সিলেটের স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের শাহি ঈদগাহ ক্যাম্পাসের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদ (১৯) মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গতকাল সোমবার সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক স্মারকে জানানো হয়, তিন সদস্যের এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পদ্মাসন সিংহকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে আছেন সিলেট মহানগর পুলিশের এক অতিরিক্ত উপকমিশনার ও জেলা শিক্ষা কর্মকর্তা।

আরও পড়ুনসিলেটে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ১০ দফা দাবিতে সহপাঠীদের বিক্ষোভ২১ সেপ্টেম্বর ২০২৫

১৭ সেপ্টেম্বর বিকেলে নগরের সুবিদবাজার বনকলাপাড়া এলাকার বাসা থেকে আজমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি স্থানীয় রাশেদ আহমদের ছেলে। আজমান এইচএসসি প্রাক্‌–নির্বাচনী পরীক্ষায় দুটি বিষয়ে অংশ নিতে পারেননি। পরে ফলাফলে ওই দুটিসহ পাঁচটি বিষয়ে অকৃতকার্য দেখানো হয়।

আজমানের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ফেসবুকে অনেকে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। নিহত আজমানের পরিবার পরদিন সিলেট মহানগরের বিমানবন্দর থানায় অপমৃত্যুর মামলা করে।

আরও পড়ুনসিলেটে আন্দোলনের মুখে উপাধ্যক্ষের পদত্যাগসহ ৫ দফা মেনে নিল স্কলার্সহোম স্কুল২২ সেপ্টেম্বর ২০২৫

এ ঘটনায় সহপাঠীরা বিক্ষোভে নামেন। তাঁরা আজমানের মৃত্যুকে ‘আত্মহত্যার প্ররোচনা’ দাবি করে দুই শিক্ষককে অব্যাহতি ও এক শিক্ষকের পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে ছয়টি বিষয়ে সংস্কারের প্রস্তাব দেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্কলার্সহোম কর্তৃপক্ষ গতকাল এসব দাবি ও সংস্কার মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আজম ন র ঘটন য়

এছাড়াও পড়ুন:

বিসিবি নির্বাচনি প্রক্রিয়ার প্রথম ধাপেই ‘গড়বড়’

মাঠের ক্রিকেট এখন কোর্ট-কাছারির বারান্দায়! ক্রিকেট বোর্ডের প্রশাসন নির্বাচন নিয়ে মুখোমুখি দুই প্রতিপক্ষ শিবির শরণাপন্ন হয়েছে আদালতের। তাতে বিসিবি নির্বাচনি প্রক্রিয়ার প্রথম ধাপেই হয়েছে ‘গড়বড়’।

তফসিল অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করার কথা ছিল। কিন্তু দুই দফা সময় বাড়ানোর পরও নির্ধারিত সময়ে প্রকাশ করা হয়নি ভোটার তালিকার খসড়া। দুপুর ৩টা পর্যন্ত অপেক্ষা করার কথা মৌখিকভাবে বলা হয়েছিল। কিন্তু সেই সময়ও অতিক্রম হয়েছে ২ ঘণ্টা হল।

আরো পড়ুন:

দুই দিন পেছাল বিসিবি নির্বাচন

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

নির্বাচন কমিশন এই তালিকা প্রকাশ করার কথা। কিন্তু রাইজিংবিডি নিশ্চিত হয়েছে বিসিবি এখনও খসড়া ভোটার তালিকা তাদের কাছে পৌঁছে দেয়নি। অভিযোগের তির বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দিকে। শোনা যাচ্ছে পছন্দের কাউন্সিলরদের নাম না পেয়ে অপেক্ষা করছেন বিসিবি সভাপতি আমিনুল। এর আগেও তিনি নির্বাচনের কাউন্সিলর বা ভোটারদের নাম জমা দেওয়ার সময় দুইবার বাড়ান। দ্বিতীয় দফা সময় বাড়ানোর ক্ষেত্রে অন্য বোর্ড পরিচালকদের কোনো মতামতও নেননি বিসিবি সভাপতি।

এ নিয়ে পরিচালক ইফতেখার আহমেদ সরাসরি বলেছেন, “উনি সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে এটা অনুমোদন করে বাড়িয়ে দিয়েছেন। একটা তো জানেন যে আছে (ক্ষমতা)… এই ক্ষমতাবলে করেছেন (সময় বাড়ানো)…একটা তো জানেন যে আছে (ক্ষমতা)… এই ক্ষমতাবলে করেছেন (সময় বাড়ানো)…।’’

খসড়া ভোটার তালিকা নির্ধারিত সময়ে প্রকাশ না হওয়ায় নির্বাচনের সূচিতে আর কোনো পরিবর্তন আসবে কিনা, সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর।

নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে। ‘সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে’ আমিনুল ইসলাম সব সিদ্ধান্ত একা নিচ্ছেন। যিনি নিজেও বোর্ড পরিচালক প্রার্থী।  এছাড়া সরকারি হস্তক্ষেপ ও সভাপতির নির্বাহী ক্ষমতার অপপ্রয়োগের প্রতিবাদে গত শনিবার সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জেলা ও বিভাগীয় এবং ক্লাবের সকল পর্যায়ের ক্রিকেট খেলোয়াড় ও সংগঠকরা।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ