নোবেল নয়, আমি জীবন বাঁচানোর চিন্তা করি: ট্রাম্প
Published: 23rd, September 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন,সবাই মনে করে, বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য তিনি নোবেল শান্তি পুরষ্কার পাওয়ার যোগ্য। তবে তিনি পুরষ্কার জেতা নয়, বরং জীবন বাঁচানোর চিন্তা করেন।
মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।
ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় আসার পর অন্তত সাতটি যুদ্ধবিরতির জন্য নিজের কৃতিত্ব দাবি করেছেন। তিনি একাধিকার বলেছেন, এই কাজের জন্য তিনি নোবেল পাওয়ার যোগ্য।
মঙ্গলবার ট্রাম্প বলেছেন, “সবাই বলে, এই প্রতিটি অর্জনের জন্য আমার নোবেল শান্তি পুরষ্কার পাওয়া উচিত। কিন্তু আমার কাছে, আসল পুরষ্কার হবে সেই ছেলেমেয়েরা, যারা মা ও বাবার সাথে বেড়ে ওঠার জন্য বেঁচে আছে। কারণ লাখ লাখ মানুষ আর অন্তহীন ও গৌরবময় যুদ্ধে নিহত হচ্ছে না।”
তিনি বলেন, “আমি যা চিন্তা করি তা হল পুরষ্কার জেতা নয়, বরং জীবন বাঁচানো।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনার বিরুদ্ধে বুধবার বিশেষ তদন্ত কর্মকর্তার সাক্ষ্য, হবে সরাসরি সম্প্রচার
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা সাক্ষ্য প্রদান করবেন বুধবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে এই সাক্ষ্য প্রদান সরাসরি সম্প্রচার করা হবে।
ট্রাইব্যুনালে কর্মরত সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এক ভিডিও বার্তায় মঙ্গলবার সন্ধ্যায় প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এসব তথ্য জানান।
গাজী মোনাওয়ার বলেন, বিশেষ তদন্ত কর্মকর্তা এ মামলা তদন্তের সময় শেখ হাসিনার বেশ কয়েকটি ফোনালাপ জব্দ করেছেন। সাক্ষ্য দেওয়ার সময় সেসব ফোনালাপ ট্রাইব্যুনালে বাজিয়ে শোনানো হবে।
শেখ হাসিনার পাশাপাশি এ মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে সাবেক আইজিপি মামুন এ মামলায় ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হিসেবে জবানবন্দি দিয়েছেন।