চট্টগ্রাম থেকে কুরিয়ারে পাঠানো ২০ হাজার পিস ইয়াবা জব্দ
Published: 24th, September 2025 GMT
ঠাকুরগাঁওয়ে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে কয়েলের বক্সে আসা ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের ঘোষপাড়ায় অবস্থিত এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এ ইয়াবার চালান জব্দ করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান, কয়েকদিন আগে একটি কাটুনে কয়েলের প্যাকেটের সঙ্গে ইয়াবা ট্যাবেলটগুলো কসটেপ মুড়িয়ে চট্টগ্রাম থেকে এক ব্যক্তি এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে পাঠান। তবে, যার ঠিকানায় পাঠানো হয় তার নম্বরে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে সবার উপস্থিতিতে কাটুন খুলেন। এ সময় ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ বলেন, ‘‘ইয়াবার একটি চালান উদ্ধার করা হয়েছে। তবে কে কার কাছে পাঠালো বিষয়টি তদন্ত করার পাশাপাশি আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’’
ঢাকা/হিমেল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
খুলনায় দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা
প্রতীকী ছবি