মানিকগঞ্জে ডাকাতের হামলায় নারী নিহত
Published: 23rd, September 2025 GMT
মানিকগঞ্জের ঘিওরে নিজ বাড়িতে ডাকাতদের হামলায় রাশিদা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় ঘরে থাকা মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরী গ্রামে হত্যাকাণ্ডের শিকার হন তিনি।
আরো পড়ুন:
কেরানীগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের পরিবারের সাক্ষাৎ
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
স্থানিয়রা জানান, প্রায় ৩০ বছর আগে রাশিদা বেগমের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। এক দশক আগে তিনি দেশে ফেরেন। বাইলজুরী গ্রামে বাড়ি নির্মাণ করে একাই বসবাস করছিলেন তিনি।
পয়লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ বলেন, “রাশিদার একমাত্র মেয়ে তাসলিমা বর্তমানে জর্ডান প্রবাসী। বাড়িতে রাশিদা বেগম একাই থাকতেন। গতকাল রাতে তার ভাইয়ের মেয়ে ও নাতি বেড়াতে এসে পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। ডাকাতরা রাশিদা বেগমকে খুন করে মূল্যবান মালামাল নিয়ে যায়।”
ঘিওর থানার ওসি মো. কোহিনুর ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”
ঢাকা/চন্দন/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘ফার্গি টাইম’ গোলে টটেনহামের সঙ্গে ড্র ইউনাইটেডের
টটেনহাম ২–২ ম্যানচেস্টার ইউনাইটেড
নির্ধারিত সময় শেষ। যোগ হওয়া সময়ের প্রথম মিনিটেই রিচার্লিসনের গোল! টটেনহাম স্টেডিয়ামে ২-১ গোলে এগিয়ে যাওয়ার উল্লাস। মনে হচ্ছিল, আশা শেষ, এই ম্যাচে আর কিছু করতে পারবে না ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু সব হিসাব পাল্টে দিলেন মাথিয়াস ডি লিখট যোগ করা সময়ের শেষ মিনিটে। ৯৬ মিনিটে তাঁর দুর্দান্ত হেড গেল টটেনহামের জালে, ২-২ সমতার পর বাজল শেষ বাঁশি। নাটকীয় এক ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করল দুই দল।
উত্তর লন্ডনে আজ ইউরোপা লিগ ফাইনালের পুনর্মিলনীটা শেষ পর্যন্ত যে এমন রোমাঞ্চকর থ্রিলারে রূপ নেবে তা অবশ্য শুরুতে বোঝা যায়নি। ৩২তম মিনিটে ব্রায়ান এমবিউয়োমোর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। বিরতির আগে ওই একটাই গোল। প্রথমার্ধের শেষ বাঁশি বাজতেই টটেনহামের গ্যালারিতে শোনা যায় অসন্তুষ্ট দর্শকের দুয়ো। ২০২৫ সালে এখন পর্যন্ত ঘরের মাঠে মাত্র তিনটি জয়, স্পার্স সমর্থকদের ধৈর্য যেন শেষ হয়ে যাচ্ছিল। তবে দ্বিতীয়ার্ধের শেষদিকে ছবিটা পাল্টে দেন বদলি খেলোয়াড় মাথিস তেল। ৮৪ মিনিটে তাঁর গোলেই সমতায় ফেরে টটেনহাম।
যোগ করা সময়ের প্রথম মিনিটে রিচার্লিসনের গোলে ২–১ গোলে এগিয়ে গিয়েছিল টটেনহাম