দৌড়ে রান নেওয়ার অভ্যাসটা বাড়ালে এগিয়ে যাবে বাংলাদেশের ব্যাটিং
Published: 4th, October 2025 GMT
খেলার মাঠে জয়ই শেষ কথা। কীভাবে জিতলেন তা কেউ দেখে না। গতকাল রাতে এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এশিয়া কাপে ব্যর্থতার পর এই জয় অবশ্যই স্বস্তির ও আনন্দের। তবে দুটি ম্যাচের স্কোরবোর্ডে তাকালে ব্যাটিংয়ে দু–একটি অস্বস্তির জায়গাও ফুটে ওঠে—যেগুলো ঠিক করতে পারলে বাংলাদেশের ব্যাটিংয়ের মানটা আরও ভালো হওয়া সম্ভব।
শারজায় আফগানিস্তানের বিপক্ষে দুটি ম্যাচেই রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১৫১ রান তাড়া করতে নেমে জিতেছে ৪ উইকেটে, ৮ বল হাতে রেখে। গতকাল রাতে দ্বিতীয় ম্যাচে ১৪৭ রান তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখে ২ উইকেটে জেতে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক লিটন দাসকে ছাড়াই এই সিরিজ জয়, নুরুল হাসানের দুই ম্যাচেই খেলাটা শেষ করে আসা, ছক্কা মারার সামর্থ্য বেড়ে যাওয়া—এসবই বাংলাদেশের জন্য ইতিবাচক বিষয়। দুর্দান্ত বোলিংয়ের ব্যাপারটি তো আসবেই। এশিয়া কাপ থেকে যদি বিবেচনা করা হয়, এ পর্যন্ত বাংলাদেশের খেলা ৮টি টি–টোয়েন্টির একটিতেও প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানেরা সেভাবে চড়াও হতে পারেননি। এই ৮ ম্যাচের মধ্যে প্রতিপক্ষ আগে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ ১৬৮ রান তুলতে পেরেছে (এশিয়া কাপে শ্রীলঙ্কা ও ভারত)। বোলিংয়ে বাংলাদেশ যে উন্নতি করেছে সেটি এই পরিসংখ্যানেই স্পষ্ট।
টি–টোয়েন্টি বাংলাদেশের ব্যাটসম্যানরা যতটা বড় শট খেলেন সে তুলনায় দৌড়ে রান ততটা নেন না.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কুমিল্লা ইপিজেডে ভূমিকম্পের সময় অজ্ঞান-আহত ৮০ নারী শ্রমিক
ভূমিকম্পের সময় আতঙ্কে কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) কর্মরত অন্তত ৮০ জন নারী শ্রমিক অজ্ঞান ও আহত হয়েছেন। পাঁচজন দৌড়ে কারখনা থেকে বের হতে গিয়ে আহত হন। তাদের মধ্যে ৫০ জন ইপিজেডের ভেতর অবস্থিত বেপজা হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে ৩০ জনকে।
কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, ভূমিকম্পের সময় দুটি কারখানার নারী শ্রমিকরা আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করতে গিয়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন। তবে, গুরুতর আহত হননি কেউ৷ তাদের সবাই প্রাথমিক চিকিৎসা শেষে এখন বাসায় অবস্থান করছেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানিয়েছেন, ওই হাসপাতালে অন্তত ৩০ জন শ্রমিককে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। এ সময় কুমিল্লা ইপিজেডে কর্মরত নারীরা দৌড়ে বের হতে গিয়ে আহত হন। তাদের মধ্যে অনেকে ভয়ে অজ্ঞান হয়ে অফিসের মেঝেতে পড়ে যান। তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা/রুবেল/রফিক