অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডের চিত্র দেখলে রীতিমতো বিস্ময় জন্মাবে। ওপেনিংয়ে মিচেল মার্শের ১০৩ রান। পরের পাঁচ ব্যাটসম্যান কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। সাতে নামা মিচেল ওয়েনের রান ১৪৷ অথচ তারাই কিনা টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিল নিউ জিল্যান্ডের বিপক্ষে অতি সহজে।

মাউন্ট মঙ্গানুইয়ে নিউ জিল্যান্ড আগে ব্যাটিং করে ৯ উইকেট ১৫৬ রান করে। অস্ট্রেলিয়া ১২ বল আগেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে। জয়ের পুরো কৃতিত্ব মার্শের। তার ঝড়ে স্রেফ উড়ে গেছে কিউইরা।

আরো পড়ুন:

রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের 

সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ১৪৮

৫২ বলে ৮টি চার ও ৭টি ছক্কায় ১০৩ রান করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। তার বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে তিন ম্যাচ সিরিজও ২-০ ব্যবধানে নিশ্চিত করেছে।

টি-টোয়েন্টি ক্রিকেটে মার্শের এটি প্রথম সেঞ্চুরি। ৮৮ মিনিট ক্রিজে কাটিয়ে ১৯৮ স্ট্রাইকরেটে খেলেন ইনিংসটি। তার সঙ্গে ১৩ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন শেন অ্যাবোট।

নিউ জিল্যান্ডের পেসার জিমি নিশাম ৪ উইকেট নিয়ে চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু মার্শের অপ্রতিরোধ্য ইনিংস হার মানায় সবকিছুকে।

এর আগে ব্যাটিংয়ে তাদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন টিম সেইফার্ট। ৫টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। এছাড়া মিচেল ব্রেসওয়েল ২৬ ও জিমি নিশাম ২৫ রান করেন। 

ঢাকা/ইয়াসিন/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর

এছাড়াও পড়ুন:

কুমিল্লা ইপিজেডে ভূমিকম্পের সময় অজ্ঞান-আহত ৮০ নারী শ্রমিক 

ভূমিকম্পের সময় আতঙ্কে কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) কর্মরত অন্তত ৮০ জন নারী শ্রমিক অজ্ঞান ও আহত হয়েছেন। পাঁচজন দৌড়ে কারখনা থেকে বের হতে গিয়ে আহত হন। তাদের মধ্যে ৫০ জন ইপিজেডের ভেতর অবস্থিত বেপজা হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে ৩০ জনকে। 

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, ভূমিকম্পের সময় দুটি কারখানার নারী শ্রমিকরা আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করতে গিয়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন। তবে, গুরুতর আহত হননি কেউ৷ তাদের সবাই প্রাথমিক চিকিৎসা শেষে এখন বাসায় অবস্থান করছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানিয়েছেন, ওই হাসপাতালে অন্তত ৩০ জন শ্রমিককে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। এ সময় কুমিল্লা ইপিজেডে কর্মরত নারীরা দৌড়ে বের হতে গিয়ে আহত হন। তাদের মধ্যে অনেকে ভয়ে অজ্ঞান হয়ে অফিসের মেঝেতে পড়ে যান। তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা/রুবেল/রফিক

সম্পর্কিত নিবন্ধ