বাংলাদেশের পেসাররাই এ বছর টি-টোয়েন্টিতে সবচেয়ে ‘কৃপণ’
Published: 7th, October 2025 GMT
একসময় স্পিননির্ভর ছিল বাংলাদেশ দল। পেসারদের দাপট অতটা ছিল না। সময় গড়িয়ে এখন বোলিংয়ে দুই বিভাগেই ভারসাম্য এসেছে। স্পিনারদের পাশাপাশি ভালো করছেন পেসাররা। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতেই যেমন এ বছর টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে ওভারপ্রতি গড়ে রান দেওয়ায় বাংলাদেশের পেসাররা কিপটেমিতে শীর্ষে।
এই কিপটেমি আসলে বোলারদের ইকোনমি রেট। যেখানে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে এ সংস্করণে চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে ভালো ইকোনমি রেট বাংলাদেশের পেসারদের। ২৪ ম্যাচে ২৪৬.
পাকিস্তানের পেসাররা নিয়েছেন সর্বোচ্চ ৯৩ উইকেট। পাকিস্তান অবশ্য বাংলাদেশের চেয়ে দুটি ম্যাচ বেশি খেলেছে। টেস্ট খেলুড়ে দলগুলোর পেসারদের মধ্যে এ বছর ৮–এর কম ইকোনমি রেট শুধু বাংলাদেশ, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের। বাকি ৯টি দলের পেসারদের ইকোনমি রেটই ৮–এর ওপরে। এ তালিকায় সবার নিচে ওয়েস্ট ইন্ডিজের পেসাররা। তাঁদের ইকোনমি রেট ১০.২৫।
প্রথম আলো গ্রাফিকসউৎস: Prothomalo
কীওয়ার্ড: দলগ ল র
এছাড়াও পড়ুন:
শ্রেণিকক্ষে টিকটক বানানোয় ৩ শিক্ষার্থী বহিষ্কার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ ও টিকটক তৈরির অভিযোগে তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক শিক্ষার্থীদের বহিষ্কারের তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
চার বছর ধরে বন্ধ দৃষ্টিহীনদের শিক্ষালয়
কুষ্টিয়ায় জাল সনদে শিক্ষকতা, নেওয়া হলো ব্যবস্থা
মনসুর আহমদ আতিক বলেন, “সম্প্রতি স্কুলে টিফিন পিরিয়ড চলাকালে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে নেচে-গেয়ে টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। মেয়ে শিক্ষার্থীদের অজান্তেই তাদেরও ভিডিওতে যোগ করা হয়। গত ৪ অক্টোবর ছড়িয়ে পড়া ভিডিও আমাদের নজরে এলে তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়।”
তিনি আরো বলেন, “অভিযুক্ত শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের নিয়ে বিদ্যালয়ে এসে যদি উপযুক্ত জবাব উত্থাপন করতে পারে, তাহলে সাময়িক বহিষ্কারের আদেশ প্রত্যাহার করা যেতে পারে। উপযুক্ত জবাব না মিললে স্থায়ীভাবে তাদের বহিষ্কার করা হবে। বিদ্যালয়ে বৈঠক করে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মোবাইল ফোন আনতে নিষেধ করা হয়েছে। ভবিষ্যতে যদি কোনো শিক্ষার্থীর হাতে মোবাইল ফোন পাওয়া যায় তাহলে তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/মামুন/মাসুদ