চট্টগ্রামে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনের সড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল
Published: 24th, September 2025 GMT
চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতা-কর্মী। নগরের খুলশী থানার সিডিএ অ্যাভিনিউ সড়কে আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ মিছিল হয়েছে। সড়কের পাশে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের কার্যালয় অবস্থিত। ওই কার্যালয়ের পাশাপাশি দামপাড়া পুলিশ লাইনসেরও অবস্থান।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, নগরের এমএম আলী রোডের মুখে জড়ো হয়ে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন ২০ থেকে ২৫ জন। তাঁদের হাতে একটি ব্যানার ছিল। সেখানে লেখা, ‘শেখ হাসিনা ফিরবেই, বিজয় আসবেই।’ ব্যানারের নিচে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাম লেখা ছিল। মিছিলটি পুলিশ কমিশনারের কার্যালয়ে পেরিয়ে দামপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি পুলিশের গাড়ি দেখে ছত্রভঙ্গ হয়ে যায়। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যানার নিয়ে স্লোগান দিয়ে মিছিল করছেন ২০ থেকে ২৫ জন।
জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এনফোর্সমেন্টের অফিসে বন্দুক হামলা
যুক্তরাষ্ট্রের ডালাসে ফেডারেল ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ফিল্ড (আইসিই) অফিসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বুধবার এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে ফেডারেল কর্মকর্তারা জানিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটের দিকে উত্তর-পশ্চিম ডালাসে অফিসে গুলি চালানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের সচিব ক্রিস্টি নয়েম একটি এক্স পোস্টে জানিয়েছেন, একাধিক আহত ও প্রাণহানির ঘটনা ঘটেছে এবং বন্দুকধারী মারা গেছে।
নোয়ামের মন্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক্স-এ লিখেছেন, “আইন প্রয়োগকারী সংস্থার উপর, বিশেষ করে আইসিই-এর উপর আগ্রাসী আক্রমণ বন্ধ হওয়া উচিত। আমি এই আক্রমণে আহত সকলের জন্য এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।”
সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এবিসি অ্যাফিলিয়েট ডব্লিউএফএএ জানিয়েছে, বন্দুকধারীকে কাছের একটি ভবনের ছাদে মৃত অবস্থায় পাওয়া গেছে।
আইসিই-এর ভারপ্রাপ্ত পরিচালক টড লিয়ন্স জানিয়েছেন, তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা/শাহেদ