দুর্গাপূজায় সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: র্যাব মহাপরিচালক
Published: 29th, September 2025 GMT
দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
আজ সোমবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শহিদুর রহমান।
র্যাব মহাপরিচালক বলেন, এবারের পূজা সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে। র্যাবের ১৫টি ব্যাটালিয়ন সারা দেশে পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা দিচ্ছে। পূজামণ্ডপে টহল দল মোতায়েন রয়েছে। গুজব ছড়িয়ে উৎসবের পরিবেশ কেউ যাতে নষ্ট করতে না পারে, সে জন্য সাদা পোশাকে গোয়েন্দা সদস্য ও সাইবার টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি করছে। যদি কোনো তথ্য আসে, যাচাইয়ের সুযোগ দিতে হবে। মিথ্যা হলে গুজবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর সত্য হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পূজা আয়োজকদের উদ্দেশে এই অতিরিক্ত আইজিপি বলেন, দিনরাত ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক রাখুন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন। বিশেষ করে নারী ও শিশুরা যেন নিরাপদে পূজামণ্ডপে আসতে পারে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
র্যাব সদর দপ্তরের তথ্য অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে র্যাব গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে।
র্যাবের ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে পর্যবেক্ষণ করছে। এ ছাড়া র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও স্পেশাল ফোর্সের কমান্ডো টিম যেকোনো নাশকতা বা উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবস থ
এছাড়াও পড়ুন:
চার দিনের ছুটিতে কক্সবাজার রুটে চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন
সাপ্তাহিক ছুটিসহ এবার শারদীয় দুর্গাপূজায় টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এ ছুটির সময়ে অনেকে ঘুরতে যান দেশের জনপ্রিয় পর্যটন স্পট কক্সবাজার সমুদ্র সৈকতসহ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন। ঢাকা-চট্টগ্রাম রুটেও চলবে বিশেষ ট্রেন।
ছুটি উদযাপনে কক্সবাজার ও চট্টগ্রামগামী যাত্রীদের সুবিধার্থে এ বিশেষ সেবা দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
আরো পড়ুন:
১ অক্টোবর থেকেই কেওক্রাডং যেতে পারবেন পর্যটকরা, মানতে হবে ৬ নির্দেশনা
বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারে উৎসবের আমেজ
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান জানিয়েছেন, টানা চার দিনের ছুটি উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চলাচল করবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টায় চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করবে ‘ঢাকা স্পেশাল’। ট্রেনটি পৌনে ৩টায় চট্টগ্রাম ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ৮টায়। চট্টগ্রাম স্পেশাল ঢাকা থেকে ছাড়বে রাত সাড়ে ১০টায়। একই শিডিউল মেনে ট্রেনটি চলবে ৪ অক্টোবর পর্যন্ত।
ট্যুরিস্ট স্পেশাল চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। বিশেষ এই ট্রেন ৩০ সেপ্টেম্বর ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছাড়বে রাত সাড়ে ১০টায়। কক্সবাজার পৌঁছাবে সকাল ৬টা ৫০ মিনিটে। কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে সকাল সাড়ে ১১টায়। একই শিডিউল মেনে ট্রেনটি ৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন চলাচল করবে।
প্রতিটি বিশেষ ট্রেনে ১৮টি বগি থাকবে। দিনে আসন থাকবে ৮৩৪টি এবং রাতের বেলায় ৭৮৯টি। ভাড়া নিয়মিত ট্রেনের মতো।
ঢাকা/রেজাউল/রফিক