স্বীকৃত টি-টোয়েন্টিতে এর আগে একটি ফিফটি ছিল সাদমান ইসলামের। সর্বোচ্চ রান ৫৪। জাতীয় ক্রিকেট লিগে আগের ম্যাচে ৪৯ রান করেছিলেন। ফিফটি না পাওয়ার আক্ষেপ ঘুচিয়ে সাদমান এবার পেলেন সেঞ্চুরি স্বাদ।

টি-টোয়েন্টি ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরিতে বরিশাল বিভাগকে বিশাল ব্যবধানে হারিয়েছে ঢাকা মেট্রো। সাদমানের ৬১ বলে ১০১ রানের ইনিংসে ভর করে ঢাকা মেট্রো ৬ উইকেটে ১৯৭ রান করে। জবাবে বরিশাল বিভাগ ১০১ রানে অলআউট হয়। ৯৬ রানের বিশাল ব্যবধানে ঢাকা মেট্রো জয় পায়।

আরো পড়ুন:

রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের 

সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ১৪৮

ম্যাচের পুরোটা জুড়েই ছিলেন সাদমান। উইকেটের চারিপাশে দৃষ্টিনন্দন সব শটে মুগ্ধ করেন সবাইকে। ১১ চার ও চার ছক্কায় ১৬৫ স্ট্রাইকরেটে সাজান ইনিংসটি।

২০১৫ সালে স্বীকৃত টি-টোয়েন্টিতে তার পথ চলা শুরু। কিন্তু ১০ বছরে মাত্র ২১টি ম্যাচ খেলেছেন বাঁহাতি ওপেনার। জাতীয় দলে খেললেও বিপিএলে শেষ তিন বছরে পাননি দল। ৪৫ গড়ে এবার ৪ ম্যাচে ১৮২ রান করছেন।

সাদমানকে ওপেনিংয়ে সঙ্গ দেন মাহফিজুল ইসলাম রবিন। দুজন ১৭৭ রানের জুটি গড়েন। মাহফিজুল ৪৯ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৭৯ রান করেন।

বরিশালের বোলারদের মধ্যে ৪ উইকেট নিয়ে সেরা ছিলেন ইফতিকার হোসেন। এদিকে ব্যাটিং নিয়ে নিয়মিত ভুগছে বরিশাল। আজও তার ব্যতিক্রম হয়নি। ওপেনিং এ আজমির সর্বোচ্চ ২৬ রান করেন। এছাড়া ফজলে মাহমুদ ১৬, জাহিদুজ্জামান ১৮ রান করেন। বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে।

বল হাতে ঢাকা মেট্রোর সেরা মারুফ মৃধা। ১৫ রানে ৩ উইকেট নেন তিনি। ২টি করে উইকেট নেন আবু হায়দার রনি ও রাকিবুল হাসান।

ছয় ম্যাচে ঢাকা মেট্রো এটি তৃতীয় জয়। বরিশালের সমান ম্যাচে পঞ্চম হার। 

ঢাকা/ইয়াসিন/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স দম ন বর শ ল র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

কুমিল্লা ইপিজেডে ভূমিকম্পের সময় অজ্ঞান-আহত ৮০ নারী শ্রমিক 

ভূমিকম্পের সময় আতঙ্কে কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) কর্মরত অন্তত ৮০ জন নারী শ্রমিক অজ্ঞান ও আহত হয়েছেন। পাঁচজন দৌড়ে কারখনা থেকে বের হতে গিয়ে আহত হন। তাদের মধ্যে ৫০ জন ইপিজেডের ভেতর অবস্থিত বেপজা হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে ৩০ জনকে। 

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, ভূমিকম্পের সময় দুটি কারখানার নারী শ্রমিকরা আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করতে গিয়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন। তবে, গুরুতর আহত হননি কেউ৷ তাদের সবাই প্রাথমিক চিকিৎসা শেষে এখন বাসায় অবস্থান করছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানিয়েছেন, ওই হাসপাতালে অন্তত ৩০ জন শ্রমিককে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। এ সময় কুমিল্লা ইপিজেডে কর্মরত নারীরা দৌড়ে বের হতে গিয়ে আহত হন। তাদের মধ্যে অনেকে ভয়ে অজ্ঞান হয়ে অফিসের মেঝেতে পড়ে যান। তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা/রুবেল/রফিক

সম্পর্কিত নিবন্ধ