নির্ভয়ে পূজা করবেন, বিএনপি আপনাদের পাশে আছে : সাখাওয়াত
Published: 29th, September 2025 GMT
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের মাধ্যমে সার্বক্ষণিক আপনাদের খোঁজখবর নিচ্ছেন।
আর প্রতিটি পূজা মন্ডপে মন্ডপে মহানগর বিএনপির নেতাকর্মীরা পাহারায় রয়েছে। আপনারা শারদীয় দুর্গাপূজা নির্ভয়ে পালন করবেন বিএনপি আপনাদের পাশে আছে।
সোমবার (২৯ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে দুপুর থেকে রাত পর্যন্ত বন্দরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, এদেশে আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ ভাবে বসবাস করি। দেশটা আমাদের, আমরা সবাই সমান। এখানে যার যার ধর্ম সে সে পালন করবে, এতে কেউ কোনো বাধা বিপত্তি করতে পারবে না।
আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। সুতরাং আমরা সবাই মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে এদেশে বসবাস করতে চাই। আপনারা শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে আপনাদের শারদীয় দূর্গোৎসব পালন করবেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র আহ্বায়ক এড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ র ব এনপ র আপন দ র
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুরের মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকত।
২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন বিলকিছ বেগমকে তাদের বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় বিলকিছের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।