ঝিনাইদহে শিবির কর্মী হত্যা, জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগসহ পৃথক চার মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন) সাধারণ সম্পাদকসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে আসামিরা ঝিনাইদহ সদর, হরিণাকুন্ডু ও কালীগঞ্জ আমলি আদালতে হাজির হয়ে পৃথক চারটি মামলায় জামিন প্রার্থনা করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া তিনজন হলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ (৩৮), হরিণাকুন্ডু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন (৪৫) ও আওয়ামী লীগ কর্মী রাকিবুল হোসেন (৩৭)।

ঝিনাইদহ আদালতের পরিদর্শক মুক্তার হোসেন বলেন, ‘‘আসামিরা আত্মসমর্পণ করলে হরিণাকুণ্ডু আমলি আদালতের বিচারক রুমানা আফরোজ ও কালীগঞ্জ আমলি আদালতের বিচারক ওয়াজিদুর রহমান হত্যাসহ পৃথক চারটি মামলায় তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’’

ঢাকা/শাহরিয়ার/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ঝ ন ইদহ

এছাড়াও পড়ুন:

শিশুর মেধা বিকাশে তার কাজের প্রশংসা করতে হবে, উৎসাহ দিতে হবে

একজন মা যখন দেখতে পান তাঁর সন্তানের মধ্যে প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা রয়েছে, তখন তিনি ভীষণভাবে মর্মাহত হন। তাই বলে হাল ছেড়ে দিলে হবে না। সাহস নিয়ে সেসব প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা দূর করার চেষ্টা করতে হবে। প্রতিবন্ধী শিশুরাও কিন্তু কোনো না কোনোভাবে মেধাবী। তাদের সক্ষমতা আছে, ক্ষমতা আছে; তবে আমাদের মতো নয় একটু ভিন্নভাবে।

বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে সোমবার ঢাকার সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। প্রতিবছরের ৬ অক্টোবর বিশ্ব সেরিব্রাল পালসি দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে সিআরপির শিশু বিভাগ এবং উইলিয়াম অ্যান্ড মেরী টেইলর স্কুল জনসচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান পৃষ্ঠপোষকতায় ছিল ফারাজ হোসেন ফাউন্ডেশন।

চিকিৎকদের ভাষায় সেরিব্রাল পালসি বলতে বোঝায়, শিশুর মস্তিষ্কের স্থিতিশীল কোনো সমস্যা, যা তার চলাফেরা ও দেহের সঠিক ভঙ্গিতে থাকায় সমস্যা সৃষ্টি করছে। বিভিন্ন সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশে প্রতি হাজারে প্রায় ৩ দশমিক ৪ জন সেরিব্রাল পালসিতে আক্রান্ত।

দিবসটি উপলক্ষে সকাল ৯টার দিকে সিআরপির বাস্কেটবল খেলার মাঠ থেকে জনসচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। ‘অনন্য ও ঐক্যবদ্ধ’ (ইউনিক অ্যান্ড ইউনাইটেড) স্লোগানকে ধারণ করে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) শিশুবিশেষজ্ঞ এবং ইমেরিটাস বিজ্ঞানী জেনা দেরাখশানি হামাদানি। শোভাযাত্রায় সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর, নির্বাহী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেনসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি প্রতিষ্ঠানটির বিভিন্ন ভবনের সামনে দিয়ে ঘুরে রেডওয়ে হলের সামনে এসে শেষ হয়। পরে বেলা ১১টার দিকে রেডওয়ে হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে সাভারের সিআরপিতে আয়োজিত আলোচনা সভায় অতিথিরা

সম্পর্কিত নিবন্ধ