চলে গেলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিশ্বকাপ জেতা অলরাউন্ডার
Published: 6th, October 2025 GMT
অনেক কিংবদন্তির ভিড়ে তাঁর নামটা একটু আড়ালেই থেকে যেত, থেকে গেছে। তবে ১৯৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজের প্রথম বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল বার্নার্ড জুলিয়েনের। বাঁহাতি পেস, আক্রমণাত্মক ব্যাটিং আর প্রাণবন্ত ফিল্ডিং মিলিয়ে তিনি ছিলেন দারুণ এক অলরাউন্ডার। সেই জুলিয়েন অন্যলোকে চলে গেলেন গতকাল। উত্তর ত্রিনিদাদের ভালসেইন শহরে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি, তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে ২৪ টেস্ট ও ১২ ওয়ানডেতে খেলেছেন জুলিয়েন। ৫০ বছর আগে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন দুর্দান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে নিয়েছিলেন ২০ রানে ৪ উইকেট, সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৭ রানে ৪ উইকেট। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন ৩৭ বলে ২৬ রানের ঝলমলে ইনিংস। সেই টুর্নামেন্টেই গড়ে উঠেছিল তাঁর ‘অলরাউন্ড’ খ্যাতি।
বার্নার্ড জুলিয়েনকে ঘিরে সমর্থকদের উল্লাস.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কুমিল্লা ইপিজেডে ভূমিকম্পের সময় অজ্ঞান-আহত ৮০ নারী শ্রমিক
ভূমিকম্পের সময় আতঙ্কে কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) কর্মরত অন্তত ৮০ জন নারী শ্রমিক অজ্ঞান ও আহত হয়েছেন। পাঁচজন দৌড়ে কারখনা থেকে বের হতে গিয়ে আহত হন। তাদের মধ্যে ৫০ জন ইপিজেডের ভেতর অবস্থিত বেপজা হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে ৩০ জনকে।
কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, ভূমিকম্পের সময় দুটি কারখানার নারী শ্রমিকরা আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করতে গিয়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন। তবে, গুরুতর আহত হননি কেউ৷ তাদের সবাই প্রাথমিক চিকিৎসা শেষে এখন বাসায় অবস্থান করছেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানিয়েছেন, ওই হাসপাতালে অন্তত ৩০ জন শ্রমিককে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। এ সময় কুমিল্লা ইপিজেডে কর্মরত নারীরা দৌড়ে বের হতে গিয়ে আহত হন। তাদের মধ্যে অনেকে ভয়ে অজ্ঞান হয়ে অফিসের মেঝেতে পড়ে যান। তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা/রুবেল/রফিক