২ দাবিতে ইবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি
Published: 7th, October 2025 GMT
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ হত্যার বিচার এবং শিক্ষক নিয়োগ বোর্ড থেকে আওয়ামীপন্থি শিক্ষকদের বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শাখা ছাত্রদল। এ সময় ইবি প্রশাসন ও পুলিশ প্রশাসনকে তদন্তের অগ্রগতি দ্রুত জানাতে ১০ দিনের আলটিমেটাম দেয় সংগঠনটি।
মঙ্গলবারব (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
আরো পড়ুন:
চাকসু: ছাত্রদলের জিএস প্রার্থীর বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ
জিয়া উদ্যানের লেকে মাছের পোনা ছাড়ল ‘আমরা বিএনপি পরিবার’
এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম-আহ্বায়ক আহসান হাবীব, আনারুল ইসলাম, আবু দাউদ, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নূর উদ্দিন, মিথুন হোসেন, স্বাক্ষর, উল্লাস মাহমুদ, সাইফুল্লাহ মামুন, তৌহিদ, রিফাত প্রমুখ।
এ সময় তাদের ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আমি কে তুমি কে, সাজিদ সাজি’, ‘বিচার বিচার বিচার চাই, সাজিদ হত্যার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সংগঠনের নেতাকর্মীরা বলেন, নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার। আমরা সবাই একটি নিরাপদ ক্যাম্পাস চাই। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার জন্য ছাত্রদল সবসময় কাজ করে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে হত্যা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করা হয়নি। আমরা জানতে চাই, কেন? প্রশাসন কেন খুনিদের এখনো ধরতে পারছে না।
তারা বলেন, প্রশাসন কোনোভাবেই সেদিকে যাচ্ছে না, এদিক ওদিক করে কাটাচ্ছে। এই প্রশাসন আওয়ামী ফ্যাসিস্টদের নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যদি আওয়ামী ফ্যাসিস্টদের বিতাড়িত করা না হয়, তাহলে ছাত্রদল রাজপথে ছিল, রাজপথে আছে, রাজপথে থাকবে।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “সাজিদ হত্যার ৮০ দিন হয়ে গেল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন গত কয়েক সপ্তাহ আগে এই হত্যা মামলার তদন্তভার দিয়েছে সিআইডির কাছে। আমি বিশ্বাস করি সিআইডি যত দ্রুত সম্ভব কাজ করছে। এই তদন্ত কাজ কতদূর আগালো, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনকে আমাদের দ্রুত জানাতে হবে।”
তিনি বলেন, “আমরা আগামী ১০ দিন সময় দিচ্ছি। ১০ দিন পরে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। সাজিদের খুনীদের যতদিন পর্যন্ত গ্রেপ্তার না করা হবে, ততদিন পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব।”
তিনি আরো বলেন, “শিক্ষক নিয়োগের বোর্ডে আওয়ামীপন্থি শিক্ষকদের সদস্য হিসেবে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব জায়গা ফ্যাসিজম কায়েম করতে চায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অতিদ্রুত যেন শিক্ষক নিয়োগ বোর্ড থেকে আওয়ামীপন্থি শিক্ষকদের বাদ দেওয়া হয়।”
ঢাকা/তানিম/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ছ ত রদল র আওয় ম
এছাড়াও পড়ুন:
আগামীকাল চট্টগ্রামে শুরু হচ্ছে এসইও ও এআই নিয়ে সম্মেলন
সারা বিশ্বে ডিজিটাল বিপণন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের ডিজিটাল জনশক্তিকে বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে আগামীকাল শনিবার চট্টগ্রামের সিটি গেট এলাকার সুজানা স্কয়ারে শুরু হচ্ছে এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) এবং এআই নিয়ে সম্মেলন। দিনব্যাপী এ সম্মেলনে সারা দেশ থেকে প্রায় চার শতাধিক এসইও পেশাজীবী, ফ্রিল্যান্সার, আইটি উদ্যোক্তা এবং ডিজিটাল বিপণন বিশেষজ্ঞরা অংশ নেবেন। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সম্মেলনের আয়োজক প্রতিষ্ঠান জায়ান্ট মার্কেটার্স।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মেলনে একাধিক সেশন, প্যানেল আলোচনা, কেস স্টাডি এবং প্রশ্নোত্তর পর্ব আয়োজন করা হবে। এসব পর্বে এসইও ও এআই প্রযুক্তির সমন্বয়ে কীভাবে অনলাইন ব্যবসা ও ক্যারিয়ারের উন্নয়ন করা যায়, সে বিষয়ে আলোচনার পাশাপাশি সফল হওয়ার দিকনির্দেশনা দেওয়া হবে।
সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরে জায়ান্ট মার্কেটার্সের প্রতিষ্ঠাতা মাসুম বিল্লাহ ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশের তরুণেরা আজ দক্ষতার সঙ্গে সারা বিশ্বে কাজ করে যাচ্ছেন। আগামী দিনের কাজের বাজারে এআই হবে প্রধান শক্তি। এই সম্মেলনের মাধ্যমে আমরা দেশের তরুণদের এক প্ল্যাটফর্মে এনে ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে চাই।’
সম্মেলনের সহ-আয়োজক এআই অটোমেটিকের প্রতিষ্ঠাতা আবদুল আউয়াল বলেন, ‘এই সম্মেলন শুধু শেখার জায়গা নয়, বরং এটি অভিজ্ঞতা বিনিময় ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরির একটি বড় মাধ্যম। দেশের প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’