প্রথম পাঁচ বলে রানই পাননি। ষষ্ঠ বলে ব্যাট থেকে আসে প্রথম রান, আর সেটিই ছক্কা। ছক্কা মেরে রানের খাতা খোলা হারজাস সিং এরপর যা করলেন, তা অবিশ্বাস্য।

খেললেন মাত্র ১৪১ বল, করলেন ৩১৪ রান! ট্রিপল সেঞ্চুরির সেই ইনিংসে চার মাত্র ১২টি, ছক্কা ৩৪টি। এর অনেকগুলোই উড়ে গেছে মাঠের বাইরে। হারিয়ে গেছে বলও।

হারিয়ে যাওয়া বলগুলোর মোট মূল্য প্রায় ২ হাজার অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা)।

২০ বছর বয়সী হারজাস ধুমধাড়াক্কা ইনিংসটি খেলেছেন নিউ সাউথ ওয়েলস ফার্স্ট গ্রেড ক্রিকেটে। সিডনির শীর্ষ ওয়ানডে প্রতিযোগিতাটিতে আজ ওয়েস্টার্ন সাবআর্বসের হয়ে সিডনি ক্রিকেট ক্লাবের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। ভারতীয় বংশোদ্ভূত হারজাস গত বছর অস্ট্রেলিয়ার হয়ে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে খেলেছেন।

অ্যাশফিল্ডের প্রাটেন পার্কে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ওয়েস্টার্ন সাবআর্বস করে ৫ উইকেটে ৪৮৩ রান, যা অস্ট্রেলিয়ার প্রিমিয়ার ফার্স্ট গ্রেড ক্রিকেট ইতিহাসে দলগত সর্বোচ্চ। আর এই রেকর্ডে বড় অবদান হারজাসের ট্রিপল সেঞ্চুরির। তাঁর দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান মাত্র ৩৭।

তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে হারজাস মাঠে নামেন ১১তম ওভারে। শুরুটা ছিল ধীরগতির। সেঞ্চুরিতে পৌঁছাতে লেগেছে ৭৪ বল, ইনিংসের সেটি ৩৫তম ওভার। এরপর রান করেছেন ঝোড়ো গতিতে—সেঞ্চুরির পরের ২১৪ রান এসেছে মাত্র ৬৭ বলে। ২৮৩ রানে থাকা অবস্থায় টানা তিন ছয়ে ৩০১–এ পৌঁছান ব্যক্তিগত ১৩২ বলে। ইনিংসের শেষ ওভারে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে তাঁর নামের পাশে ৩৪ ছক্কায় গড়া ৩১৪ রানের ইনিংস।

২০২৪ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে খেলেছিলেন হারজাস সিং.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাতে এক ঘণ্টার ব্যবধানে সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন

ঢাকার ধামরাই ও সাভার উপজেলায় রাতে প্রায় এক ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় কেউ হতাহত হননি।

রোববার রাত আনুমানিক ১০টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডের কাছে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে দুটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি এসে ডি–লিংক পরিবহনের পার্ক করা একটি বাসের পেছনের জানালা ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দেয়। এরপর মোটরসাইকেল নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। পরে স্থানীয় লোকজন পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে বাসের ভেতরের অধিকাংশ আসন পুড়ে গেছে।

নৈশপ্রহরী ফারুক বলেন, তিনজন এসে প্রথমে বাসে ইট মারে। পরে গানপাউডার দিয়ে আগুন লাগিয়ে দ্রুত চলে যায়। এরপর উপজেলা সড়কের দিকে পালিয়ে যায়।

ধামরাই ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, রাত ১০টা ১৫ মিনিটে সংবাদ পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। বাসের ভেতরে পেছন দিক থেকে আগুন লাগানো হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে গানপাউডার ব্যবহার করা হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, পার্ক করা বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।

এর প্রায় আধা ঘণ্টা পর সাভারের বিরুলিয়া বেড়িবাঁধসংলগ্ন বটতলা এলাকায় অন্য একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সাভার মডেল থানার পুলিশ জানায়, রাত সাড়ে আটটার দিকে আলিফ পরিবহনের বাসটি পার্ক করে বাড়িতে খাবার খেতে যান মালিক আমজাদ হোসেন। রাত পৌনে ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভান।

আমজাদ হোসেন বলেন, পুরো বাসটাই পুড়ে গেছে। এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আবদুল ওয়াহাব বলেন, বাসের মালিক নিজেই চালক। ঋণ করে বাসটি কেনা হয়েছিল। রাতে বাসটি রেখে তিনি খাবার খেতে যান। পার্ক করা বাসে কে বা কারা আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • সলিল চৌধুরীর ১০০ বছর, সুরের জাদুকরকে কতটা চেনেন
  • অলরাউন্ড নেওয়াজ জেতালেন পাকিস্তানকে
  • স্বামীর জন্য পাঞ্জাবির নকশা করতে গিয়ে শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা
  • দুপুরে মা ভাত নিয়ে এসে দেখেন ছেলে নেই, সন্ধ্যায় পুকুরে মিলল লাশ
  • ভেঙে গেল মীরার তৃতীয় সংসার
  • আলো দেখাচ্ছেন দৃষ্টিহীন তরুণ 
  • বাস ধুয়েমুছে চালকের সহকারী ওয়াশরুমে গিয়েছিলেন, ফিরে দেখেন আগুন জ্বলছে
  • ‘বাসটির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে, এরপর আর কিছু মনে নেই’
  • রেলের ৭ লাখ টাকার যন্ত্র ২৭ হাজারে বানালেন তিনি
  • রাতে এক ঘণ্টার ব্যবধানে সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন