নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজকে আমরা এসেছি বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে।

আমরা এসেছি শারদীয় দুর্গোৎসবের আনন্দ আপনাদের সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য। আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য। তারই জন্য আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান  আমাদেরকে পাঠিয়েছে আপনাদের কাছে।

আমরা যেন আপনাদের পাশে থেকে শারদীয় দুর্গোৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারি। তার জন্য কিন্তু আমাদের দল আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনাদের সাথে থাকার জন্য। বিপদ আপদে যেনো আপনাদের পাশে থাকি। 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন । 

রবিবার ( ২৮ সেপ্টেম্বর) বিকেল তিনটায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ঋষি বাড়ি মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা আপনারা নির্বিঘ্নে করবেন এমন কোন শক্তি নাই যে আপনাদের এই পূজা কোন প্রকার অশান্তি সৃষ্টি করবে। আর যারাই কোন প্রকার অশান্তি করার চেষ্টা করবে তাদেরকে আমরা আইনের হাতে তুলে দিব। আমরা হিন্দু ভাই-বোনদের উপর নির্যাতন কারী কাউকে কোন রকম সহ্য করব না।

আপনারা সুন্দর ভাবে নির্ভয়ে আপনাদের পরিবার-পরিজন নিয়ে পূজা পাল করবেন। আজকে আমরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য উপহার নিয়ে এসেছি এটা কোন দান নয়।

পূজা উপলক্ষে আপনাদের জন্য উপহার। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আগামীতে আরও এর চেয়ে বেশি বেশি করে আপনাদেরকে উপহার দিতে পারি। আপনাদের পাশে থাকতে পারি আর আপনাদের জন্য কাজ করতে পারি। 

তিনি আরও বলেন, আজকে দেশে যে পরিস্থিতি অবস্থা অনেকেই অনেক ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করবে। তারা হিন্দু ভাইদের ওপর হামলা নির্যাতন করে বদনাম সৃষ্টি করার পাঁয়তারা করার চেষ্টা করবে। কিন্তু আমরা সেই চেষ্টা সফল হতে দেবো না আমরা আপনাদের সাথে ও পাশে আছি। যারা কোন প্রকার হামলা করার দুঃসাহস দেখাবে তাদেরকে আমরা দাঁতভাঙ্গা জবাব দিব।

এসময়ে মহানগর বিএনপি ও আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের নেতৃবৃন্দরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এবং উপহার সামগ্রী বিতরণ করেন। পরে বেশ কিছু পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। 

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ (ঢাকা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.

সাখাওয়াত হোসেন খান, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অহেদুল্লাহ মজুমদার মানিক, প্রচার সম্পাদক মজিবুর রহমান, বন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরু উদ্দিন আহম্মেদ, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি নুর মোহাম্মদ পনেজ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ মহানগর কমিটির আহ্বায়ক ফারুক হোসেন, সদস্য সচিব হুমায়ূন কবির, মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল আলম, জেলা বিএনপির সাবেক সহ- প্রচার সম্পাদক জাহিদ হাসান, বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোহসীন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধান সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আর ফ ত রহম ন ক ক উপস থ ত ছ ল ন ত র ক রহম ন র ব এনপ র স আপন দ র প দ র জন য আম দ র উপহ র করব ন

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুরের মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকত।

২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন বিলকিছ বেগমকে তাদের বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় বিলকিছের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ
  • ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই : ড. ইকবাল
  • হাসপাতালে শয্যাসংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা
  • মহানবমীতে আড়াইহাজার ও রূপগঞ্জের বিভিন্ন মন্দির পরিদর্শনে না.গঞ্জ ঐক্য পরিষদ  
  • রূপগঞ্জে চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে
  • দুই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ১৯ কিলোমিটার যানজট
  • নারায়ণগঞ্জে সাদাপোশাকে আসামি ধরতে গিয়ে হামলার শিকার, র‌্যাবের ৩ সদস্য আহত
  • বিএনপির এই ভালোবাসা সনাতন সম্প্রদায় ভুলবে না : শিপন সরকার 
  • না.গঞ্জ সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে প্রাণিসম্পদ কর্মকর্তা
  • রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন