মাগুরায় প্রথমবারের মতো সদস্যদের সরাসরি ভোটে পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাসুদ হাসান খান। সাধারণ সম্পাদক হয়েছেন যুবদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আঞ্জুম হাসান ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক যুবদল নেতা কাজী মাজহারুল হক।

গতকাল বুধবার বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মাগুরা আদর্শ কলেজে ভোট গ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করা হয়।

ভোট পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনটি পদে এ নির্বাচন হয়। এর মধ্যে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৭ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মাগুরা পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটির ৭১ জন করে মোট ৬৩৯ জন সদস্য ভোটার ছিলেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, এমন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পৌর বিএনপির সম্মেলন এবারই প্রথম। প্রায় শতভাগ ভোটার তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এর আগে একই প্রক্রিয়ায় প্রতিটি ওয়ার্ডে সম্মেলন হয়েছে।

এর আগে গতকাল দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব মনোয়ার হোসেন খান।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প র ব এনপ র ব এনপ র স সদস য

এছাড়াও পড়ুন:

নারী কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ, নিশ্চিত প্রথম পদক

চলমান নারী কাবাডি বিশ্বকাপে আজ শনিবার (২২ নভেম্বর) সকালে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে থাইল্যান্ডকে হারিয়ে নিশ্চিত করল সেমিফাইনালের টিকিট। তাতে নিশ্চিত হলো নারী বিশ্বকাপের ইতিহাসে দেশের প্রথম পদকও।

ঢাকায় চলমান আসরের শুরু থেকেই পদকের প্রত্যাশার কথা জানিয়ে আসছিলেন বাংলাদেশের খেলোয়াড় ও কর্মকর্তারা। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর থাইল্যান্ডের বিপক্ষে জয়ের মাধ্যমে সেমিফাইনাল এবং পদক নিশ্চিত করার পর লাল-সবুজ শিবিরে ছিল উচ্ছ্বাস। দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের গ্যালারিতে থাকা দর্শকদের অভিবাদনের জবাব দিলেন লাল-সবুজ পতাকা নেড়ে।

আরো পড়ুন:

কাবাডি আমাদের ঐতিহ্য, জাতীয় চেতনার প্রতীক: উপদেষ্টা আসিফ

নারী কাবাডি বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

থাইল্যান্ড টস জিতে রেইড বেছে নেয়। থানিয়ালাক বেনরিথ বোনাস পয়েন্ট নিয়ে শুরু করেন। দ্বিতীয় রেইড থেকে শ্রাবণী মল্লিক বাংলাদেশকে প্রথম পয়েন্ট এনে দেন। ওটা ছিল বোনাস পয়েন্ট। পরের রেইডে শ্রাবণী একজনকে আউট করেন। শুরু থেকে এগিয়ে থাকা থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো লিড এনে দেন মেইবি চাকমা। ম্যাচ চলতে থাকে সমান তালে। রেখা আক্তারি ট্যাকল করতে গিয়ে পয়েন্ট দেন, ফিরতি রেইড থেকে পয়েন্ট নিয়ে আসেন বৃষ্টি বিশ্বাস। নবম মিনিটে ইনজুরি নিয়ে ম্যাট ছাড়েন বাংলাদেশি রেইডার শ্রাবণী মল্লিক। ১১-১১ সমতা থেকে বৃষ্টি এক রেইডে দুইজনকে আউট করেন, লিড পায় বাংলাদেশ। ১৪-১২ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর দ্রুতই প্রতিপক্ষকে অলআউট করে বাংলাদেশ, এগিয়ে যায় ১৮-১৩ পয়েন্টে। সময়ের সঙ্গে অধিপত্য বাড়তে থাকে বাংলাদেশের। এই সময় রেইড এবং ট্যাকল; দুই বিভাগেই দারুণ নৈপুণ্য দেখায় লাল-সবুজরা। দ্বিতীয়বারের মতো থাইল্যান্ডকে অলআউট করে ৩১-১৮ পয়েন্টে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষদিকে থাইল্যান্ড মরিয়া হয়ে লড়াই করেছে বটে, তা হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে। ৪০-৩১ পয়েন্টের জয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো পদক নিশ্চিত করল বাংলাদেশ। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • নারী কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ, নিশ্চিত প্রথম পদক