চিৎকার শুনে এলাকাবাসী গিয়ে দেখেন, মসজিদের পাশে যুবকের গলাকাটা লাশ
Published: 24th, September 2025 GMT
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া গ্রামের খিলমোগল তালুকদারপাড়া মসজিদের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম খোরশেদ আলম (৩০)। তিনি ওই এলাকার আবদুল খালেকের ছেলে। ঘটনাস্থল থেকে মাত্র ৭০ ফুট দূরেই তাঁদের বাড়ি। তিনি পেশায় নির্মাণশ্রমিক ও অটোরিকশার চালক ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, নিহত খোরশেদ তিন বছর আগে বিয়ে করেন। তাঁদের সন্তান নেই। গতকাল রাতে হঠাৎ চিৎকার শুনে কয়েকজন ঘটনাস্থলে যান। পরে মসজিদের পাশে যুবকের গলাকাটা লাশ দেখতে পান। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল। লাশের পাশে বিস্কুট ও মুড়ির প্যাকেট ছিল। লাশ দেখার পরে তাঁরা পুলিশকে খবর দেন।
জানতে চাইলে খোরশেদ আলমের স্ত্রী ইমু আক্তার বলেন, রাত ৮টায় তাঁর স্বামী দোকানে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হন। দোকান থেকে মুড়ি ও বিস্কুট আনার কথা ছিল। ৯টার পর ঘরের জানালা দিয়ে দুজনকে দৌড়ে পালাতে দেখেন। এরপর ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা খবর দেন মসজিদের পাশে তাঁর স্বামীর লাশ পড়ে রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য নুরজাহান বেগম বলেন, নিহত খোরশেদ তিন বছর আগে বিয়ে করেন। কখনো সিএনজিচালিত অটোরিকশা আবার কখনো রাজমিস্ত্রির কাজ করতেন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার প্রথম আলোকে বলেন, খবর পাওয়ার পর তাঁরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। মামলা হলে আসামিদের আইনের আওতায় আনা হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মসজ দ র প শ য বক র
এছাড়াও পড়ুন:
‘ফার্গি টাইম’ গোলে টটেনহামের সঙ্গে ড্র ইউনাইটেডের
টটেনহাম ২–২ ম্যানচেস্টার ইউনাইটেড
নির্ধারিত সময় শেষ। যোগ হওয়া সময়ের প্রথম মিনিটেই রিচার্লিসনের গোল! টটেনহাম স্টেডিয়ামে ২-১ গোলে এগিয়ে যাওয়ার উল্লাস। মনে হচ্ছিল, আশা শেষ, এই ম্যাচে আর কিছু করতে পারবে না ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু সব হিসাব পাল্টে দিলেন মাথিয়াস ডি লিখট যোগ করা সময়ের শেষ মিনিটে। ৯৬ মিনিটে তাঁর দুর্দান্ত হেড গেল টটেনহামের জালে, ২-২ সমতার পর বাজল শেষ বাঁশি। নাটকীয় এক ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করল দুই দল।
উত্তর লন্ডনে আজ ইউরোপা লিগ ফাইনালের পুনর্মিলনীটা শেষ পর্যন্ত যে এমন রোমাঞ্চকর থ্রিলারে রূপ নেবে তা অবশ্য শুরুতে বোঝা যায়নি। ৩২তম মিনিটে ব্রায়ান এমবিউয়োমোর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। বিরতির আগে ওই একটাই গোল। প্রথমার্ধের শেষ বাঁশি বাজতেই টটেনহামের গ্যালারিতে শোনা যায় অসন্তুষ্ট দর্শকের দুয়ো। ২০২৫ সালে এখন পর্যন্ত ঘরের মাঠে মাত্র তিনটি জয়, স্পার্স সমর্থকদের ধৈর্য যেন শেষ হয়ে যাচ্ছিল। তবে দ্বিতীয়ার্ধের শেষদিকে ছবিটা পাল্টে দেন বদলি খেলোয়াড় মাথিস তেল। ৮৪ মিনিটে তাঁর গোলেই সমতায় ফেরে টটেনহাম।
যোগ করা সময়ের প্রথম মিনিটে রিচার্লিসনের গোলে ২–১ গোলে এগিয়ে গিয়েছিল টটেনহাম