ফরিদপুরে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে কৃষক দলের নেতাকে পেটালেন আরেক নেতা
Published: 7th, October 2025 GMT
ফরিদপুর মহানগর কৃষক দলের এক নেতা ফেসবুক স্ট্যাটাস দেওয়ায় আরেক নেতা পিটিয়ে তাঁর মাথা ফাটিয়ে দিয়েছেন। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফরিদপুর সদর উপজেলার ধুলদি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কৃষক দলের আহত ওই নেতাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ফরিদ শেখ (৩৭) ফরিদপুর মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ফরিদপুর সদরের বৈঠাখালী মহল্লার মো.
ফরিদ শেখের স্ত্রী জুঁই বেগম বলেন, পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাঁরা গতকাল বিকেলে একটি মাইক্রোবাসে যাচ্ছিলেন। পথে ধুলদি বাজার এলাকায় পৌঁছালে ফিরোজ শেখসহ কয়েকজন ফরিদকে ডেকে একটি চায়ের দোকানে নিয়ে যান। এরপর তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। এতে তাঁর মাথা ফেটে যায়।
ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা গণেশ কুমার আগরওয়ালা বলেন, আহত ফরিদ শেখকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি শঙ্কামুক্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজ শেখ ফরিদপুর মহানগর কৃষক দলের সহক্রীড়া সম্পাদক। তিনি মাচ্চর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরোয়ার শেখের ছেলে। গত শনিবার ফরিদ শেখ তাঁর ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে মহানগর কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জানাতে চেয়েছিলেন, ‘ফিরোজ শেখকে এলাকায় বা ফরিদপুরে কোনো আন্দোলনে দেখা যায়নি। তাহলে ফিরোজ শেখ কীভাবে মহানগর কৃষক দলের সম্পাদক হলেন?’
এ বিষয়ে ফিরোজ শেখের বক্তব্য পাওয়া যায়নি। তবে মহানগর কৃষক দলের সভাপতি মো. মামুন অর রশিদ বলেন, ‘স্থানীয় বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। ফরিদপুর মহানগর কমিটি অন্তত দুই বছর আগে ঘোষণা করা হয়েছে। ঘোষিত সময় থেকেই ফিরোজ এই কমিটির সহক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ফরিদ গত দুই বছর কোনো অভিযোগ করেননি। দুই দিন আগে ফিরোজকে নিয়ে ফরিদের পোস্ট আমি দেখেছি। ফিরোজের বাবা আওয়ামী লীগের নেতা কি না, তা আমার জানা নেই। তবে বাবা আওয়ামী লীগের নেতা হলে ছেলে বিএনপি, জামায়াত করতে পারবে না, তা নয়।’ তিনি আরও বলেন, ফিরোজ একজন নিবেদিত নেতা। আন্দোলন–সংগ্রামে তিনি সব সময় পাশে ছিলেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান বলেন, ‘শুনেছি, ধুলদি এলাকায় মারামারি হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ খবর শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আগামীকাল চট্টগ্রামে শুরু হচ্ছে এসইও ও এআই নিয়ে সম্মেলন
সারা বিশ্বে ডিজিটাল বিপণন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের ডিজিটাল জনশক্তিকে বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে আগামীকাল শনিবার চট্টগ্রামের সিটি গেট এলাকার সুজানা স্কয়ারে শুরু হচ্ছে এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) এবং এআই নিয়ে সম্মেলন। দিনব্যাপী এ সম্মেলনে সারা দেশ থেকে প্রায় চার শতাধিক এসইও পেশাজীবী, ফ্রিল্যান্সার, আইটি উদ্যোক্তা এবং ডিজিটাল বিপণন বিশেষজ্ঞরা অংশ নেবেন। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সম্মেলনের আয়োজক প্রতিষ্ঠান জায়ান্ট মার্কেটার্স।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মেলনে একাধিক সেশন, প্যানেল আলোচনা, কেস স্টাডি এবং প্রশ্নোত্তর পর্ব আয়োজন করা হবে। এসব পর্বে এসইও ও এআই প্রযুক্তির সমন্বয়ে কীভাবে অনলাইন ব্যবসা ও ক্যারিয়ারের উন্নয়ন করা যায়, সে বিষয়ে আলোচনার পাশাপাশি সফল হওয়ার দিকনির্দেশনা দেওয়া হবে।
সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরে জায়ান্ট মার্কেটার্সের প্রতিষ্ঠাতা মাসুম বিল্লাহ ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশের তরুণেরা আজ দক্ষতার সঙ্গে সারা বিশ্বে কাজ করে যাচ্ছেন। আগামী দিনের কাজের বাজারে এআই হবে প্রধান শক্তি। এই সম্মেলনের মাধ্যমে আমরা দেশের তরুণদের এক প্ল্যাটফর্মে এনে ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে চাই।’
সম্মেলনের সহ-আয়োজক এআই অটোমেটিকের প্রতিষ্ঠাতা আবদুল আউয়াল বলেন, ‘এই সম্মেলন শুধু শেখার জায়গা নয়, বরং এটি অভিজ্ঞতা বিনিময় ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরির একটি বড় মাধ্যম। দেশের প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’