অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় সোমবার দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকের সময় প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, ‘ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। দেশ এ জন্য সম্পূর্ণ প্রস্তুত।’

বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলেও তিনি আবার প্রতিশ্রুতি দেন।

বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্কের পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট, ঢাকাকে লক্ষ্য করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচারসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা কক্সবাজারে বসবাসরত ১০ লাখের বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন। জবাবে মার্কিন কর্মকর্তারা রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী সহায়তা বজায় রাখার আশ্বাস দেন।

এ সময় অধ্যাপক ইউনূস বলেন, সার্ক এক দশকের বেশি সময় ধরে সম্মেলন আয়োজন করতে পারেনি। অন্তর্বর্তী সরকার এ সংস্থাকে পুনরুজ্জীবিত করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে সংযুক্তি বাংলাদেশের উন্নয়নকে বহুগুণে এগিয়ে নিতে পারে। এ জন্য বাংলাদেশ আসিয়ানে যোগদানের আগ্রহ জানিয়েছে।

আরও পড়ুনজাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা৮ ঘণ্টা আগে

অধ্যাপক ইউনূস নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে আমরা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুততর করতে পারব।’

বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

আরও পড়ুননিউইয়র্কে এনসিপি নেতা আখতারকে হেনস্তা করল আওয়ামী লীগ নেতা–কর্মীরা, ডিম নিক্ষেপ১ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য ইউন স

এছাড়াও পড়ুন:

পরমাণু শক্তি কমিশনে ৪১ জনের চাকরির সুযোগ, করুন আবেদন

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ৪র্থ থেকে ১৬তম গ্রেডে ৪১টি পদে জনবল নিয়োগ দেবে। কমিশনের অধীন দেশের ৮টি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে এসব নিয়োগ দেওয়া হবে। এসব পদে আবেদনের সুযোগ আছে আর দুই দিন।

পদের নাম ও বিবরণ

১. প্রিন্সিপাল মেডিকেল অফিসার

পদসংখ্যা: ২ (নিউক্লিয়ার মেডিসিন)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি (ডিপ্লোমা/এমএসসি/এমফিল) অর্জনের পর কমপক্ষে ৭ বছর ও এমডি/পিএইচডি ডিগ্রি অর্জনের পর কমপক্ষে ৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা।

বেতন স্কেল ও গ্রেড: ৫০০০০-৭১২০০/- (গ্রেড ৪র্থ)

বয়সসীমা: ৪০ বছর। বিশেষ ক্ষেত্রে ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

২. সিনিয়র মেডিকেল অফিসার

পদসংখ্যা: ৪ (নিউক্লিয়ার মেডিসিন)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর (ডিপ্লোমা/এমএসসি/এমফিল/এমডি/পিএইচডি) ডিগ্রি অর্জনের পর কমপক্ষে ২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা।

বেতন স্কেল ও গ্রেড: ৩৫৫০০-৬৭০১০/- (গ্রেড ৬ষ্ঠ)

আবেদনের বয়সসীমা: ৩৬ বছর। বিশেষ ক্ষেত্রে ৩৮ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

৩. সিনিয়র সায়েন্টিফিক অফিসার

পদসংখ্যা: ৩ (ফিজিকস/মেডিকেল ফিজিকস অ্যাপ্লায়েড ফিজিকস/বায়োমেডিকেল ফিজিকস ২টি, কেমিস্ট্রি ১টি)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিসহ এমএস/এমফিল ডিগ্রিসহ ২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা অথবা এসএসসি থেকে পরবর্তী পর্যায়ে কমপক্ষে তিনটি প্রথম শ্রেণি/বিভাগসহ এমএসসি ডিগ্রিসহ এমএসসি–পরবর্তী কমপক্ষে ৪ বছরের গবেষণাকর্মের অভিজ্ঞতা।

বেতন স্কেল ও গ্রেড: ৩৫৫০০-৬৭০১০/- (গ্রেড ৬ষ্ঠ)

বয়সসীমা: ৩৫ বছর। বিশেষ ক্ষেত্রে ৩৭ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

৪. সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ৭ (সিভিল ইঞ্জিনিয়ারিং ৩, ইলেকট্রিক্যাল ৪)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/এইচএসসিতে ভালো ফলসহ সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যালে প্রথম শ্রেণির ডিপ্লোমা।

বেতন স্কেল ও গ্রেড: ১৬০০০-৩৮৬৪০/- (গ্রেড ১০ম)

বয়সসীমা: ৩২ বছর।

৫. জুনিয়র এক্সপেরিমেন্টাল অফিসার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসিতে প্রথম শ্রেণিসহ এসএসসি ও এইচএসসির যেকোনো একটিতে প্রথম বিভাগ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা।

বেতন স্কেল ও গ্রেড: ১২৫০০-৩০২৩০/- (গ্রেড ১১তম)

বয়সসীমা: ৩২ বছর।

৬. সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট–১

পদসংখ্যা: ৩

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি (বিজ্ঞান) অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬ মাসের ট্রেড কোর্স সার্টিফিকেটসহ এসএসসি (বিজ্ঞান)।

বেতন স্কেল ও গ্রেড: ১১০০০-২৬৫৯০/- (গ্রেড ১৩তম)

বয়সসীমা: ৩২ বছর।

৭. টেকনিশিয়ান–১

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি (বিজ্ঞান) অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬ মাসের ট্রেড কোর্স সার্টিফিকেটসহ এসএসসি (বিজ্ঞান)।

বেতন স্কেল ও গ্রেড: ১১০০০-২৬৫৯০/- (গ্রেড ১৩তম)

বয়সসীমা: ৩২ বছর।

৮. অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।

বেতন স্কেল ও গ্রেড: ১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩তম)

বয়সসীমা: ৩২ বছর।

আরও পড়ুন৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ক্যালেন্ডার অনুযায়ী, বলছে পিএসসি২ ঘণ্টা আগে

৯. সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট–২

পদসংখ্যা: ৫

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি (বিজ্ঞান) অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬ মাসের ট্রেড কোর্স সার্টিফিকেটসহ এসএসসি (বিজ্ঞান)।

অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬ মাসের ট্রেড কোর্স সার্টিফিকেটপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: ৯৭০০-২৩৪৯০/- (গ্রেড ১৫তম)

বয়সসীমা: ৩২ বছর।

১০. টেকনিশিয়ান–২

পদসংখ্যা: ৫

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি (বিজ্ঞান) অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬ মাসের ট্রেড কোর্স সার্টিফিকেটসহ এসএসসি (বিজ্ঞান)। অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬ মাসের ট্রেড কোর্স সার্টিফিকেটপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: ৯৭০০-২৩৪৯০/- (গ্রেড ১৫তম)

বয়সসীমা: ৩২ বছর।

১১. অফিস অ্যাসিস্ট্যান্ট–কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৭

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬ মাসের ট্রেড কোর্স সার্টিফিকেটপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: ১৩০০-২২৪৯০/- (গ্রেড ১৬তম)

বয়সসীমা: ৩২ বছর।

আরও পড়ুনপ্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এডি পদে চাকরি, নবম গ্রেডে নেবে ২৫ জন ৪ ঘণ্টা আগেআবেদনকারী প্রার্থীর প্রতি নির্দেশনা

১. নিয়োগপ্রাপ্ত হলে ঢাকাসহ ঢাকার বাইরে অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আওতাধীন আটটি ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সসে (ইনমাস) যোগদান বাধ্যতামূলক।

২. লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের টিএ/ডিএ প্রদান করা হবে না।

অনলাইনে আবেদনপত্র পূরণসংক্রান্ত নির্দেশাবলি

১. আগ্রহী প্রার্থীরা https://baec.teletalk.com.bd–এ ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

২. অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ পিক্সেল, প্রস্থ ৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ পিক্সেল, প্রস্থ ৮০ পিক্সেল) করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি ও স্বাক্ষর সাইজ সর্বোচ্চ ৬০ কেবি হতে হবে।

আরও পড়ুনলন্ডন স্কুল অব ইকোনমিকসে ফ্রি অনলাইন কোর্স, পেশাজীবী এবং শিক্ষার্থীদের সুযোগ ৫ ঘণ্টা আগেআবেদন ফি

১. ১-৪ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ২২৫ (দুই শ পঁচিশ টাকা)

২. ৫ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ১৬৯ (এক শ আটষট্টি টাকা)

৩. ৬-১১ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ১১২ (এক শ বারো টাকা)

৪. অনগ্রসর নাগরিকের জন্য সব গ্রেডের পরীক্ষার ফি বাবদ ৫৬ (ছাপান্ন টাকা)।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু হয়েছে: ৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে।

আবেদন শেষ হবে: ২৪ সেপ্টেম্বর ২০২৫ সাল, বিকেল ৫টায়।

*আবেদনের বিস্তারিত দেখুন এখানে

আরও পড়ুনবাংলাদেশ বিমানে চাকরি, নেবে ৪৬ কর্মী২১ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ, গ্রেড-১৩-তে বেতন১৬ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ