জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশ দুর্নীতিমুক্ত, সুখী-সমৃদ্ধ দেশ হবে বলে মন্তব্য করেছেন দলের সুরা সদস্য ও ঢাকা জেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।   

আজ শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত খাড়াকান্দি এলাকায় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আরো পড়ুন:

নির্বাচন বিশেষজ্ঞ ও নারীদের সঙ্গে সংলাপে বসবে ইসি

ফাঁকা ক্যাম্পাসে পশু-পাখিদের পাশে রাকসুর ছাত্রদল সমর্থীত প্রার্থী

ঢাকা জেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ‘‘জামায়াতকে দেশি-বিদেশি ষড়যন্ত্র করে নিষিদ্ধ করার চেষ্টা হয়েছিল। সেই জামায়াত সারা দেশে প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচনি কার্যক্রম শুরু করেছে। যা অন্য কোনো দল এখনো পারেনি।’’  

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘‘জনগণ দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে  তাদের খেদমত করার সুযোগ করে দেবে। জনগণের খেদমত করার জন্য জামায়াতে ইসলামী সর্বদা প্রস্তুত।’’  

মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন ঢাকা-২ আসনে দলের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসানকে ভোট দেওয়ার জন্য কেরানীগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান। 

প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান বলেন, ‘‘জামায়াতে ইসলামীতে  কোনো চাঁদাবাজ পাবেন না। কোনো দুর্নীতিবাজ পাবেন না।’’ আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।  

জনসভায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আব্দুর রহিম মজুমদার, সাভার থানা জামায়াতে ইসলামীর আমির আব্দুল কাদির প্রমুখ। 
 

ঢাকা/শিপন/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম হ ম মদ র আম র ইসল ম

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে জামায়াত প্রার্থীর গণসংযোগ

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শূ’রা সদস্য প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেছেন।

শুক্রবার সিদ্ধিরগঞ্জের ১ থেকে ১০ নম্বর ওয়ার্ডে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন।

দিনব্যাপী কর্মসূচির একপর্যায়ে ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকায় পথসভা শেষে জুমার নামাজের প্রস্তুতির জন্য কর্মসূচির সাময়িক সমাপ্তি ঘোষণা করেন তিনি।

গণসংযোগে প্রিন্সিপাল ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের দল। জনগণের ভোটাধিকার হরণ করে দেশে একদলীয় শাসন কায়েম করা হয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে ন্যায়বিচারভিত্তিক ইসলামী রাজনীতিকে শক্তিশালী করতে হবে। আমাদের লক্ষ্য কেবল ক্ষমতায় যাওয়া নয়, বরং জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও সমঅধিকার প্রতিষ্ঠা করা।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতি, দুঃশাসন, দলীয়করণ ও অন্যায়ের অবসান ঘটাবে। তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে, কৃষক ও শ্রমিকের অধিকার নিশ্চিত করবে, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনবে। আমাদের রাজনীতি আল্লাহর সন্তুষ্টি ও জনগণের কল্যাণের জন্য।”

গণসংযোগে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

 

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জে জামায়াত প্রার্থীর গণসংযোগ
  • ‘দেখেছ, আগেই তো ভালো ছিলাম’—এই খেলাই তো চলছে
  • সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচনের জন্য তরুণ নেতৃত্বের বিকল্প নেই: রাশেদ খান
  • প্রধান উপদেষ্টার বক্তব্য দেশের পরিস্থিতি অস্থির করে তুলছে: ফারুক
  • ১৭ বছর এক অসুর জনগণের ভোটাধিকার হরণ করেছিল: নিপুন রায় 
  • নির্বাচিত সরকার না থাকায় অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি: আমীর খসরু
  • অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: অ্যাটর্নি জেনারেল
  • ড. ইউনূসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: অ্যাটর্নি জেনারেল
  • চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করায় এনসিপির নিন্দা