ডেঙ্গু দমন ও জলাবদ্ধতা নিরসনসহ পাঁচ দফা দাবি জানিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে স্মারকলিপি দিয়েছে নাগরিক সংগঠন-'ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ'। বুধবার (৮ অক্টোবর)  দুপুরে সিটি কর্পোরেশনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন। 

সংগঠনটির প্রধান সমন্বয়ক সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, নাগরিকদের দাবির প্রেক্ষিতে পরিকল্পিত উন্নয়ন, মেট্রোরেল বাস্তবায়ন, ডেঙ্গু নিধনে সময়োপযোগী পদক্ষেপ, বিশুদ্ধ পানি সরবরাহ না হওয়া পর্যন্ত পানি কর প্রত্যাহার এবং মাসদাইরসহ বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে আমরা স্মারকলিপি দিয়েছি। আশা করছি দ্রুত এর সমাধানে আন্তরিক হবে কর্পোরেশন। 

স্মারকলিপি গ্রহণ শেষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে একজন প্রকৌশলীকে পরিদর্শন শেষে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই সমাধান হবে। 

তিনি আরও বলেন, অন্যান্য দাবিগুলোর ক্ষেত্রে সিটি কর্পোরেশন আগে থেকেই কাজ করে আসছে। কিছু বিষয় সময়সাপেক্ষ এবং চলমান। তবে নাগরিকদের সব যৌক্তিক দাবির ক্ষেত্রেই সিটি কর্পোরেশন আন্তরিক।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ স ম রকল প

এছাড়াও পড়ুন:

বন্দরে সাবেক কাউন্সিলর মুরাদের উদ্যাগে মিলাদ ও দোয়া  

বহিস্কারাদেশ প্রত্যাহার করায় বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও  বিএনপি নেতা গোলাম নবী মুরাদের  উদ্যাগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টায় বন্দর থানার সোনাকান্দা কেএনসেন রোডস্থ উল্লেখিত নেতার বাস ভবনে এ দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে মহানগর বিএনপি সাবেক সহ সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির হাই কমান্ড তাদের ইচ্ছানুযায়ী আমাদের বহিস্কার করেছিল পূনরায় তারা আবার বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে।

আমাদের শেষ ঠিকানা বিএনপি। বিএনপির পতাকাতলেই আমাদের ধ্যান-জ্ঞান। আমাদের সহযোদ্ধা আরো দুজন সাবেক কাউন্সিলর হান্নান সরকার ও সুলতান আহমেদের বহিস্কারাদেশও অচিরেই প্রত্যাহার হবে।  আমি সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নারায়ণগঞ্জ ৫ আসনের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের সুস্বাস্থ্য কামনাসহ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন, ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আলহাজ্ব হান্নান সরকার,  ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদ, ২৫ নং ওযার্ড বিএনপি নেতা নেসার উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মোস্তাকুর রহমান, জান্নাতুল ফেরদৌস রাজিব, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা শহীদ মেম্বার, ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা আবু সাঈদ, হাজী মোক্তার হোসেন,  ওলিদ, শাহীন, আরমান মৃধা, দেলোয়ার হোসেন, নাদিম মাহামুদ, আক্তারুজ্জামান, দেলোয়ার হোসেন, টাকিন বাদশা, এবাদুল্লাহ ও আজিমসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন সোনাকান্দা বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সিরাজুল ইসলাম। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীদের তোবারক বিতরন করা হয়।  
 

সম্পর্কিত নিবন্ধ

  • সম্মাননা পেলেন সাংবাদিক কন্যা মিম ইসলাম 
  • বন্দরে সাবেক কাউন্সিলর মুরাদের উদ্যাগে মিলাদ ও দোয়া  
  • মানিকগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারের ভক্তদের ওপর হামলা, আহত ৪
  • জামালপুর-২ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে সড়ক অবরোধে ছিলেন নারীরাও
  • ৪৪তম বিসিএস: দ্রুত নিয়োগের দাবিতে সুপারিশ পাওয়া ক্যাডারদের মানববন্ধন
  • আট আসনে বিক্ষোভ, অবরোধ, মানববন্ধন
  • কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী চেয়ে দীর্ঘ মানববন্ধন
  • সীতাকুণ্ডে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে একাধিক স্থানে মানববন্ধন
  • বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি দাবিতে সংসদের সামনে মানববন্ধন
  • বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে শহরে মানববন্ধন