বান্দরবানের রুমা উপজেলার অন্যতম দর্শনীয় স্থান কেওক্রাডং আগামী ১ অক্টোবর থেকেই পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে। সোমবার  (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জেলা আইনশৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক কেওক্রাডং পাহাড়চূড়ায় ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে পর্যটকরা কেওক্রাডং যেতে পারবেন। গণবিজ্ঞপ্তিতে পর্যটকদের ৬টি নির্দেশনা মানতে হবে বলে জানানো হয়েছে। সেগুলো হলো-

ক) সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রুমা উপজেলার যেসব পর্যটনকেন্দ্র উন্মুক্ত করা হয়েছে সেসব ব্যতীত উপজেলার অন্য জায়গায় পর্যটকদের গমনাগমন নিষিদ্ধ থাকবে।

খ) জেলা/উপজেলা প্রশাসনের নিবন্ধিত ট্যুর গাইড ব্যতীত ভ্রমণ করা যাবে না।

গ) পর্যটনকেন্দ্র সংশ্লিষ্ট চেকপোস্ট অথবা পর্যটন তথ্য সেবা কেন্দ্রে চাহিত তথ্য অবশ্যই সরবরাহ করতে হবে।

ঘ) পর্যটক কর্তৃক উপর্যুক্ত নির্দেশনাসমূহ অমান্য করা হলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/নিকটবর্তী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করতে হবে।

ঙ) পাহাড়ি রাস্তায় চলাচলের অনুপযোগী ও ফিটনেস বিহীন সকল যানবাহন উল্লিখিত পর্যটনকেন্দ্রসমূহে চলাচল নিষিদ্ধ থাকবে এবং পর্যটকবাহী সকল যানবাহন চলাচল নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

চ) অযাচিত যেকোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পর্যটন সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পর্যটন শিল্পের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এর আগে, গত শনিবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মেঘলা পর্যটন কেন্দ্রে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেছিলেন, ১ অক্টোবর থেকে কেওক্রাডং খুলে দেওয়া হবে।

তবে তার এক দিন পরেই ১ অক্টোবর থেকে পর্যটকরা কেওক্রাডং যেতে পারবেন না জানিয়ে তিনি বলেন, আমাদের আরো পর্যবেক্ষণ করা দরকার। খুলে দেওয়ার বিষয়ে বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করতে হয়। বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স এখনো হাতে পাইনি। সবকিছু পজিটিভ হলে আমরা গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে জানিয়ে দিব।

সোমবার গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে কেওক্রাডং পর্যটকদের জন্য উন্মুক্ত হলো।

২০২৩ সালের সশস্ত্র সংগঠন ‘কুকি-চিন’ ইস্যুকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তীতে ধাপে ধাপে রোয়াংছড়ির দেবতাখুম, থানচি তিন্দু পর্যন্ত এবং রুমার বগালেক পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। তবে, কিউক্রাডং ভ্রমণের ক্ষেত্রে এতদিন বিধিনিষেধ কার্যকর ছিল।

ঢাকা/চাই মং/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উন ম ক ত উপজ ল ভ রমণ

এছাড়াও পড়ুন:

ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ চার জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ঢাকা ছাড়াও গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

আরো পড়ুন:

মেহেরপুর সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

সান্ত্বনা বাড়ি ফিরেছেন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার আগের দিন চার জেলায় বিজিবি মোতায়েন করেছে সরকার। তবে কোথায় কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, তা জানানো হয়নি। 

বিজিবি জানায়, সম্প্রতি ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন মহাসড়কসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়ার মতো ঘটনায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি দায়িত্ব পালন করছে। যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

এর আগে গত বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।

মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে দুদিনের শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে যানবাহনে। ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। এছাড়া, বেশ কয়েকটি জেলায় সড়ক অবরোধের খবর পাওয়া গেছে।

ঢাকা/এমআর/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • ৩২ নম্বরের দিকে যাওয়া ২টি বুলডোজার আটকে দিল সেনাবাহিনী
  • শেখ হাসিনার রায়কে ঘিরে সচিবালয়ে নিরাপত্তা জোরদার
  • পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংকে আগুন, প্রভাব পড়েনি শাটডাউনের
  • এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে নিরাপত্তা জোরদার, যানবাহনের সংখ্যা কম
  • ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার, আছে সেনাবাহিনী-র‍্যাব-পুলিশ
  • মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায় ঘিরে দেশজুড়ে ‘সতর্কতা’
  • শেখ হাসিনাসহ অন্যদের মামলার রায় যা-ই হোক না কেন, তা কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন
  • শীতের শুরুতে পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত
  • পর্যটক টানতে ছাড়ের ছড়াছড়ি, নির্বাচন ঘিরে আশা-নিরাশা