চলে গেলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিশ্বকাপ জেতা অলরাউন্ডার
Published: 6th, October 2025 GMT
অনেক কিংবদন্তির ভিড়ে তাঁর নামটা একটু আড়ালেই থেকে যেত, থেকে গেছে। তবে ১৯৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজের প্রথম বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল বার্নার্ড জুলিয়েনের। বাঁহাতি পেস, আক্রমণাত্মক ব্যাটিং আর প্রাণবন্ত ফিল্ডিং মিলিয়ে তিনি ছিলেন দারুণ এক অলরাউন্ডার। সেই জুলিয়েন অন্যলোকে চলে গেলেন গতকাল। উত্তর ত্রিনিদাদের ভালসেইন শহরে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি, তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে ২৪ টেস্ট ও ১২ ওয়ানডেতে খেলেছেন জুলিয়েন। ৫০ বছর আগে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন দুর্দান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে নিয়েছিলেন ২০ রানে ৪ উইকেট, সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৭ রানে ৪ উইকেট। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন ৩৭ বলে ২৬ রানের ঝলমলে ইনিংস। সেই টুর্নামেন্টেই গড়ে উঠেছিল তাঁর ‘অলরাউন্ড’ খ্যাতি।
বার্নার্ড জুলিয়েনকে ঘিরে সমর্থকদের উল্লাস.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উপদেষ্টা আসছেন, সড়কে মেরামত কাজে তড়িঘড়ি
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে দীর্ঘদিনের যানজট নিরসনে সরাইল বিশ্বরোড এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ মেরামত কাজ শুরু করেছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের আগমন উপলক্ষে তড়িঘড়ি করে ইট বিছানো হচ্ছে। স্থানীয়রা বলছেন, এটি অর্থের অপচয়। তবে সওজ বলছে, এটি স্থায়ী সমাধানের অংশ। ব্রাহ্মণবাড়িয়া অংশে চার লেন প্রকল্পের কাজ আট বছর ধরে চলছে।