ঢাকা আসছেন পাকিস্তানি গায়ক আলী আজমত
Published: 27th, September 2025 GMT
ছয় বছরের বিরতি শেষে আবারও ঢাকার মঞ্চে গান গাইবেন পাকিস্তানের কিংবদন্তি রক সংগীতশিল্পী আলী আজমত। এবারই প্রথমবারের মতো একক কনসার্টে গাইবেন তিনি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ফেসবুক পেজে কনসার্টের একটি ছবি শেয়ার করে আলী আজমত লিখেছেন, “হ্যালো বাংলাদেশ। অবশেষে! আশা করি তোমাদের সবার সাথে দেখা হবে।’’
এবারের আয়োজনের শিরোনাম রাখা হয়েছে ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’। যদিও কনসার্টের তারিখ, স্থান ও আয়োজকদের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
এর আগে দু’বার ঢাকায় এসেছিলেন এই রক তারকা। সর্বশেষ ২০১৯ সালে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’-এ দর্শকদের মুগ্ধ করেন তিনি।
আলী আজমত মূলত পাকিস্তানের বিখ্যাত রক ব্যান্ড ‘জুনুন’-এর প্রধান ভোকালিস্ট হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পান। ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ব্যান্ডটির হয়ে গান করেন তিনি। পরবর্তীতে ২০০৬ সালে গড়ে তোলেন নিজের ব্যান্ড ‘সোশ্যাল সার্কাস’।
তার কণ্ঠে জনপ্রিয় হয়েছে অসংখ্য গান— ‘সায়োনি’, ‘দিওয়ানা’, ‘তেরে লিয়ে’, ‘মাওলা’, ‘ইয়ে জিসম’, ‘রঙিলা’, ‘খুদি কো কর বুলন্দ’, ‘জিন্দা’ ইত্যাদি। শুধু গায়ক হিসেবেই নয়, অভিনেতা হিসেবেও তিনি পাকিস্তান ও বলিউডে জনপ্রিয়।
ঢাকা/রাহাত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
২৩ ঘণ্টায়ও খোঁজ মেলেনি নদীতে নিখোঁজ পর্যটকের
বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে গোসলে নেমে নিখোঁজ হন এক পর্যটক। আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায়নি। তাঁর সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস।
নিখোঁজ ওই পর্যটকের নাম সোহান আল মাফি (২৭)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বর্তমানে ঢাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত তিনি। তাঁর পরিবার ঢাকার মিরপুরে থাকে।
লিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, লামার সাদা পাহাড় এলাকায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে সোহান আল মাফি তলিয়ে যান। এ জায়গার অবস্থান লামা থেকে আট কিলোমিটার দূরে। সেখানে একটি অবকাশ যাপনকেন্দ্রে পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনা জানার পর থেকে তাঁরা উদ্ধারকাজে সহায়তা করছেন। ফায়ার সার্ভিসের লামা স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, নিখোঁজ সোহান আল মাফির সন্ধানে চট্টগ্রাম থেকে আজ সকালে ডুবুরি দল এসেছে। তারা তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে।