বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে লিসা গাজীর ছবি ‘বাড়ির নাম শাহানা’। অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে ছবিটি জমা দেওয়া হবে। গতকাল শনিবার সকালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করার জন্য বাংলাদেশ থেকে জমা পড়ে পাঁচটি সিনেমা। এর মধ্য থেকে লিসা গাজীর ছবিটিকে চূড়ান্ত করে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি।
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চান তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘বাড়ির নাম শাহানা’। আগে তথ্যচিত্র নির্মাণ করলেও এটিই লিসার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নিজের গল্প থেকে আনান সিদ্দিকার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন লিসা গাজী।

বাংলাদেশ থেকে সিনেমাটি অস্কারে পাঠানোর জন্য নির্বাচিত হওয়ায় আনন্দিত ছবির নির্মাতা ও কলাকুশলীরা। নির্মাতা লিসা গাজী প্রথম আলোকে বলেন, ‘নানা বাধা সত্ত্বেও যাঁরা নিজেদের পথ নিজেরাই গড়ে তোলেন, সেই নারীদের সাহস আর আবেগময় গল্পগুলো আমাকে সব সময় অনুপ্রাণিত করে। আমি সেই গল্পগুলোই বলতে চেয়েছি। এ গল্প অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, তা চিন্তা করে গায়ের রোম দাঁড়িয়ে যাচ্ছে। এটা কি সত্যি? বড় পর্দায় মুক্তি পাওয়ার পরও অনেক দর্শকের প্রশংসা পেয়েছি, অনেকেই এই গল্পে নিজের প্রতিচ্ছবি পেয়েছেন, নির্মাতা হিসেবে এটাই সার্থকতা।’

‘বাড়ির নাম শাহানা’র পোস্টার। ছবি : অভিনেত্রীর সৌজন্যে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

প্রতিমা বিসর্জনের নৌকা থেকে আত্রাই নদে পড়ে কিশোর নিখোঁজ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদের মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।

সম্পর্কিত নিবন্ধ