বাবার কাজ শেষে হলে জামা নিয়ে দাঁড়িয়ে থাকতাম: রাহুল
Published: 14th, August 2025 GMT
বাংলা চলচ্চিত্রের খলনায়ক থেকে নায়ক হয়ে ওঠা কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক জসীমের আজ (১৪ আগস্ট) ৭৫তম জন্মবার্ষিকী। ১৯৫০ সালের ১৪ আগস্ট জন্ম নেওয়া এই তারকা মাত্র ৪৮ বছর বয়সে ১৯৯৮ সালের ৮ অক্টোবর পৃথিবী থেকে বিদায় নেন। মৃত্যুর দুই যুগ পেরিয়ে গেলেও ভক্তদের মনে তার জনপ্রিয়তা অমলিন।
জসীমের ছোট ছেলে, সংগীতশিল্পী এ কে রাহুল জানান, জসীমের জন্মদিন পারিবারিকভাবে পালন করা হচ্ছে। রাহুল বলেন, “বাবার জন্মদিন-মৃত্যুদিন নিয়ে আমরা পাবলিকলি কিছু বলি না, পরিবারেই তাকে স্মরণ করি। এবারও তাই করছি।”
বাবার সঙ্গে খুব বেশি স্মৃতি মনে না পড়লেও শৈশবের কিছু মুহূর্ত রাহুলের কাছে আজও জীবন্ত। তিনি বলেন, “কাজ শেষে বাবার ফেরার সময় হলে জামা নিয়ে বাসার নিচে দাঁড়িয়ে থাকতাম। বাবাকে ভীষণ মিস করি।”
বাবাকে শেষবার দেখার কষ্টের স্মৃতিও রাহুলের মনে গেঁথে আছে। তিনি বলেন, “ড্রয়িংরুমে বাবাকে শেষবার শুইয়ে রাখল। চোখ বন্ধ করলে এখনো সে দৃশ্য দেখি।”
জসীমের তিন ছেলে এ কে সামী, এ কে রাতুল এবং এ কে রাহুল। তারা গানের জগতে যুক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৮ জুলাই মেজ ছেলে এ কে রাতুল (রক ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী) মারা যান। তাকে বাবার কবরেই দাফন করা হয়।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে যুদ্ধ করেন জসীম। এফডিসিতে তার নামে রয়েছে ‘মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসীম ফ্লোর’।
জসীম অভিনীত জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে— ‘রংবাজ’, ‘দোস্ত দুশমন’, ‘মহেশখালীর বাঁকে’, ‘বারুদ’, ‘বাহাদুর’, ‘এক মুঠো ভাত’, ‘গাদ্দার’, ‘দুই রংবাজ’ প্রভৃতি।
ঢাকা/রাহাত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘ভাষা আন্দোলনের তাত্ত্বিক বিষয় আমাকে আকর্ষণ করেছিল’
ছবি: প্রথম আলো