কুরআন অবমাননার প্রতিবাদে কুবিতে কুরআন বিতরণ
Published: 8th, October 2025 GMT
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুরআন বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে এ কর্মসূচিটি পালন করা হয়।
আরো পড়ুন:
কুবি শিক্ষার্থীকে উত্যক্ত করায় ৫ যুবক আটক
কুরআন অবমাননার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ
কুরআন বিতরণের পাশাপাশি কুরআন সম্পর্কিত কুইজ এবং উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়।
এ ব্যাপারে কুবির কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি রিফাতুল ইসলাম বলেন, “নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব পাল নামে এক কুলাঙ্গার পবিত্র কুরআনের অবমাননা করেছে। যারা কুরআন পড়ে না, নামাজ পড়ে না, তাদেরও ভিডিওটা দেখে হৃদয়ে নাড়া দিয়েছে। এটা সহ্য করার মতো না। আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তারই প্রতিবাদস্বরূপ আমাদের এই কুরআন অ্যান্ড কালচার স্টাডি ক্লাবের উন্মুক্ত কোরআন বিতরণ অনুষ্ঠান।”
তিনি বলেন, “আমাদের প্রত্যেকের অন্তরে যেন এই আল কুরআনের আলো পৌঁছে যায়। আমাদের দিনের শুরুটা যেন হয় নামাজ দিয়ে এবং কুরআন পাঠের মাধ্যমে। এটা বাস্তবায়নের জন্য আমরা কুরআন বিতরণ কর্মসূচি পালন করছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি, যারা শুরু থেকে আমাদের সাহায্য করে আসছেন।”
ঢাকা/এমদাদুল/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক রআন ব তরণ আম দ র
এছাড়াও পড়ুন:
কুড়িগ্রামে ভেসে এল মৃত গন্ডার, হাড়গোড় যাবে জাদুঘরে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে একটি মৃত গন্ডার ভেসে এসেছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে ভারতের কোনো বন্য প্রাণী সংরক্ষণ এলাকা থেকে ভেসে এসেছে এটি।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিনে ভারতের বিভিন্ন এলাকায় প্রবল বন্যা দেখা দিয়েছে। পাহাড়ধস ও বনাঞ্চল প্লাবিত হয়ে দুধকুমার নদ দিয়ে কাঠের গুঁড়ি, মৃত গরু, সাপ, মাছসহ নানা প্রাণী ভেসে আসছে। গত সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় দুধকুমার নদের স্রোতে গন্ডারটিকে মৃত অবস্থায় প্রথমবার ভাসতে দেখা যায়। পরে ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের চরে আটকে পড়ে প্রাণীটির দেহ।
আরও পড়ুন‘পুষ্পা’ সিনেমার মতো কুড়িগ্রামে ভেসে এল কাঠ, ‘লাল চন্দন’ ভেবে কাড়াকাড়ি৬ ঘণ্টা আগেমঞ্জুরুল ইসলাম নামের স্থানীয় এক বাসিন্দা জানান, উজানের ঢলে কালজানি ও দুধকুমার নদে শত শত গাছের গুঁড়ি ও কাঠ ভেসে এসেছে। এর সঙ্গে ওই মৃত গন্ডার ভেসে আসে।
খবর পেয়ে আজ ঘটনাস্থল পরিদর্শনে যান তিলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামরুজ্জামান, কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুর রহমান, উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলী ও যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরের কিউরেটর জুয়েল রানা।
আরও পড়ুনকুড়িগ্রামের কালজানি নদীতে ভেসে আসছে হাজারো গাছের গুঁড়ি০৫ অক্টোবর ২০২৫ইউপি চেয়ারম্যান বলেন, ‘গতকাল এলাকাবাসী মৃত দেহটি দেখতে পেয়ে আমাকে খবর দিলে আমি বন বিভাগকে জানাই। আজ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তাসহ যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরের কিউরেটর সরেজমিনে পরিদর্শন করেন।’
কুড়িগ্রাম বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, গন্ডারটি খুব বড় ও ভারী হওয়ায় সরানো সম্ভব হয়নি। তাই মাটিতে গর্ত করে সেখানেই পুঁতে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। জাদুঘরের লোকজন এর হাড়গোড় সংগ্রহ করবেন।
যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরের কিউরেটর জুয়েল রানা বলেন, গন্ডারটির দেহ পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। দুই মাস পর পচনপ্রক্রিয়া সম্পন্ন হলে হাড়গোড় সংগ্রহ করে জাদুঘরে সংরক্ষণ করা হবে। এগুলো শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহৃত হবে।
আরও পড়ুনতিস্তার পানি কুড়িগ্রামে বিপৎসীমার ওপরে, লালমনিরহাটে নিচে০৬ অক্টোবর ২০২৫