মাসুদুজ্জামানকে ১১নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা
Published: 29th, September 2025 GMT
বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী নারায়ণগঞ্জ -৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগদান করায় ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১১নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
সোমবার ( ২৯ সেপ্টেম্বর ) দুপুরে পশ্চিম তল্লা এলাকায় মাসুদুজ্জামান মাসুদের নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান মডেল গ্রুপে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন তারা।
এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক এস এম দিপু, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান সুমন, কোষাধ্যক্ষ মাসুদ, সাইফুল ইসলাম আপন, জহিরুল ইসলাম রিপন, জহিরুল ইসলাম হারুনসহ অনেকেই।
এর আগে ২২ সেপ্টেম্বর ২০২৫ নারায়ণগঞ্জের সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ আনুষ্ঠানিকভাবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর হাতে ফুল তুলে দিয়ে মাসুদুজ্জামান মাসুদ দলে যোগদান করেন। পরে তিনি রুহুল কবির রিজভীর হাত থেকে সদস্যপথ গ্রহন করেন।
তখন উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) ছায়েদুল আলম বাবুল, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, জেলা যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, এবং মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ব এনপ র র রহম ন ল ইসল ম সদস য
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুরের মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকত।
২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন বিলকিছ বেগমকে তাদের বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় বিলকিছের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।