শিক্ষক-কর্মকর্তা লাঞ্ছনায় জড়িতদের বহিষ্কারসহ পাঁচ দাবি ইউট্যাবের
Published: 26th, September 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘পোষ্য কোটা’ ইস্যুকে কেন্দ্র করে সহ-উপাচার্য, প্রক্টরসহ শিক্ষক-কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের স্থায়ী বহিষ্কার, রাকসু নির্বাচনের প্রার্থিতা বাতিলসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন (ইউট্যাব)। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের টিচার্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি।
সংগঠনটির বাকি তিনটি দাবি হলো, লাঞ্ছনার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুততম সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ; শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাকসু নির্বাচন করার উপযুক্ত পরিবেশ নিশ্চিত ও শিক্ষকদের মর্যাদা রক্ষায় স্থায়ী পদক্ষেপ নেওয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠটির সভাপতি অধ্যাপক মো.
রাকসু নির্বাচনের আগে আবার কোনো কর্মসূচি দেওয়া হবে কি না, এক প্রশ্নের জবাবে মামুনুর রশিদ বলেন, ‘প্রশাসন আমাদের জানিয়েছে, নির্বাচনের আগেই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়, তাহলে ইউট্যাব কর্মসূচি দেওয়ার প্রয়োজন মনে করছে না।’
রাকসু নির্বাচনের বিষয়ে ইউট্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হতে যাচ্ছে। আমরাও চাই নির্বাচন হোক, এর মাধ্যমে জাতীয় রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ হবে। আমাদের কর্মসূচি নির্দিষ্ট দাবির জন্য। তা ছাড়া রাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট একটা কমিশন আছে। তারা যদি নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরি করতে পারে, তাহলে ১৬ অক্টোবর নির্বাচন হবে।’
এর আগে ১৮ সেপ্টেম্বর ১০ শর্তে ‘পোষ্য কোটা’ ফিরিয়ে আনে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। একপর্যায়ে গত শনিবার জুবেরী ভবনে শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। এরপর জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও কর্মকর্তারা কর্মবিরতিতে যান। ২৪ সেপ্টেম্বর দুই দাবিতে সাত দিনের সময়সীমা দিয়ে কর্মবিরতি প্রত্যাহার করে নেন কর্মকর্তা-কর্মচারীরা। অন্যদিকে দ্রুততম সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম আপাতত কর্মবিরতি স্থগিত করার ঘোষণা দিয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স প ট ম বর কর মকর ত উপ চ র য ইউট য ব ব যবস থ
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সড়ক অবরোধ প্রত্যাহার
খাগড়াছড়িতে সড়ক অবরোধ প্রত্যাহার করেছে ‘জুম্ম ছাত্র–জনতা’। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে সংগঠনের নামে খোলা ফেসবুক পেজে এ তথ্য জানায় সংগঠনটি।
সংগঠনটি জানান, খাগড়াছড়ির গুইমারায় সংঘটিত ঘটনার তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আজ দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী প্রমুখ।
প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে আজ রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছে। তবে প্রশাসনের কাছে উপস্থাপিত আট দফা দাবি যদি যথাযথভাবে পূরণ না করা হয়, আবারও কঠোর কর্মসূচি গ্রহণ করবে সংগঠনটি।
খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পর এর প্রতিবাদে গত শনিবার খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচির ডাক দেয় জুম্ম ছাত্র–জনতা। এ কর্মসূচিকে কেন্দ্র করে গত রোববার গুইমারার রামেসু বাজারে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ছিল স্থানীয় একটি পক্ষ। এ সময় গুলিতে তিন পাহাড়ির মৃত্যু হয়।