ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সবচেয়ে আকর্ষণীয় আয়োজন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড। এ আয়োজনে ডিআরইউ’র অংশীদার ডাক বিভাগের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে ডিআরইউ’র শফিকুল কবীর মিলনায়তনে সংবাদ সম্মেলনে যৌথভাবে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ দেওয়ার ঘোষণা দিয়েছে নগদ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি। 

এ বছর প্রিন্ট ও অনলাইন এবং টেলিভিশিন ও রেডিও—এ দুই ভাগে ২৫টি ক্যাটাগরিতে বিষয়ভিত্তিক প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়ার পাশাপাশি সব মিডিয়ার জন্য উন্মুক্ত করে আরো দুটি বিশেষ পুরস্কার দেওয়া হবে।

ডিআরইউ’র সদস্যরা ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন পুরস্কারের জন্য জমা দিতে পারবেন। ৮ অক্টোবর থেকে প্রতিবেদন জমা নেওয়া শুরু হয়েছে। শেষ তারিখ ১৭ অক্টোবর, ২০২৫ পর্যন্ত।

দেশের ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিক জমা পড়া প্রতিবেদনগুলোর মধ্যে থেকে যাচাই-বাছাই করে সেরা প্রতিবেদন নির্বাচন করবেন।

সংবাদ সম্মেলনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন বলেছেন, বছরের সেরা রিপোর্টের জন্য রিপোর্টারদের সম্মানিত করার এই যে আয়োজন, তা আসলে দেশের সাংবাদিকতাকেই এগিয়ে নেওয়ার এক ইতিবাচক প্রক্রিয়া। সংগঠনের জন্মের পর থেকেই ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই দায়িত্ব পালন করে আসছে এবং এর ইতিবাচক প্রভাবও সাংবাদিকতার ওপর পড়েছে।

ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেছেন, এবারের আয়োজনে ডিআরইউ’র অংশীদার ডাক বিভাগের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ। নানা উদ্ভাবন দিয়ে ইতোমধ্যে সাড়া ফেলেছে নগদ। দেশের ডিজিটাল লেনদেন খাতে অল্প সময়েই বড় জায়গা করে নিয়েছে দেশীয় এই সেবা। 

তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার অনুষ্ঠানের ভেন্যু ও অন্যান্য তথ্য ডিআরইউ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে।

সংবাদ সম্মেলনে নগদের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) সাইমন ইমরান হায়দার বলেছেন, নগদ মনে করে, সাংবদিকদের কাজের মাধ্যমেই সবচেয়ে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সে কারণেই আমরা এমন আয়োজনের সঙ্গে বারবার থাকছি এবং এর মাধ্যমে আমরা সাংবাদিকদের আরো ভালো রিপোর্ট করার জন্য উৎসাহ দিয়ে যেতে চাই। দেশীয় একটি প্রতিষ্ঠান হিসেবে এটি আমাদের দায়িত্ব বলেই মনে করি আমরা।

সংবাদ সম্মেলনে ডিআরইউ'র কার্যনির্বাহী কমিটির সদস্যসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা/রায়হান/রফিক 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র প র ট র স ইউন ট ড আরইউ র প রস ক র র জন য

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২০ নভেম্বর ২০২৫)

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন আজ। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের ড্র আজ সন্ধ্যায়। রাতে পাকিস্তানে ত্রিদেশীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।

মিরপুর টেস্ট-২য় দিন

বাংলাদেশ-আয়ারল্যান্ড
সকাল ৯-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব

প্লে-অফ ড্র
সন্ধ্যা ৫-৫০ মি., ফিফা প্লাস

ত্রিদেশীয় টি-টোয়েন্টি

শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে
সন্ধ্যা ৭টা, টি স্পোর্টস ও এ স্পোর্টস

আবুধাবি টি-টেন

গ্ল্যাডিয়েটরস-চ্যাম্পস
বিকেল ৫-৩০ মি. , টি স্পোর্টস, স্টার স্পোর্টস ১ ও টি স্পোর্টস

বুলস-রাইডার্স
সন্ধ্যা ৭-৪৫ মি. , টি স্পোর্টস, স্টার স্পোর্টস ১

টাইটানস-স্ট্যালিয়নস
রাত ১০টা, টি স্পোর্টস, স্টার স্পোর্টস ১

সম্পর্কিত নিবন্ধ

  • খাদ্য অধিদপ্তরের পঞ্চম পর্যায়ে পরীক্ষার তারিখ ঘোষণা, প্রবেশপত্র ডাউনলোড শুরু
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি প্রকাশ
  • এ ভূমিকম্প হুঁশিয়ারি সংকেত, বড় বিপদ তো সামনে
  • আজ টিভিতে যা দেখবেন (২২ নভেম্বর ২০২৫)
  • আজ টিভিতে যা দেখবেন (২১ নভেম্বর ২০২৫)
  • করপোরেট ক্রিকেট কার্নিভালে শুক্রবার মাঠে নামছে ওয়ালটন
  • দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
  • মিস ইউনিভার্স ২০২৫: ইভনিং গাউন সেশনে মিথিলা, দেখুন ১৫টি ছবি
  • সমতা লেদারের নয় মাসে লোকসান বেড়েছে ৩৩.৩৩ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (২০ নভেম্বর ২০২৫)