ব্রিটিশ কাউন্সিলের সহযোগী প্রতিষ্ঠান ফিউচারএড করপোরেশন লিমিটেড ‘কাউন্সেলর (আইইএলটিএস কোর্স ও রেজিস্ট্রেশন)’ পদে জনবল নিয়োগ দেবে। এ পদে ৮ জনকে ঢাকার বনানী ও ধানমন্ডিতে নিয়োগ দেওয়া হবে। মাসিক বেতন ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকা। আবেদনকারীর বয়স হতে হবে ২৪ থেকে ৩০ বছরের মধ্যে এবং ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনকারীদের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।

আরও পড়ুন১৭০০০ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চাকরিবিধি চূড়ান্ত হওয়ার পরপরই২ ঘণ্টা আগে

নিয়োগপ্রাপ্তদের আইইএলটিএস কোর্স প্রচার ও বিক্রি, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন–প্রক্রিয়ায় সহায়তা, কোর্সসম্পর্কিত তথ্য প্রদান, সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণের দায়িত্ব পালন করতে হবে। পূর্ণকালীন এ চাকরিতে অফিসে উপস্থিত থেকে কাজ করতে হবে।

আরও পড়ুনচীনের বিশ্ববিদ্যালয়গুলো কি আসলেই বিশ্বের সেরা২ ঘণ্টা আগেএকনজরে ব্রিটিশ কাউন্সিলের চাকরি—

পদসংখ্যা: ৮ জন

আবেদনকারীর বয়স: ২৪ থেকে ৩০ বছর

কর্মস্থল: ঢাকা (বনানী, ধানমন্ডি)

বেতন: মাসিক ৩৫,০০০ - ৪০,০০০ টাকা

অভিজ্ঞতা: ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা

আরও পড়ুনপানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮৪১০ আগস্ট ২০২৫

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর, স্নাতক/অনার্স ডিগ্রি থাকতে হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।

অতিরিক্ত শর্ত: বয়স ২৪ থেকে ৩০ বছরের মধ্য হতে হবে

*বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:

আরও পড়ুনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি, স্বাস্থ্য সহকারীসহ ৫ পদে নেবে ২১০১১ আগস্ট ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউন ভ র স ট ক উন স ল বছর র

এছাড়াও পড়ুন:

এআইইউবিতে ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে দিনব্যাপী সম্মেলন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ইংরেজি বিভাগের উদ্যোগে এবং টিইএসওএল সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে স্নাতক, স্নাতকোত্তর (এমএ, এমফিল) ও পিএইচডি পর্যায়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের মোট ১৮৪ জন শিক্ষার্থী অংশ নেন। সম্মেলনে ভাষা ও সাহিত্য—দুটি বিভাগে সেরা ৮টি প্রবন্ধকে ‘স্পেশাল মেনশন’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

সম্প্রতি রাজধানীতে এআইইউবি ক্যাম্পাসে ‘ডিসকভার ইংলিশ ২০২৫: স্টুডেন্ট কনফারেন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার’ শীর্ষক এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল, এ কনফারেন্স বাই দ্য স্টুডেন্টস অ্যান্ড ফর দ্য স্টুডেন্টস।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এআইইউবির ইংরেজি বিভাগের প্রধান এবং টিইএসওএল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি মো. হামিদুল হক এবং টিইএসওএল সোসাইটি অব বাংলাদেশের উপদেষ্টা সৈয়দুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনের পিএইচডি প্রার্থী মোহাম্মদ মসিউর রহমান।

সমাপনী অনুষ্ঠানে এআইইউবির উপাচার্য সাইফুল ইসলাম প্রধান অতিথি এবং সহ–উপাচার্য আবদুর রহমান বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠান শেষে ছিল এআইইউবির শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক পরিবেশনা।

সম্পর্কিত নিবন্ধ

  • এআইইউবিতে ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে দিনব্যাপী সম্মেলন