চট্টগ্রামে ‘মব’ সৃষ্টির পর পুলিশের এক সদস্যকে আহত করে ছিনিয়ে নেওয়া হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম)। আজ মঙ্গলবার দুপুরে নগরের পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় এ ঘটনা ঘটেছে। এখনো উদ্ধার হয়নি পুলিশের আটকের পর ছিনিয়ে নেওয়া গাড়িটি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, নগরের পতেঙ্গার কাঠগড় এলাকায় ব্যস্ততম সড়কে ব্যাটারিচালিত অটোরিকশাটি চলাচল করলে সেটি আটক করে ট্রাফিক পুলিশ। পরে গাড়িটি জব্দ করে ট্রাফিক পুলিশ কনস্টেবল রেকার অপারেটর নজরুল ইসলাম নিজে চালিয়ে নিয়ে আসছিলেন। তখন ৫০ থেকে ৬০ জনের একটি দল গাড়িটি আটকায়।

একপর্যায়ে লাঠি দিয়ে গাড়ির সামনের কাচ ভেঙে দেওয়া হয়। এতে ট্রাফিক কনস্টেবল নজরুল আহত হন। পরে অশ্লীল ভাষায় গালাগাল করে নজরুলের কাছ থেকে গাড়িটি ছিনিয়ে নিয়ে চলে যায় ওই মব। সে সময় একজন ট্রাফিক পুলিশ সার্জেন্ট ও একজন ট্রাফিক পুলিশ সদস্য পাশে থাকলেও তাঁরা অসহায়ের মতো দাঁড়িয়ে ছিলেন। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানেও একই চিত্র দেখা যায়।

জানতে চাইলে নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক বন্দর) কবীর আহমেদ প্রথম আলোকে বলেন, অবৈধ ইজিবাইকটি বিমানবন্দরসংলগ্ন কাঠগড় এলাকার ব্যস্ততম সড়কে চলাচল করলে পুলিশ সেটিকে আটক করে। পরে গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। এতে পুলিশের এক সদস্য আহত হন।

নগর ট্রাফিক পুলিশ পরিদর্শক পতেঙ্গা সেলিম খান আজ বিকেলে বলেন, ছিনিয়ে নেওয়া গাড়িটি উদ্ধারে অভিযান চলছে। তারা মব সৃষ্টি করে গাড়িটি নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সংহতি প্রকাশ

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র আজ শুক্রবার বাংলাদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে। বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি সংহতি ও গভীর সমবেদনা জানিয়েছে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস পৃথক এক বার্তায় আজকের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

আজ শুক্রবার সকালে ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত এবং দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে, যা ঢাকার আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর থেকে মাত্র ১৩ কিলোমিটার পূর্বে। পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ–পশ্চিমে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

সম্পর্কিত নিবন্ধ