সিদ্ধিরগঞ্জে তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারপত্র বিতরণ
Published: 4th, October 2025 GMT
সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: অকিল উদ্দিন ভুঁইয়া এবং সাবেক ছাত্রদল নেতা ইরফান ভুঁইয়ার নেতৃত্বে ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার জনসাধারণের মাঝে এ প্রচারপত্র বিতরণ করা হয়।
এসময় বিএনপি নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জনসাধারণকে তারেক রহমান ও খালেদা জিয়ার সালাম জানান।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য মো: অকিল উদ্দিন ভুঁইয়া বলেন, আজকে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে প্রচারপত্র বিতরণ করা হয়েছে। আমরা তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের দফাগুলো জনগণের কাছে তুলে ধরছি।
৬নং ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও মহিলাদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমাদের নির্বাচনী কার্যক্রম শেষ হবে।
সাবেক ছাত্রদল নেতা ইরফান ভুইয়া বলেন, যারা নির্বাচন নিয়ে গড়িমসি করছে তাদের সকলের সাথে আওয়ামীলীগের দোসররা জড়িত। আওয়ামী ফ্যাসিষ্ট ছাড়া নির্বাচন মানবে না এমন কেউ নেই। যাদের কাছে দেশপ্রেম আছে, জনগণের প্রতি দায়বদ্ধতা আছে তারাই নির্বাচন চাবে। নির্বাচন হল জনগণের শক্তি। তাই নির্বাচনের কোন বিকল্প নেই, নির্বাচন দিতেই হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: কামাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা দেলোয়ার হোসেন ভুঁইয়া, আলী আক্কাস, মো: সজিব ভুঁইয়া, ইমন ভুইয়া, মৃদুল, আলমগীর ও সুমনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ত র ক রহম ন ত র ক রহম ন ব এনপ র স ছ ত রদল
এছাড়াও পড়ুন:
প্রশাসনে ইসলামপন্থি রাজনৈতিক দলের লোকদের বসানো হচ্ছে: রিজভী
প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ইসলামপন্থি রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে বসানো হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারা কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৪ অক্টোবর) সকালে জিয়া উদ্যানে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) এর নবগঠিত কমিটির নেতাদের পক্ষ থেকে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ শেষে এসব কথা বলেন রিজভী।
আরো পড়ুন:
জিয়া উদ্যানের লেকে মাছের পোনা ছাড়ল ‘আমরা বিএনপি পরিবার’
অন্তর্বর্তী সরকারকে নস্যাৎ করতে পরিকল্পিত চেষ্টা চলছে: রিজভী
বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “আজ প্রশাসনের বিভিন্ন জায়গায় একটি ইসলামপন্থি রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে বসানো হচ্ছে, বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি। কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সব বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। তারা কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না। তাই আমি বলবো, আপনারা এমন ব্যক্তিদের নিয়োজিত করুন যারা নিরপেক্ষ নির্বাচন করবে। কোনো দলের আজ্ঞাবহ হবে না।”
অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার। সে কোনো দিকে হেলবে না, কোনো দিকে যাবে না এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বিএনপির এই শীর্ষ পর্যায়ের নেতা।
ফেব্রুয়ারিতে অবাধ- সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে রুহুল কবির রিজভী বলেন, “যে সময় পেয়েছেন এই সময়ের মধ্যে প্রস্তুতি গ্রহণ করা মোটেই কঠিন কোনো কাজ নয়। আমি আশা করি, নির্বাচন কমিশন সেই প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং জনগণ প্রস্তুত। জনগণ ভোট দিতে প্রস্তুত। সুতরাং নতুন কোনো ইস্যু তৈরি করে জনগণকে এবং মানুষের চোখকে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন তারাও জনগণের কাছে ধরা খেয়ে যাবেন।”
বিশ্বনেতার মূর্তি বানানো নিম্ন রুচির পরিচয়: ভারতে দুর্গাপূজায় অধ্যাপক ইউনূসের মুখাকৃতি দিয়ে ‘অসুর’ বানিয়ে ভারত নিম্ন রুচির পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী।
বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “আমরা দেখতে পেলাম যে, ভারতে অধ্যাপক ইউনূসসহ আরও কয়েকজন বিশ্ব নেতার মূর্তি বানানো হয়েছে। এগুলো অত্যন্ত নিম্ন রুচির পরিচয়, এটা একেবারেই একটা অপসংস্কৃতির পরিচয়। ভারতে আমরা শুনেছি সঙ্গীত শিল্পকলার এত চর্চা হয়, সেই দেশ এত নিম্ন রুচির পরিচয় দেবে এটা আমরা কল্পনা করতে পারি না।”
দেশে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করার জন্য নানাবিধ প্রক্রিয়া চলছে দাবি করে তিনি বলেন, “এদেশের জনগণ, এ দেশের হিন্দু মুসলমান জনগোষ্ঠী, সবাই টের পেয়েছে কোথা থেকে কী হচ্ছে। তাই সবাই একত্রিতভাবে এবারের হিন্দু ধর্মাবলম্বী মানুষদের দুর্গাপূজা হয়েছে। অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তাদের উৎসব পালন করেছে সব ষড়যন্ত্রকে প্রতিহত করে।”
তিনি বলেন, “আমাদের নেতা সুস্পষ্টভাবে বলেছেন, আমরা দীর্ঘদিন সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। তাই আমাদের মধ্যে কেউ কোনো বিভাজন তৈরি করতে পারবে না।”
এ সময় সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা