নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনার তালতলী উপজেলা মৎস্য অফিসের মাঠ সহায়ক আবুল কাসেম রিঙ্কু ও তার বাবা উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জলিল ফকিরের বিরুদ্ধে সমুদ্রে ইলিশ মাছ শিকারের অভিযোগ উঠেছে।

সমুদ্র থেকে শিকার করা বেশ কয়েক মণ ইলিশ মাছ রিঙ্কুর নেতৃত্বে সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা আটক করে। ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোরব থেকে দেশের নদী-সমুদ্রে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময়ে ইলিশ ধরা, পরিবহন, কেনাবেচা বন্ধ থাকবে।   

আরো পড়ুন:

মা ইলিশ রক্ষায় বরিশালে অভিযান শুরু

মা ইলিশ রক্ষায় বিমান বাহিনী ড্রোন দিয়ে কাজ করবে: উপদেষ্টা 

রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশগুলো আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার সোনাকাটা গ্রামের বাসিন্দা আবুল কাসেম রিঙ্কু ও তার বাবা জলিল ফকিরের দুটি ট্রলার সরকারি নির্শেনা অমান্য করে নিষেধাজ্ঞা শুরুর আগের দিন শুক্রবার (৩ অক্টোবর) রাতে ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ইলিশ শিকারের উদ্দেশ্যে সমুদ্রে যায়।

স্থানীয় জেলেরা অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা জলিল ফকির ও তার ছেলে রিঙ্কু সাগরে ইলিশ মাছ শিকার করেছেন।  

রবিবার (৫ অক্টোবর) গভীর রাতে ইলিশ মাছ নিয়ে ওই ট্রলার দুটি ফকিরহাট ঘাটে আসে। পরে ট্রলারের লোকজন ইলিশ মাছ ড্রামে ও বস্তায় ভরে রিঙ্কুর মৎস্য আড়তে রাখে। স্থানীয় জেলে আমির হোসেন ও রুবেল আড়তে বস্তায় ভরে রাখা ইলিশ আটক করে। তখন তারা উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাননি। রাতে আড়ত থেকে ম্যানেজার আল আমিন, জলিল ফকির ও রিঙ্কু মাছ সরিয়ে ফেলে।

জেলে আমির হোসেন ও রুবেল বলেন, ‘‘ট্রলারের শব্দ পেয়ে মৎস্য ঘাটে এসে দেখি রিঙ্কু ও তার বাবার দুটি ট্রলারে অনেক ইলিশ মাছ। ট্রলারের জেলেরা ওই মাছ বস্তা ও ড্রামে ভরে রিঙ্কুর আড়তে নেয়। আমরা এর প্রতিবাদ করি। ওই মাছ রাতে তাদের বাড়িতে নিয়ে যায়।’’

রিঙ্কুর আড়তের ম্যানেজার আল আমিন বলেন, ‘‘এই মাছ অনেক আগের। রাতে আড়ৎ থেকে মাছ সরিয়ে ফেলা হয়েছে।’’

অভিযোগের বিষয়ে রিঙ্কু বলেন, ‘‘আমার বাবার ইলিশ মাছের ব্যবসা আছে। রাজনৈতিকভাবে হেনস্থা করতে আমাকে জড়ানো হয়েছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।’’

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, ‘‘আমি নদীতে টহলে ছিলাম। সোমবার (৬ অক্টোবর) সকালে শুনেছি, আমার অফিসের মাঠ সহায়ক আবু কাসেম রিঙ্কু ও তার বাবার দুটি ট্রলার সাগর থেকে ইলিশ মাছ শিকার করে ঘাটে এসেছে।’’

তিনি আরো বলেন, ‘‘আমার অফিসের কেউ অনিয়ম করলে আমি এর দায়ভার নেব না। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খাঁন বলেন, ‘‘বিষয়টি আমি জেনেছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/ইমরান/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মৎস য ত লতল উপজ ল

এছাড়াও পড়ুন:

আগামীকাল চট্টগ্রামে শুরু হচ্ছে এসইও ও এআই নিয়ে সম্মেলন

সারা বিশ্বে ডিজিটাল বিপণন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের ডিজিটাল জনশক্তিকে বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে আগামীকাল শনিবার চট্টগ্রামের সিটি গেট এলাকার সুজানা স্কয়ারে শুরু হচ্ছে এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) এবং এআই নিয়ে সম্মেলন। দিনব্যাপী এ সম্মেলনে সারা দেশ থেকে প্রায় চার শতাধিক এসইও পেশাজীবী, ফ্রিল্যান্সার, আইটি উদ্যোক্তা এবং ডিজিটাল বিপণন বিশেষজ্ঞরা অংশ নেবেন। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সম্মেলনের আয়োজক প্রতিষ্ঠান জায়ান্ট মার্কেটার্স।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মেলনে একাধিক সেশন, প্যানেল আলোচনা, কেস স্টাডি এবং প্রশ্নোত্তর পর্ব আয়োজন করা হবে। এসব পর্বে এসইও ও এআই প্রযুক্তির সমন্বয়ে কীভাবে অনলাইন ব্যবসা ও ক্যারিয়ারের উন্নয়ন করা যায়, সে বিষয়ে আলোচনার পাশাপাশি সফল হওয়ার দিকনির্দেশনা দেওয়া হবে।

সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরে জায়ান্ট মার্কেটার্সের প্রতিষ্ঠাতা মাসুম বিল্লাহ ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশের তরুণেরা আজ দক্ষতার সঙ্গে সারা বিশ্বে কাজ করে যাচ্ছেন। আগামী দিনের কাজের বাজারে এআই হবে প্রধান শক্তি। এই সম্মেলনের মাধ্যমে আমরা দেশের তরুণদের এক প্ল্যাটফর্মে এনে ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে চাই।’

সম্মেলনের সহ-আয়োজক এআই অটোমেটিকের প্রতিষ্ঠাতা আবদুল আউয়াল বলেন, ‘এই সম্মেলন শুধু শেখার জায়গা নয়, বরং এটি অভিজ্ঞতা বিনিময় ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরির একটি বড় মাধ্যম। দেশের প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

সম্পর্কিত নিবন্ধ