অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫–এর সংশোধিত নীতিমালা প্রকাশ করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা নির্ধারিত কোটা ও মেধার ভিত্তিতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। গতকাল রোববার (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় এ সংশোধিত নীতিমালা প্রকাশ করেছে।

নীতিমালার আওতায় অনুমোদিত মাধ্যমিক বা নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত অষ্টম শ্রেণির ন্যূনতম ২০ শতাংশ ও সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ছাড়া কোনো শিক্ষার্থী অন্য বিদ্যালয় থেকে ছাড়পত্র নিয়ে ভর্তি হলে আগের প্রতিষ্ঠানের মেধাক্রম বিবেচনা করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষার্থী নয়, এমন কেউ পরীক্ষায় অংশগ্রহণ করলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল হবে।

আরও পড়ুনবিদ্যালয়ে যেনতেন পড়াশোনা, ভরসা কোচিং ও গৃহশিক্ষক০৬ অক্টোবর ২০২৫

পাঁচ বিষয়ে পরীক্ষা, মোট নম্বর ৪০০

নতুন নীতিমালায় জানানো হয়েছে, পাঁচটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়। বাংলা, ইংরেজি ও গণিতে পূর্ণমান ১০০ করে এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে পূর্ণমান ৫০+৫০=১০০, মোট নম্বর ৪০০। সাধারণ শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় তিন ঘণ্টা, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

আরও পড়ুনঅধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগও হবে এনটিআরসিএর মাধ্যমে০৫ অক্টোবর ২০২৫

বৃত্তি দুই ধরনের

বৃত্তি প্রদানের নীতি অনুযায়ী জুনিয়র বৃত্তি দুই ধরনের—ট্যালেন্টপুল বৃত্তি ও সাধারণ বৃত্তি। উভয় বৃত্তিতেই ৫০ শতাংশ ছাত্র ও ৫০ শতাংশ ছাত্রীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। ট্যালেন্টপুল বৃত্তি উপজেলা বা থানাভিত্তিক ও জাতীয়ভাবে নির্ধারিত মোট বৃত্তির অনুপাতে বিতরণ করা হবে। বিজোড় সংখ্যার ক্ষেত্রে সর্বশেষ প্রার্থী নয়, অধিক নম্বরধারী শিক্ষার্থী বিবেচনায় নেওয়া হবে। সাধারণ বৃত্তিও একই নিয়মে উপজেলা বা থানা অনুযায়ী বিতরণ করা হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তক ও অনুসৃত প্রশ্ন কাঠামো অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীদের প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে তাদের মেধা বা কোটাভিত্তিক জুনিয়র বৃত্তি প্রদান করা হবে।

*সংশোধিত নীতিমালা দেখুন এখানে

আরও পড়ুনঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্স, ঘরে বসেই শিখুন নতুন দক্ষতা০৫ অক্টোবর ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ অন য য

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৬ অক্টোবর ২০২৫)

মেয়েদের বিশ্বকাপে আজ মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সিলেটে চলছে জাতীয় লিগ টি-টোয়েন্টি।

জাতীয় লিগ টি-টোয়েন্টি

রাজশাহী-বরিশাল
সকাল ৯-৩০ মি., টি স্পোর্টস

ঢাকা মহানগর-রংপুর
বেলা ১-৩০ মি., টি স্পোর্টস

টেনিস

সাংহাই মাস্টার্স
সকাল ১০-৩০ মি., সনি স্পোর্টস ২

নারী ওয়ানডে বিশ্বকাপ

নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা বোর্ডের ষষ্ঠ ও অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু, চলবে ৬ দিন
  • মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর, মানবিক গুনাবলী যাছাইয়ে আসবে প্রশ্ন
  • আজ টিভিতে যা দেখবেন (৭ অক্টোবর ২০২৫)
  • ব্রিটসের রেকর্ডভাঙা সেঞ্চুরিতে দ. আফ্রিকার জয়
  • বন্ডহোল্ডাররা পেলেন পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন
  • ‘শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’
  • নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন চলছে, পদ ৬৭
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • আজ টিভিতে যা দেখবেন (৬ অক্টোবর ২০২৫)