বলিউড তারকা রেখাকে ঘিরে আজও অনেক গল্প চর্চিত। বলিউডে তাঁর অভিনয় ও সিনেমা যেমন ছিল আলোচনায়, তেমনি তাঁর ব্যক্তিগত জীবনও ছিল বৈচিত্র্যে ভরা। বিশেষ করে রেখার প্রেম নিয়ে বলিউডে এখনো আলোচনা চলে। অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্ক যেমন একসময় সংবাদপত্রের পাতায় শিরোনাম হয়েছে, তেমনি আশির দশকে পাকিস্তানের এক তারকা ক্রিকেটারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়েও গুঞ্জন ছিল বলিউড পাড়ায়। তিনি আর কেউ নন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শোনা যায়, মুম্বাইয়ে কয়েক সপ্তাহ একসঙ্গে কাটিয়েছিলেন তাঁরা, সমুদ্রসৈকতে ঘন ঘন একসঙ্গে দেখা যেত দুজনকে। এমনকি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও দাবি উঠেছিল সে সময়।

আজ ইমরান খানের জন্মদিন। ৭২ বছরে পা রাখলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক ক্রিকেট কিংবদন্তি। ক্রিকেট, রাজনীতি আর ব্যক্তিজীবনের অজস্র ওঠানামার ভিড়ে রেখার সঙ্গে সেই রহস্যময় সম্পর্ক এখনো আলোচনার অংশ হয়ে আছে। এই তো কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ১৯৮৫ সালের একটি পুরোনো প্রতিবেদন।

সেখানেই দাবি করা হয়, ইমরান খান–রেখার প্রেম ছিল। বিয়ের দিকেও নাকি যাচ্ছিল সে সম্পর্ক। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সে খবর নতুন করে প্রচার করে। শুধু কি রেখা? বলিউডের বেশ কজন অভিনেত্রীর সঙ্গে তাঁর প্রেমের কাহিনি বিভিন্ন সময় সামনে এসেছে। কারা তাঁরা? ইমরান খানের জন্মদিনে আজ সেইসব দিনের কিছু গল্প জানব।

অনেকে বলেছিলেন, মা-ও চাইতেন ইমরান তাঁদের পরিবারের অংশ হয়ে উঠুক। তবে শেষ পর্যন্ত বিয়ে হয়নি। রেখা কখনো প্রকাশ্যে এই সম্পর্ক নিয়ে কিছু বলেননি। অন্যদিকে ইমরান খান সংবাদমাধ্যমে নাকি ঠিক এভাবে মন্তব্য করেছিলেন, ‘আমি তাঁর (রেখা) সঙ্গে কিছু সময় কাটিয়েছি, তবে সামনেই এগোতে চাই। কোনো সিনেমার নায়িকাকে বিয়ে করার কথা আমি ভাবতেই পারি না।’

রহস্যময় সম্পর্ক
আশির দশকে ইমরান খানের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। পাকিস্তান ছাড়িয়ে ভারতে তাঁর অগণিত ভক্ত। মুম্বাইয়ের পার্টি থেকে সমুদ্রসৈকত—যেখানেই গেছেন, প্রায়ই সঙ্গী হয়েছেন বলিউডের চিরসবুজ নায়িকা রেখা। স্বাভাবিকভাবেই শুরু হয় কানাঘুষা—তাঁরা কি কেবল বন্ধু, নাকি আরও কিছু? সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ১৯৮৫ সালে মুম্বাইয়ে কয়েক সপ্তাহ অবস্থান করেছিলেন ইমরান। তখন প্রায়ই দেখা যেত তাঁকে রেখার সঙ্গী হয়ে। যাঁরা তাঁদের কাছ থেকে দেখেছিলেন, তাঁদের ধারণা হয়েছিল—বন্ধুত্বের বাইরে গিয়ে সত্যিই প্রেম ফুটে উঠছে।

মায়ের ইচ্ছা, জ্যোতিষীর পরামর্শ
এক প্রতিবেদনে দাবি করা হয়, রেখার মা পুষ্পাবল্লী নাকি ইমরান খানের বড় ভক্ত ছিলেন। এমনকি মেয়ের ভাগ্য যাচাই করতে দিল্লির এক জ্যোতিষীর কাছেও গিয়েছিলেন তিনি।

অনেকে বলেছিলেন, মা-ও চাইতেন ইমরান তাঁদের পরিবারের অংশ হয়ে উঠুক। তবে শেষ পর্যন্ত বিয়ে হয়নি। রেখা কখনো প্রকাশ্যে এই সম্পর্ক নিয়ে কিছু বলেননি। অন্যদিকে ইমরান খান সংবাদমাধ্যমে নাকি ঠিক এভাবে মন্তব্য করেছিলেন, ‘আমি তাঁর (রেখা) সঙ্গে কিছু সময় কাটিয়েছি, তবে সামনেই এগোতে চাই। কোনো সিনেমার নায়িকাকে বিয়ে করার কথা আমি ভাবতেই পারি না।’

‘সিলসিলা’ সিনেমায় রেখা। আইএমডিবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইমর ন খ ন র

এছাড়াও পড়ুন:

কঙ্কনার সঙ্গে বিচ্ছেদ ও সম্পর্ক নিয়ে মুখ খুললেন রণবীর

বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। ভালোবেসে অভিনেতা রণবীর শোরের সঙ্গে ঘর বেঁধেছিলেন। এ সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। পাঁচ বছর আগে ভেঙে যায় তাদের সংসার। বিবাহবিচ্ছেদ, ডেটিং-জীবন ও প্যারেন্টিং নিয়ে মুম্বাই মিররকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন এই অভিনেতা।

সংসার ভাঙার পরের সময় কারো জন্যই সুখকর সময় নয়। রণবীর শোরের ক্ষেত্রেও ব্যতিক্রম ছিল না। যার ফলে কঙ্কনার সঙ্গে আলাদা হওয়ার পর থেরাপির সাহায্য নিয়েছিলেন রণবীর শোরে; যা তার ব্যক্তিগত উন্নতির জন্য প্রয়োজন ছিল। 

আরো পড়ুন:

কৃত্রিম ব্রেস্ট অপসারণ: শার্লিন বললেন, প্রজাপতির মতো লাগছে

অসম প্রেমের গল্প: বক্স অফিসে কতটা জমেছে অজয়-রাকুলের রসায়ন?

এ বিষয়ে রণবীর শোরে বলেন, “ডিভোর্সের পর একক বাবা হিসেবে আমার প্রয়োজনগুলো এখন ভিন্ন। আমি বিশ্বাস করি, আমাদের আলাদা হওয়ার সময়টি পুত্রের জন্য ঠিক ছিল। কারণ তখন তার (পুত্র হারুন) বয়স ছিল মাত্র চার এবং সে তুলনামূলকভাবে কম মানসিক আঘাত নিয়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পেরেছে।”

প্রাক্তন জীবনসঙ্গীর সঙ্গে সীমারেখা বজায় রাখার বিষয়ে রণবীর শোরে বলেন, “এতটা যোগাযোগ রাখা ঠিক নয়, যাতে আপনার বর্তমান সঙ্গীর অস্বস্তি হয়। আমি মোটেও তার পক্ষে নই। অবশ্যই, কারো সঙ্গে কখনো সম্পর্কে থাকলে, বিচ্ছেদের পর রাস্তায় দেখা হলে ‘হাই’ না বলে যাওয়া ঠিক নয়। কিন্তু হ্যাঁ, আমার মনে হয় না, এমনটা হওয়া উচিত যে প্রাক্তনও পরিবারের অংশ হয়ে থাকে।”

ডিভোর্সের পর ডেটিং অ্যাপ ব্যবহার করেছেন রণবীর শোরে। তা জানিয়ে তিনি বলেন, “হ্যাঁ, আমি ডেটিং অ্যাপ ব্যবহার করি। কার জন্য কেমন জীবনসঙ্গী প্রয়োজন, তা মানুষ ভেদে আলাদা। আমার ক্ষেত্রে, ডিভোর্স হওয়ার পর সিঙ্গেল বাবা হিসেবে প্রয়োজনগুলো ৩০ বছর বয়সি ব্যক্তির চেয়ে আলাদা।”

সিনেমার শুটিং সেটে রণবীর শোরের সঙ্গে কঙ্কনা সেন শর্মার প্রেমের সম্পর্কের সূচনা। ২০০৬ সালে ‘মিক্সড ডাবলস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। এরপর চার বছর প্রেম করার পর ২০১০ সালে সম্পর্ক নিয়ে মুখ খুলেন কঙ্কনা-রণবীর। তারপর দ্রুত বাগদান সেরে বিয়েও করে নেন তারা। বিয়ের ৬ মাসের মধ্যে পুত্র সন্তানের জন্ম দেন কঙ্কনা। ২০১৫ সালে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন রণবীর-কঙ্কনা। ২০২০ সালে আইনিভাবে বিচ্ছেদ হয় তাদের।

প্রথম সংসার ভাঙার পর একা জীবনযাপন করে আসছিলেন কঙ্কনা সেন শর্মা। গত বছরের মাঝামাঝি সময়ে জানা যায়, নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় অভিনেতা অমল পরশরের সঙ্গে প্রেম করছেন কঙ্কনা সেন শর্মা। 

মজার বিষয় হলো, কঙ্কনা সেনের প্রাক্তন স্বামী রণবীর শোরে মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) এক মন্তব্যে কঙ্কনার নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর তথ্যটি নিশ্চিত করেন। পরবর্তীতে বহুবার একসঙ্গে দেখা গেছে কঙ্কনা-অমলকে। তবে রণবীর শোরে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ফুসফুসের রোগ সিওপিডি সম্পর্কে যা জানা দরকার
  • জয়ার ‘কমফোর্ট জোন’ আবির
  • একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন বগুড়ার আঁখি
  • ক্যানসার রোগীদের পাশে
  • সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ
  • জামিনের পর মামলা নিয়ে মেহজাবীনের বিবৃতি
  • কঙ্কনার সঙ্গে বিচ্ছেদ ও সম্পর্ক নিয়ে মুখ খুললেন রণবীর