বিশ্বকে বদলে দিতে তরুণদের ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক জাতিসংঘের উচ্চপর্যায়ের এক সাইডলাইন বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ আহ্বান জানান।

আরো পড়ুন:

প্রধান উপদেষ্টার সঙ্গে বেলজিয়ামের রাণী ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নির্বাচনের জন্য দেশ প্রস্তুত: প্রধান উপদেষ্টা

অধ্যাপক ইউনূস বলেন, “আমি তিন শূন্যের এক পৃথিবীর কথা বলছি— শূন্য নিট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ (যাতে দারিদ্রের অবসান ঘটে) এবং শূন্য বেকারত্ব (যা সবার সৃজনশীলতা কাজে লাগিয়ে সম্ভব)।”

শূন্য বর্জ্য (জিরো ওয়েস্ট) ধারণাটিও সমানভাবে গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, “এটি জাতিসংঘ মহাসচিবের ‘জিরো ওয়েস্ট ইনিশিয়েটিভ’-এর অংশ। এটি কোনো কল্পনা নয়, এরইমধ্যে বাস্তবে রূপ নিচ্ছে।” 

“আমরা তরুণদের সর্বত্র ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তুলতে উৎসাহিত করছি—যেখানে প্রত্যেকে থ্রি-জিরো মানুষ হয়ে উঠতে পারে,” বলেন প্রধান উপদেষ্টা।

তিনি ব্যাখ্যা করেন, একজন থ্রি-জিরো মানুষ প্রতিশ্রুতি দেয় টেকসইভাবে জীবনযাপন করার, বর্জ্য কমিয়ে আনার এবং সামাজিক উদ্যোক্তা হয়ে ওঠার। একই সঙ্গে তারা বৈশ্বিক উষ্ণায়ন, সম্পদ বৈষম্য এবং বেকারত্বে কোনো অবদান না রাখার জন্য সচেষ্ট হয়।

থ্রি-জিরো বিশ্ব গড়ে ওঠার বিষয়ে আশা প্রকাশ করে তিনি বলেন, “যত বেশি মানুষ এই আন্দোলনে যুক্ত হবে, এই ক্লাবগুলো রূপ নেবে থ্রি-জিরো পরিবারে, থ্রি-জিরো গ্রামে, থ্রি-জিরো শহরে—এবং একদিন গড়ে উঠবে একটি থ্রি-জিরো বিশ্ব।” 

“এটি একটি ছোট্ট পদক্ষেপ দিয়ে শুরু হয়। কিন্তু একসাথে সেই পদক্ষেপগুলোই বিশ্বকে পাল্টে দিতে পারে।”

অধ্যাপক ইউনূস বলেন, “এই অস্থির সময়ে প্রকৃত রূপান্তর নিহিত আছে আমাদের ঐক্যে। যদি আমরা একসঙ্গে হাত মিলাই—সামাজিক ব্যবসার শক্তি, তরুণদের উদ্যম এবং প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগাই—তবে জটিলতম বৈশ্বিক সংকটও আমরা সমাধান করতে পারব।”

প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা এক নতুন তরঙ্গের স্থপতি হই—ন্যায়, টেকসই ও আশার ভিত্তিতে নির্মিত এক পৃথিবীর। এমন এক পৃথিবী, যেখানে আমাদের যৌথ স্বপ্ন মানবতার জন্য নতুন ভোরের সূচনা করবে।” 

তথ্যসূত্র:বাসস

ঢাকা/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আহ ব ন

এছাড়াও পড়ুন:

রাত আড়াইটায় হাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত আড়াইটার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে। 

হাবিপ্রবি ট্রেজারার প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়েছে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ছাত্র সংসদ সংক্রান্ত সংবিধি মহামান্য চ্যান্সেলর কর্তৃক অনুমোদন সাপেক্ষে আগামী ৬ নভেম্বর, ২০২৫ তারিখের মধ্যে এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা কর্তৃপক্ষ গ্রহণ করবে।

সোমবার বিকেলে শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) আলোচনা সভার জন্য হাবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. এস এম এমদাদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়, ‘HUCSTU’ নীতিমালা প্রণয়ন উপলক্ষ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও সেবামূলক ছাত্র সংগঠন প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত মতবিনিময় সভা আগামী ২৪ সেপ্টেম্বর-২০২৫ খ্রী., রোজ- বুধবার টিএসসি’র ৩য় তলার সভা কক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সেমতে, সকল ছাত্র সংগঠনের সভাপতি ও সেক্রেটারিসহ মোট পাঁচজন করে প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য বলা হলো।

ঢাকা/নাজমুল/এস

সম্পর্কিত নিবন্ধ