
2025-09-24@18:55:18 GMT

ডেঙ্গুতে এক শর বেশি মৃত্যু

Published: 10th, August 2025 GMT

সারা দেশে চলতি বছরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০০ পার হলো। আজ রোববার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ১০১ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১৮৩ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪৮ জন। চলতি মাসে এখন পর্যন্ত ১৮ জন এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে যে তিনজনের মৃত্যু হয়েছে তার মধ্যে দুজনই মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে। আর একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামের হাসপাতালে। এ সময় ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ঢাকা মহানগরীর হাসপাতালগুলোতে। এ সংখ্যা ৮০। এরপরই আছে চলতি বছরের ‘ডেঙ্গুর হটস্পট’ বরিশাল বিভাগের জেলা বরগুনায়। সেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৪৫। ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা ছিল ৯৫ জন। এ বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন। এর মধ্যে সাতজনই মারা গেছেন বরগুনায়।

গত বছর (২০২৪) এ সময় পর্যন্ত ডেঙ্গুতে ১০২ জনের মৃত্যু হয়েছিল। এবার সে তুলনায় মৃত্যুর সংখ্যা সামান্য কম হলেও বর্তমান পরিস্থিতি নাজুক বলেই মনে করেন জনস্বাস্থ্যবিদ ডা.

মুশতাক হোসেন। তিনি আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এবার ডেঙ্গু বেশি ছড়িয়েছে রাজধানীর বাইরে। সেখানে মশা নিয়ন্ত্রণে প্রায় কোনো কার্যক্রম নেই। আবার স্বাস্থ্যব্যবস্থার বিকেন্দ্রীকরণের অভাব একটা বড় সমস্যা। সরকার বিকেন্দ্রীকরণের কথা বলছে। কিন্তু সেটা ডেঙ্গুকে দিয়েই শুরু করা উচিত। ডেঙ্গু পরীক্ষা থেকে স্বাস্থ্যসুবিধা মানুষের কাছে নিয়ে যাওয়া দরকার। এর কোনো প্রচেষ্টা দেখি না।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জন র ম ত য

এছাড়াও পড়ুন:

ভিনিসিয়ুসকে জীবনের ‘অন্যতম সুন্দর শট’ শিখিয়েছেন মদরিচ

সম্প্রতি লা লিগায় বেঞ্চে বসানোয় ক্ষোভ প্রকাশ করে সমালোচনার মুখে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। সেই সমালোচনার জবাব দেওয়ার জন্য ভিনিসিয়ুস হয়তো ভেতরে–ভেতরে তেতে ছিলেন।

সেই জবাবটা বেশ ভালোভাবেই দিয়েছেন তিনি। বিশেষ করে গতকাল লেভান্তের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জেতা ম্যাচে যে গোলটি করেছেন, সেটা অনেক দিন মনে রাখার মতো।

ম্যাচের ২৮ মিনিটের খেলা চলছিল তখন। ডান প্রান্তে লেভান্তের বক্সের বাইরে বল পান ফেদে ভালভের্দে। আলতো পাসে বল বাড়ান বক্সে থাকা ভিনিসিয়ুসের উদ্দেশে। ভিনির সামনে তখন লেভান্তের দুই খেলোয়াড়। তাঁদের মাঝ দিয়ে বুটের বাইরের অংশের ব্যবহারে শট নেন ভিনি। বলটা হাওয়ায় ভাসতে ভাসতে বাঁক নিয়ে দূরের পোস্ট দিয়ে জড়িয়ে যায় জালে। গোল হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠেন ভিনিসহ রিয়ালের ফুটবলাররা। ম্যাচটি ৪–১ গোলে জিতেছে রিয়াল।

আরও পড়ুনদূরন্ত এমবাপ্পের ডানায় চড়ে উড়ছে রিয়াল১৫ ঘণ্টা আগে

ভিনির দুর্দান্ত এই লক্ষ্যভেদের পরই এখন আলোচনার কেন্দ্রে তাঁর করা গোলটি। ভিনিসিয়ুস যে ধরনের শটে গোল করেছেন, সেটা বলা হয় ‘ট্রিভেল্লা’ শট। এমন শট বা পাসের ক্ষেত্রে খেলোয়াড়েরা পায়ের বাইরের অংশ (আউট সাইড অব দ্য ফুট) ব্যবহার করেন। এতে বল বাঁক খেয়ে খানিকটা দিক বদলে ফেলে, যা প্রতিপক্ষকে অনেক সময় বিভ্রান্ত করে। গতকাল রাতে ভিনিসিয়ুসের শটটাও ছিল তেমনই একটি শট।

রিয়ালে থাকতে লুকা মদরিচ এই ট্রিভেল্লা শটে প্রতিপক্ষকে বোকা বানাতেন। ম্যাচ শেষে গতকাল এই শটটি নিয়ে কথা বলতে গিয়ে মদরিচের প্রসঙ্গ টেনেছেন ভিনি। রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মজা করে ভিনি বলেছেন, এই শট তিনি মদরিচের কাছ থেকে শেখেন, ‘মদরিচ আমাকে শিখিয়েছে। আমরা চাপ সামলে, বল দখলে রেখে ভালো খেলেছি। এভাবে খেলে আমাদের জিততে পারব। আমি বাইরে (পায়ের বাইরের অংশে) ভালো, আশা করি এটা চালিয়ে যেতে পারব। আমার মনে হয় এটা আমার সবচেয়ে সুন্দর শটগুলোর একটি।’

দলের জয় নিয়ে ভিনিসিয়ুস যোগ করেন, ‘(জয়ের) মূল চাবিকাঠি হলো রক্ষণ, ঐক্য আর টিমওয়ার্ক। আমরা যদি এভাবে খেলতে থাকি, তাহলে এ মৌসুমে অবশ্যই সফল হতে পারব।’

আরও পড়ুনরিয়ালে সর্বোচ্চ বেতন দাবি ভিনিসিয়ুসের, এখন কত পান২৩ জুলাই ২০২৫

রিয়াল পরের ম্যাচ খেলবে নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। মাদ্রিদ ডার্বির এই ম্যাচ নিয়ে ভিনি বলেছেন, ‘আমরা ডার্বির জন্য ভীষণ মুখিয়ে আছি। এখন একটু বিশ্রাম নিতে হবে আর এই জয়ের আনন্দ উপভোগ করতে হবে। আশা করি শনিবারও আমরা জিতব।’

ম্যাচ শেষে ভিনিকে নিয়ে রিয়াল কোচ জাবি আলোনসো বলেন, ‘ভিনি খুব পূর্ণাঙ্গ ও ভালো একটি ম্যাচ খেলেছে। আমি তাকে নিয়ে আনন্দিত।’

সম্পর্কিত নিবন্ধ