শেষ চারের চার দলকে পেয়ে গেছে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি। সিলেটে আজ ঢাকা মহানগরকে ৩ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে শেষ চারে উঠেছে রংপুর বিভাগ। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচের আগে মহানগরের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে ছিল রংপুর। আজ ম্যাচ জিতে পয়েন্ট সমান করে নেট রান রেটেও মহানগরকে পেছনে ফেলেছে আকবর আলীর দল।

আগে ব্যাটিং করে পুরো ২০ ওভার খেলে মহানগর ৮ উইকেট হারিয়ে করতে পারে ৯০ রান। এই রান পেরোতে ৭ উইকেট হারালেও ১১ ওভারেই জয় পেয়ে যায় রংপুর। তাতে নেট রান রেট নিয়ে সব দুশ্চিন্তা দূর হয়ে যায় দলটির। রানতাড়ায় রংপুরের হয়ে ২২ বলে সর্বোচ্চ ২৬ রান করেছেন জাহিদ জাভেদ।

৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ হওয়া রংপুরকে খেলতে হবে এলিমিনেটর। বৃহস্পতিবার সেই ম্যাচে রংপুরের প্রতিপক্ষ কারা, সেটি নির্ধারিত হবে আগামীকাল। দলটির সম্ভাব্য প্রতিপক্ষ চট্টগ্রাম, খুলনা কিংবা ঢাকা বিভাগ। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা চট্টগ্রাম আগামীকাল খেলবে ৮ পয়েন্ট নিয়ে তিনে থাকা ঢাকা বিভাগের বিপক্ষে। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা খুলনা ও প্রথম পর্ব থেকেই বাদ পড়ে যাওয়া সিলেট।

চট্টগ্রাম ও খুলনা জিতলে এই দুই দল প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। সে ক্ষেত্রে এলিমিনেটরে রংপুরের প্রতিপক্ষ হবে ঢাকা বিভাগ। চট্টগ্রাম ও খুলনা দুই দলই হেরে গেলে নেট রান রেটে নির্ধারিত হবে এই দুই দলের মধ্যে কারা এলিমিনেটর খেলবে, সেটি। তবে ঢাকা চট্টগ্রামকে হারালে আর খুলনা জিতলে এলিমিনেটর হবে চট্টগ্রাম-রংপুরের মধ্যে।

আরও পড়ুনপাকিস্তান অধিনায়ক বললেন ‘টেল’, ম্যাচ রেফারি শুনলেন ‘হেড’৪ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘চতুর্থ শ্রেণি থেকেই খেলোয়াড় বাছাই শুরু করেছে বিসিবি’

রংপুরের মাঠ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য কতটা উপযোগী, তা সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর ক্রিকেট গার্ডেন মাঠ ঘুরে দেখে তিনি।

সেখানে খেলোয়াড় ও তাদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় শেষ সাংবাদিকদের আসিফ আকবর বলেন, “মাঠ আছে, কিন্তু ফ্যাসিলিটির ঘাটতি এখনো বড় বাধা। বয়সভিত্তিক খেলোয়াড় তৈরির লক্ষ্যে স্কুল ও মাদরাসা পর্যায়ে কাজ চলছে। চতুর্থ শ্রেণি থেকেই খেলোয়াড় বাছাই শুরু করেছে বিসিবি।”

আরো পড়ুন:

ভালোবাসা, গর্বে মোড়ানো মুশফিকের ‘একশ’ টেস্ট

অস্ট্রেলিয়ার অ্যাশেজ একাদশ ঘোষণা, নতুন দুই মুখের অভিষেক

তিনি বলেন, “আপাতত সবচেয়ে বড় সংকট সীমিত মাঠ। এজন্য মাঠের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজন একটি পূর্ণাঙ্গ ইয়ার ক্যালেন্ডার। যেহেতু সম্পদ সীমিত, তাই পরিকল্পিতভাবে মাঠ ব্যবহারের ব্যবস্থা করতে হবে। ক্যালেন্ডার হলে জটিলতা অনেকটাই কমে আসবে।”

রংপুরে বিপিএল আয়োজন সম্ভব কি না এমন প্রশ্নের জবাবে আসিফ আকবর বলেন, “বিপিএল আয়োজনের মতো আধুনিক সুবিধা রংপুরে এখনো নেই। তবে, বিসিবির বিভাগীয় অফিস স্থাপন হলে অনেক সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব হবে।”

পরিদর্শনকালে বিসিবি পরিচালক হাসানুজ্জামানসহ স্থানীয় ক্রীড়া সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/আমিরুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ‘চতুর্থ শ্রেণি থেকেই খেলোয়াড় বাছাই শুরু করেছে বিসিবি’