‘খাগড়াছড়িবাসী ইউপিডিফের অপরিপক্ক আন্দোলনের মাশুল গুনছে’
Published: 29th, September 2025 GMT
খাগড়াছড়ির সহিংস ঘটনার পেছনে পার্বত্য চট্টগ্রামভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) হাত রয়েছে— এমন ইঙ্গিত করে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ‘‘খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ব্যানারে যারা আন্দোলন করেছেন, তাদের ৬ নেতার সঙ্গে আমার কথা হয়েছে। তারা প্রত্যেকে ইউপিডিএফের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের অপরিপক্ক আন্দোলনের কারণে খাগড়াছড়িতে এমন সহিংস ঘটনা ঘটেছে। ফলে আন্দোলনে তৃতীয় পক্ষ সুযোগ নিয়েছে। আন্দোলন একটি ইস্যুতেই থাকা উচিৎ।’’
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঙামাটি শহরের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আরো পড়ুন:
গোপালগঞ্জের ঘটনায় সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি করবে: সেতু উপদেষ্টা
পশ্চিমবঙ্গের সহিংসতার বিষয়ে বাংলাদেশের মন্তব্য নাকচ ভারতের
পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ‘‘পাহাড়িরা সব সময় একটি স্লোগান দেয় পাহাড় থেকে ‘সেনা হঠাও’। এই দুনিয়াতে কিছু বাস্তবতা আছে, তার বাইরে আমাদের যাওয়ার সুযোগ থাকে না। এমন দিন আসবে, আমরা চাইলেও তারা (সেনাবাহিনী) এখানে থাকবে না। এমনও সময় আসবে, আমার তাদের জড়িয়ে থাকব। আবার সময় আসবে, তখন তাদের বলব, চলে যাও। সুতরাং বাস্তবতাকে বুঝতে হবে। শর্ত যখন পরিপূর্ণ হবে, তখন আমরাই অনুধাবন করব, তারা থাকবে না চলে যাবে।’’
তিনি আরো বলেন, ‘‘সব মিলে কেন ভালো দিকে এগিয়ে যেতে পারছি না। মা দুর্গার আশীর্বাদে এই প্রার্থনা করি, আমরা যে সবাই শান্তিতে, ভালোভাবে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নিয়ে থাকতে পারি। এটাই আমার কামনা ও বাসনা।’’
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড.
ঢাকা/শংকর/বকুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা
ছবি: দীপু মালাকার